১। শিশুর জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব – পিঁয়াজে।
২। শিক্ষণের প্রজ্ঞা মূলক মডেল – জন ডিউই।
৩। শিখনের প্রাচীন অনুবর্তন তত্ত্ব – প্যাভলভ।
৪। পোগ্রাম শিখন মডেল – স্কিনার।
৫। শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্ব – স্কিনার।
৬। শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব – কোহলবার্গ।
৭। শিখনের সামাজিক নির্মিতিবাদ – ভাইগটক্সি।
৮। শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বা সংযোজন বাদ – থর্নডাইক।
৯। বুদ্ধির দলগত উপাদান তত্ত্ব – থর্নডাইক।
১০। বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব – স্পিয়ারম্যান।
১১। বুদ্ধির বহু উপাদান তত্ত্ব – থার্স্টোন।
১২। বৃদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব – গিলফোর্ড।
১৩। শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব – বান্দুরা।
১৪। শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব – হাল।
১৫। শিখনের ফিল্ড তত্ত্ব – লিউইন।
১৬। শিখনের সাযুজ্য তত্ত্ব – গাথারি।
১৭। শিখনের চিহ্নিতকরন তত্ত্ব – টলম্যান।
১৮। বুদ্ধির বাছাই তত্ত্ব – থমসন।
১৯। কারণ-নির্দেশক তত্ত্ব – ওয়াইনার।
২০। বুদ্ধির প্রক্রিয়াকরণ তত্ত্ব – স্টানবার্গ।
২১। বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্ব – এরিকসন।
২২। মনঃ সামাজিক বিকাশের তত্ত্ব - এরিকসন।
২৩। চাহিদার ক্রমোচ্চপর্যায় তত্ত্ব – ম্যাসলো।
২৪। ধারণা গঠন মডেল – ব্রুনার।
২৫। অগ্রণী সংগঠনক মডেল – ডেভিড আসুবেল।
২৬। মৌলিক শিক্ষণ মডেল – গ্লেসার।
২৭। শিক্ষণের দলগত অনুসন্ধান মডেল – জন ডিউই ও হার্বাট থিলেন।
২৮। শিক্ষণের সামাজিক অনুসন্ধান মডেল – বেঞ্জামিন কক্স ও বাররন মাশিয়াল।
২৯। শিক্ষণের সমাজনুরূপ মডেল – সারিন বুকক ও গুৎসকা।
৩০। শিক্ষণের স্মরণমূলক মডেল – জোরি লুকাস।
৩১। শিক্ষণের অনির্দেশিত মডেল – কার্ল রোজার্স।
৩২। শিক্ষণের বৈজ্ঞানিক অনুসন্ধান মডেল – জোসেফ জেয়াব।
৩৩। শিক্ষণের বৌদ্ধিক বিকাশ মডেল – ব্রুনার।
৩৪। শিক্ষণের প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল - গ্যাগলে।
৩৫। শিক্ষণের অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেল – রিচার্ড স্যূচম্যান।
৩৬। বুদ্ধির তত্ত্ব – ভার্ণ্ন ও বার্ট।
৩৭। শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেল – উইলিয়াম গর্ডন।
৩৮। শিক্ষণের সাইনেকটিস মডেল - উইলিয়াম গর্ডন।
৩৯। শিক্ষণের আরোহী চিন্তন মডেল – হিলদা টাবা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে...
ReplyDeleteআমাদের পোষ্টগুলি আপনার সামান্যতম উপকারে এলে বন্ধুদের সাথে আমাদের পোষ্টগুলি শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাইটের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ.....
Deleteখুব উপকারী তথ্য
ReplyDelete