- পৃথিবীর ভূ-স্বর্গ – কাশ্মীর।
- ভারতের রোম – দিল্লী।
- ভারতের প্রবেশ দ্বার – মুম্বাই।
- রাজ প্রসাদের শহর - কলকাতা।
- মন্দিরের শহর – বেনারস।
- গোলাপী শহর – রাজস্থান।
- বজ্রপাতের দেশ – ভূটান।
- সোনালী আঁশের দেশ – বাংলাদেশ।
- নীরব খনির দেশ – বাংলাদেশ।
- ভাটির দেশ – বাংলাদেশ।
- মসজিদের শহর – ঢাকা।
- বাংলাদেশের প্রবেশ দ্বার – চট্টগ্রাম।
- বাংলার ভেনিস – বরিশাল।
- পঞ্চনদের দেশ – পাকিস্তান।
- পাকিস্তানের প্রবেশ দ্বার – করাচি।
- চির শান্তির শহর – রোম।
- সাত পাহাড়ের শহর – রোম।
- সূর্যোদয়ের দেশ – জাপান।
- প্রাচ্যের গ্রেট ব্রিটেন – জাপান।
- ভূমিকম্পের দেশ – জাপান।
- প্রাচীরের দেশ – চীন।
- চীনের দুঃখ - হোয়াংহো নদী।
- নিশীথ সূর্যের দেশ – নর ওয়ে।
- রাতের নগরী – কায়রো।
- পৃথিবীর ছাদ - পামীর মালভূমি।
- পিরামিডের দেশ – মিশর।
- শ্বেত হস্তীর দেশ - থাইল্যান্ড।
- পৃথিবীর গুদামঘর – মেক্সিকো।
- পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী – প্যারিস।
- পৃথিবীর চিনির আধার - কিউবা।
- নিষিদ্ধ নগরী – লাসা।
- নীলনদের দেশ- মিশর।
- ঝর্ণার শহর – তাসখন্দ।
- উদ্যানের শহর – শিকাগো।
- সম্মেলনের শহর – জেনেভা।
- পবিত্র ভূমি – জেরুজালেম।
- সোনার অন্তঃপুর – ইস্তাম্বুল।
- স্বর্ণ নগরী – জোহান্সবার্গ।
- মুক্তার দেশ – কিউবা।
- মুক্তার দ্বীপ -বাহরাইন।
- হীরক নগরী – কিম্বার্লি।
- রৌপ্যের শহর – আলজিয়ার্স।
- লিলি ফুলের দেশ – কানাডা।
- বিশ্বের রুটির ঝুড়ি - প্রেইরি।
- ভূমধ্যসাগরের প্রবেশদ্বার – জিব্রাল্টার প্রণালী।
- বিশ্বের রাজধানী – নিউইয়র্ক।
- সোনালী প্যাগোডার দেশ – মায়ানমার।
- নীল পর্বত - নীলগিরি পাহাড়।
- সমুদ্রের বধূ – গ্রেট ব্রিটেন।
- চির বসন্তের নগরী - কিটো।
- লবঙ্গ দ্বীপ - জাঞ্জিবার।
- আগুনের দ্বীপ – আইসল্যান্ড।
- হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড।
- হাজার দ্বীপের দেশ – ইন্দোনেশিয়া।
- কানাডার প্রবেশ দ্বার - সেন্ট লরেন্স।
- পশ্চিমের জিব্রাল্টার – কুইবেক।
- সোভিয়েত ইউনিয়নের শস্যভান্ডার - ইউক্রেন।
- ইউরোপের ককপিট - বেলজিয়াম।
- ইউরোপের প্রবেশদ্বার – ভিয়েনা।
- দক্ষিণের গ্রেট ব্রিটেন – নিউজিল্যান্ড।
- প্রাচ্যের ভেনিস -ব্যাংকক।
- দক্ষিণের রাণী - সিডনি।
- উত্তরের ভেনিস – স্টকহোম।
- প্রাচ্যের ম্যানচেস্টার - ওসাকা।
- রাজপ্রসাদের নগর - ভেনিস।
- জাঁকজমকের নগরী – নিউইয়র্ক।
- পান্নার দ্বীপ - আয়ারল্যান্ড।
- মোটর গাড়ির শহর - ডেট্রয়েট।
- গ্র্যানাইডের শহর - এভারডিন।
- দূর্গের শহর - এডিনবার্গ।
- গগনচুম্বী অট্টালিকার শহর – নিউইয়র্ক।
- সোনালী তরুণের শহর – সানফ্রান্সিসকো।
- নিমজ্জমান নগরী – হেগ।
- চির সবুজের দেশ – নাটাল।
- দ্বীপের মহাদেশ – অস্ট্রেলিয়া।
- অন্ধকারাচ্ছন্ন মহাদেশ – আফ্রিকা।
- ধীবরের দেশ – নরওয়ে।
- সিল্ক রুটের দেশ – ইরান।