Type Here to Get Search Results !

রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গীকৃত গ্রন্থ

তথ্য নির্মানে - Nirman Pal

নাটক :

1.রুদ্রচন্ড - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

2. প্রকৃতির প্রতিশোধ - তোমাকে দিলাম ( অনুমান কাদম্বরী দেবী )

3. মায়ার খেলা - সরলা রায়

4. কালের যাত্রা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে

5. তাসের দেশ - সুভাষচন্দ্র বসু

6. বিসর্জন - সুরেন্দ্রনাথ ঠাকুর ( সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র)

7. চিত্রাঙ্গদা (নৃত্যনাট্য) - অবনীন্দ্রনাথ ঠাকুর

8. রাজা ও রানী - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ( রবীন্দ্রনাথের বড় দাদা)

9. ফাল্গুনী - দিনেন্দ্রনাথ ঠাকুর( রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ-এর নাতি)

10. বসন্ত - নজরুল ইসলাম

11. গোড়ায় গলদ - প্রিয়নাথ সেন ( রবীন্দ্রনাথের অন্তরঙ্গ বন্ধু)

12. অচলায়তন - ঐতিহাসিক যদুনাথ সরকারকে




উপন্যাস :

1. বউ ঠাকুরানীর হাট - সৌদামিনী দেবী

2. গোরা - রথীন্দ্রনাথ ঠাকুর

3. ঘরে বাইরে - প্রমথনাথ চৌধুরী

4. দুই বোন - রাজশেখর বসু


গদ্য – প্রবন্ধ :

1. য়ুরোপ প্রবাসীর পত্র - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

2. য়ুরোপ যাত্রীর ডায়েরী - লোকেন্দ্রনাথ পালিত 

3. পঞ্চভূত - জগদিন্দ্রনাথ রায় বাহাদুর 

4. ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী - রানু অধিকারী 

5. জাপানযাত্রী - রামানন্দ চট্টোপাধ্যায়

6. রাশিয়ার চিঠি - সুরেন্দ্রনাথ কর

7. ছন্দ - দিলীপকুমার রায়

8. সাহিত্যের পথে - অমিয়চন্দ্র চক্রবর্তী

 


9. বিশ্বপরিচয় - সত্যেন্দ্রনাথ বসু

10. বাংলা ভাষা পরিচয় - সুনীতিকুমার চট্টোপাধ্যায়

11. সঞ্চয় - ব্রজেন্দ্রনাথ শীল

12. বাংলা শব্দতত্ত্ব - পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী

 

কাব্যগ্রন্থ :

1. মালতীপুঁথি - কাদম্বরী দেবী ( 'উপহারগীতি' নামক কবিতায় ইঙ্গিত আছে)

2. ভগ্নহৃদয় - কাদম্বরী দেবী ( উৎসর্গ পত্রে উল্লেখ আছে ' শ্রীমতী হে' । কাদম্বরী দেবীর ছদ্মনাম ছিল হেকেটি। প্রাচীন গ্রিকদের দেবী হেকেটি। রবীন্দ্রনাথ সংক্ষেপে বলতেন 'হে ' । বিহারীলাল, জ্যোতিরিন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের প্রতি তার আকর্ষণের জন্য এই ত্রিমুন্ডী দেবীর অনুসরণ করে নামকরণ।) 

3. শৈশবসঙ্গীত - কাদম্বরী দেবী ( ইঙ্গিত আছে) 

4. সন্ধ্যাসংগীত - কাদম্বরী দেবী (' উপহার' নামক কবিতায় ইঙ্গিত আছে) 

5. প্রভাতসঙ্গীত - ইন্দিরা দেবী ( উৎসর্গ পত্রে ইন্দিরা দেবী এবং ইন্দিরা দেবীর ডাকনাম 'বাবলা' র উল্লেখ আছে) 

6. ছবি ও গান - কাদম্বরী দেবী( উৎসর্গ পত্রে ইঙ্গিত আছে) 

7. ভানুসিংহ ঠাকুরের পদাবলী - কাদম্বরী দেবী (উৎসর্গ পত্রে ইঙ্গিত আছে)

8. কড়ি ও কোমল - সত্যেন্দ্রনাথ ঠাকুর ( এছাড়াও সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীকে এই কাব্যের অন্তর্গত 'মঙ্গল গীতি' নামে একটি দীর্ঘ কবিতা এবং বন্ধু প্রিয়নাথ সেনকে 'পত্র' নামে একটি কবিতা উৎসর্গ করেন)

 


