Type Here to Get Search Results !

শিশুশিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব


     ১। শিশুর জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব – পিঁয়াজে।

 

    ২। শিক্ষণের প্রজ্ঞা মূলক মডেল – জন ডিউই।

 

    ৩। শিখনের প্রাচীন অনুবর্তন তত্ত্ব – প্যাভলভ।

 

    ৪। পোগ্রাম শিখন মডেল – স্কিনার।

 

    ৫। শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্ব – স্কিনার।

 

    ৬। শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব – কোহলবার্গ।

 

    ৭। শিখনের সামাজিক নির্মিতিবাদ – ভাইগটক্সি।

 

    ৮। শিখনের প্রচেষ্টা ভুল তত্ত্ব বা সংযোজন বাদ – থর্নডাইক।

 

    ৯। বুদ্ধির দলগত উপাদান তত্ত্ব – থর্নডাইক।

 

    ১০। বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব – স্পিয়ারম্যান।

 

    ১১। বুদ্ধির বহু উপাদান তত্ত্ব – থার্স্টোন।

 

    ১২। বৃদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব – গিলফোর্ড।

 

    ১৩। শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব – বান্দুরা।

 

    ১৪। শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব – হাল।

 

    ১৫। শিখনের ফিল্ড তত্ত্ব – লিউইন।

 

    ১৬। শিখনের সাযুজ্য তত্ত্ব – গাথারি।

 

    ১৭। শিখনের চিহ্নিতকরন তত্ত্ব – টলম্যান।

 

    ১৮। বুদ্ধির বাছাই তত্ত্ব – থমসন।

 

    ১৯। কারণ-নির্দেশক তত্ত্ব – ওয়াইনার।

 

    ২০। বুদ্ধির প্রক্রিয়াকরণ তত্ত্ব – স্টানবার্গ।

 

    ২১। বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্ব – এরিকসন।

 

    ২২। মনঃ সামাজিক বিকাশের তত্ত্ব - এরিকসন।

 

    ২৩। চাহিদার ক্রমোচ্চপর্যায় তত্ত্ব – ম্যাসলো।

 

    ২৪। ধারণা গঠন মডেল – ব্রুনার।

 

    ২৫। অগ্রণী সংগঠনক মডেল – ডেভিড আসুবেল।

 

    ২৬। মৌলিক শিক্ষণ মডেল – গ্লেসার।

 

    ২৭। শিক্ষণের দলগত অনুসন্ধান মডেল – জন ডিউই ও হার্বাট থিলেন।

 

    ২৮। শিক্ষণের সামাজিক অনুসন্ধান মডেল – বেঞ্জামিন কক্স ও বাররন মাশিয়াল।

 

    ২৯। শিক্ষণের সমাজনুরূপ মডেল – সারিন বুকক ও গুৎসকা।

 

    ৩০। শিক্ষণের স্মরণমূলক মডেল – জোরি লুকাস।

 

    ৩১। শিক্ষণের অনির্দেশিত মডেল – কার্ল রোজার্স।

 

    ৩২। শিক্ষণের বৈজ্ঞানিক অনুসন্ধান মডেল – জোসেফ জেয়াব।

 

    ৩৩। শিক্ষণের বৌদ্ধিক বিকাশ মডেল – ব্রুনার।

 

    ৩৪। শিক্ষণের প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল - গ্যাগলে।

 

    ৩৫। শিক্ষণের অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেল – রিচার্ড স্যূচম্যান।

 

    ৩৬। বুদ্ধির তত্ত্ব – ভার্ণ্ন ও বার্ট।

 

    ৩৭। শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেল – উইলিয়াম গর্ডন।

 

    ৩৮। শিক্ষণের সাইনেকটিস মডেল - উইলিয়াম গর্ডন।

 

    ৩৯। শিক্ষণের আরোহী চিন্তন মডেল – হিলদা টাবা।

 


Tags

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. অসংখ্য ধন্যবাদ আপনাকে...

    ReplyDelete
    Replies
    1. আমাদের পোষ্টগুলি আপনার সামান্যতম উপকারে এলে বন্ধুদের সাথে আমাদের পোষ্টগুলি শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাইটের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ.....

      Delete

Top Post Ad

Below Post Ad