23 March Current Affairs in Bengali 2021 :
১।
সম্প্রতি
SEBI প্রাক্তন চেয়ারম্যান GV Ramakrishna মারা
গেলেন।
**
১৯৯০
সালে
তিনি
Market Regulator SEBI –এর
চেয়ারম্যান
হিসেবে
নিযুক্ত
হন।
SEBI – Securities and Exchange Board of India.
Formed – 12 April 1988.
Headquarter – Mumbai.
Chairman – Ajay Tyagi.
২।
সম্প্রতি
মহারাষ্ট্রের
কৃষকেরা
‘Fresh Fruit Cake Movement’ শুরু করল।
** মহারাষ্ট্রের
কৃষকেরা
বেকারির
তৈরি
কেকের
পরিবর্তে,
স্বাস্থ্যকর
বিকল্প
হিসেবে
তাজা
ফলের
তৈরি
কেকের
প্রচার
করার
জন্য
এই
উদ্ভাবনী
আন্দোলন
শুরু
করেছে।
মুম্বায়ে
ভারতের
প্রথম সমুদ্রের নীচ দিয়ে ট্যানেল
তৈরি
করা
হচ্ছে।
Chief Minister - Uddhav
Thackeray.
Governor - Bhagat Singh Koshyari.
Capital – Mumbai.
National Park – Tadoba National Park (1955),
Gugamal National Park (1975), Nawegaon National Park (1975), Pench (Jawaharlal
Nehru) National Park (1975), Sanjay Gandhi (Borivali) National Park (1983),
Chandoli National Park (2004).
Dance Forms –
Lavani, Nakata, Koli, Lezim, Gafa, Dahikala Dasavtar or
Bohada.
Traditional Sarees – Paithani saree.
৩।
সম্প্রতি
প্রকাশিত
“India’s Power Elite : Caste, Class and Culture
Revolution” পুস্তক
টি
রচনা
করেন
সঞ্জয় বারু।
৪।
সম্প্রতি
২০২০
–এর
শেষ
কোয়ার্টারে
প্রকাশিত
রিপোর্ট
অনুযায়ী
ভারত
‘Global Home Price Index’ –এ ৫৬ তম স্থানে
রয়েছে।
**
১
বছর
আগে
ভারতের
স্থান
ছিল
৪৩
তম।
৫।
৬৭ তম National Film Awads 2021 (for
year 2019) সেরা সিনেমার জন্য জাতীয় পুরস্কার
পেল
সুশান্ত
সিং
রাজপুত
অভিনীত
‘Chhichhore’.
** সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত
‘Gumnaami’ বাংলা সেরা
চলচ্চিত্রের
জন্য
জাতীয়
পুরস্কার
লাভ
করল।
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
৬।সম্প্রতি
প্রতিরক্ষা
সংক্রান্ত
ওয়েবসাইট
‘মিলিটারি ডিরেক্ট’ দ্বারা
প্রকাশিত
সমীক্ষা
অনুযায়ী
‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ বা
‘Ultimate Military Strength Index’ –এ ১০০ –র মধ্যে ৮২ পয়েন্ট
পেয়ে
শীর্ষে
রয়েছে
চীন।
**
সামরিক
খাতে
সবচেয়ে
বেশি
খরচ
করেও
আমেরিকা
রয়েছে
দ্বিতীয়
স্থানে
৭৮
পয়েন্টের
সাথে,
৬৯
পয়েন্ট
পেয়ে
এই
সমীক্ষায়
তৃতীয়
স্থানে
রয়েছে
রাশিয়া,
ভারত
৬১
পয়ান্ট
সহ
এই
সমীক্ষায়
চতুর্থ
স্থানে
এবং
পঞ্চম
স্থানে
রয়েছে
ফ্রান্স ৫৮
পয়েন্টের
সাথে।
৭।
সম্প্রতি
রাজস্থানের
মুখ্যমন্ত্রী
Ashok Gehlot ‘মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা’ লঞ্চ করলেন।
** এই যোজনার দ্বারা রাজস্থানের প্রত্যেক পরিবার কে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাস লেস স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে।
আয়তনের দিক দিয়ে রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য।
আজমের কে রাজস্থানের হৃদয় বলা হয়।
ভগবান ব্রহ্মার একমাত্র মন্দির রাজস্থানের পুস্করে অবস্থিত।
Governor - Kalraj Mishra.
Capital – Jaipur.
National Park – Ranthambhore National Park
(1980), Keoladeo Ghana National Park (1981), Sariska National Park (1992),
Desert National Park (1992), Mukundra Hills National Park (2006).
Dance Forms –
Ghumar, Chakri, Ganagor, Jhulan Leela, Jhuma, Suisini,
Ghapal, Kalbeliya.
Traditional Sarees - Kota saree, Lehariya saree.
৮।
প্রতি
বছর
২২
শে
মার্চ
বিহারের প্রতিষ্ঠা দিবস হিসেবে
পালন
করা
হয়।
**
বিহার
রাজ্য
প্রতিষ্ঠা হয় ১৯১২ সালের ২২ শে মার্চ।
২০২১
সালে
বিহার
১০৯
তম
স্থাপনা
দিবস
পালন
করল।
সম্প্রতি
বিহার
WHO –এর
ডাক্তার – জনসংখ্যা (১ : ১০০০) অনুপাত
পূর্ণ
করল।
Chief Minister - Nitish
Kumar.
Governor - Phagu Chauhan.
Capital – Patna.
National Park – Valmiki National Park (1989).
Dance Forms –
Jata-Jatin, Bakho-Bakhain, Panwariya, Sama Chakwa, Bidesia.
৯।
সম্প্রতি
প্রকাশিত
“Bringing Government and People Closer” পুস্তক
টি
রচনা
করেন
ডঃ এম রামাচন্দ্রন।
**
এই
পুস্তক
টি
ভার্চুয়ালি
লঞ্চ করলেন ভারতের
উপরাষ্ট্রপতি
ভেঙ্কাইয়া নাইডু।
ডঃ
এম
রামাচন্দ্রন
প্রাক্তন IAS Officer এবং
দেরাদুনের
ICFAI বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার।
১০।
সম্প্রতি
হরিয়ানা
‘Public Property Damage Recovery Bill 2021’ পাশ করল।
**
হরিয়ানার
আগে
এই
বিল
উত্তর প্রদেশে পাশ করানো হয়।
হরিয়ানার
ঝজ্জরে
ভারতের
সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল তৈরি করা হয়েছে।
হরিয়ানার
গুরুগ্রামে
International Solar Alliance (ISA) –এর Headquarter বর্তমান।
১১।
সম্প্রতি
জন্মু কাশ্মীরে ‘Ratle Hydroelectric Power Corporation’ স্থাপন
করা
হবে।
**
এখানে
৮৫০
মেগাওয়াট
বিদ্যুৎ
উৎপাদন
হবে।
জন্মু
কাশ্মীরের
চেনাব নদীর উপর বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ
তৈরি
করা
হচ্ছে।
Hemis National Park প্রথমে
জন্মু
কাশ্মীরে
ছিল।
কিন্তু
জন্মু
কাশ্মীর
থেকে
লাদাখ
আলাদা
হওয়ার
ফলে
বর্তমানে Hemis National Park লাদাখে অবস্থিত।
মহাশিবরাত্রি
এখানে
‘হেরথ উৎসব’ নামে
পালিত
হয়।
প্রথম তারামণ্ডল স্থাপিত
হতে
চলেছে
জন্মু
কাশ্মীরে।
জন্মু
কাশ্মীরের
গুলমার্গে
ভারতের
প্রথম ইগলু ক্যাফে স্থাপন
করা
হয়েছে।
সম্প্রতি
‘রেডিও চিনার - ৯০.৪ হর দিল কি ধড়কন’ নামক রেডিও স্টেশনের
উদ্বোধন
করা
হল।
সম্প্রতি জন্মু কাশ্মীরে ‘Awaam Ki Baat’ পরিযোজনা শুরু করা হয়েছে।
Lt. Governor – Manoj
Sinha.
Capital – Jammu (Winter) &
Srinagar (Summer).
National Park – Dachigam National Park (1981),
Kishtwar National Park (1981), City Forest (Salim Ali) National Park (1992).
Dance Forms –
Rauf, Hikat, Mandjas, Kud Dandi
Nach, Damali.
১২।
সম্প্রতি
প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী ‘বিশ্ব জল দিবস’
উপলক্ষে
‘Jal Shakti Abhiyan : Catch the Rain’ –এর উদ্বোধন
করলেন।
১৩।
সম্প্রতি
IIM Kolkata –র Director Anju
Seth নিজ
পদ
থেকে
ইস্তফা
দিলেন।
১৪।
সম্প্রতি
বিহার
হল
‘Ethanol Production Promotion Policy, 2021’ গ্রহণ করা প্রথম রাজ্য।
**
রাজ্যের
শিল্পমন্ত্রী
সৈয়দ শাহনাওয়াজ হুসেন ‘Ethanol Production Promotion Policy, 2021’ লঞ্চ করলেন।
১৫।
সম্প্রতি
ভারতীয়
রেলের
কপুরথালা
(Kapurthala) কোচ ফ্যাক্টরি প্রথম
AC Three Tier Economy Class LHB Coach তৈরি
করল।
Previous Post - Daily Current Affairs Update in Bengali (22 March 2021)