9. মানসী - মৃণালিনী দেবী ( 'উপহার' কবিতায় ইঙ্গিত আছে)

10. সোনার তরী - কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন

11. নদী - বলেন্দ্রনাথ ঠাকুর (বলেন্দ্রনাথ হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র বীরেন্দ্র নাথ ঠাকুরের একমাত্র পুত্র)

12. চৈতালি - পরাণ বল্লভ ( জীবন দেবতা)

13. কণিকা - প্রমথনাথ রায়চৌধুরী

14. কথা ও কাহিনী - জগদীশচন্দ্র বসু

15. কাহিনী - রাধাকিশোর দেবমানিক্য ( ত্রিপুরার রাজা) 

16. কল্পনা - শ্রীশচন্দ্ৰ মজুমদার

 


17. ক্ষণিকা - লোকেন্দ্রনাথ পালিত 

18. নৈবেদ্য - দেবেন্দ্রনাথ ঠাকুর

19. স্মরণ - মৃণালিনী দেবী

20. উৎসর্গ - রেভারেন্ড সি. এফ. আনড্রুজ

21. খেয়া - জগদীশচন্দ্র বসু

22. গীতাঞ্জলি - উইলিয়াম রদেনস্টাইন ( বাংলা 'গীতাঞ্জলি' কাব্য কাউকে উৎসর্গ করা হয়নি। তবে 'গীতাঞ্জলি'-র ইংরেজি অনুবাদ Song Offerings উৎসর্গ করা হয় উইলিয়াম রোদেনস্টাইনকে)

23. গীতালি - রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীকে ('আশীর্বাদ' কবিতায় ইঙ্গিত আছে)

24. বলাকা - উইলি পিয়ারসন্ ( রবীন্দ্রনাথের বন্ধু)

25. পূরবী - বিজয়াকে ( এই বিজয়া হলেন ভিক্টোরিয়া ওকাম্পো। 'বিদেশি ফুল', 'অতিথি', 'শেষ বসন্ত' এই তিনটি কবিতাও তাকে নিয়ে লিখেছেন)

26. মহুয়া - 'কোনো এক অনামিকার উদ্দেশ্যে' 

27. বনবাণী - জগদীশচন্দ্র বসু

28. পরিশেষ - অতুলপ্রসাদ সেন

29. পুনশ্চ - নীতুকে ( রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরা দেবীর একমাত্র পুত্র নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে )

30. বিচিত্রিতা - চিত্রশিল্পী নন্দলাল বসুকে

 


31. শেষ সপ্তক - অমিয় চক্রবর্তী ( এই কাব্যের 43 নম্বর কবিতাটি অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করা হয়েছে)

32. পত্রপুট - নন্দিতা ও কৃষ্ণ কৃপালানী ( রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরা দেবীর একমাত্র কন্যা নন্দিতা । তার সঙ্গে বিবাহ হয় কৃষ্ণ কৃপালানীর)

33. শ্যামলী - রানী মহলানবীশ ( রবীন্দ্রনাথের ভ্রমণসঙ্গী প্রশান্ত মহলানবিশ - এর স্ত্রী)

34. খাপছাড়া - রাজশেখর বসু

35. ছড়ার ছবি - বৌমাকে ( রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবীকে)

36. গল্পসল্প - নন্দিতাকে ( রবীন্দ্রনাথের নাতনি) 

37. সেঁজুতি - ডাক্তার স্যার নীলরতন সরকারকে 

38. আকাশপ্রদীপ - আধুনিক বাংলা কবি সুধীন্দ্রনাথ দত্তকে 

39. রোগশয্যায় - দুটি নারীকে ( এই দুটি নারী হলেন নন্দিতা এবং অমিতা ঠাকুর। কারণ তারা দুজনে কবির অন্তিম কালে রুগ্ন কবির সেবায় নিবেদিত ছিলেন)

40. নবজাতক - অমিয় চক্রবর্তী

41. আরোগ্য - সুরেন্দ্রনাথ কর ( ইনি একজন বিখ্যাত চিত্রশিল্পী)

42. শেষ লেখা - ভিক্টোরিয়া ওকাম্পো ( এই কাব্যের চতুর্থ ও পঞ্চম সংখ্যক কবিতা ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করে রচিত)

 


Tags

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ধন্যবাদ স্যার অনেক উপকার হয় আপনার এই উদ্যোগে।

    ReplyDelete
  2. "কালান্তর" গ্রন্থ টি কাকে উৎসর্গ করা হয়?

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad