Type Here to Get Search Results !

রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গীকৃত গ্রন্থ

তথ্য নির্মানে - Nirman Pal

নাটক :

1.রুদ্রচন্ড - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

2. প্রকৃতির প্রতিশোধ - তোমাকে দিলাম ( অনুমান কাদম্বরী দেবী )

3. মায়ার খেলা - সরলা রায়

4. কালের যাত্রা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে

5. তাসের দেশ - সুভাষচন্দ্র বসু

6. বিসর্জন - সুরেন্দ্রনাথ ঠাকুর ( সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র)

7. চিত্রাঙ্গদা (নৃত্যনাট্য) - অবনীন্দ্রনাথ ঠাকুর

8. রাজা ও রানী - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ( রবীন্দ্রনাথের বড় দাদা)

9. ফাল্গুনী - দিনেন্দ্রনাথ ঠাকুর( রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ-এর নাতি)

10. বসন্ত - নজরুল ইসলাম

11. গোড়ায় গলদ - প্রিয়নাথ সেন ( রবীন্দ্রনাথের অন্তরঙ্গ বন্ধু)

12. অচলায়তন - ঐতিহাসিক যদুনাথ সরকারকে




উপন্যাস :

1. বউ ঠাকুরানীর হাট - সৌদামিনী দেবী

2. গোরা - রথীন্দ্রনাথ ঠাকুর

3. ঘরে বাইরে - প্রমথনাথ চৌধুরী

4. দুই বোন - রাজশেখর বসু


গদ্য – প্রবন্ধ :

1. য়ুরোপ প্রবাসীর পত্র - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

2. য়ুরোপ যাত্রীর ডায়েরী - লোকেন্দ্রনাথ পালিত 

3. পঞ্চভূত - জগদিন্দ্রনাথ রায় বাহাদুর 

4. ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী - রানু অধিকারী 

5. জাপানযাত্রী - রামানন্দ চট্টোপাধ্যায়

6. রাশিয়ার চিঠি - সুরেন্দ্রনাথ কর

7. ছন্দ - দিলীপকুমার রায়

8. সাহিত্যের পথে - অমিয়চন্দ্র চক্রবর্তী

 


9. বিশ্বপরিচয় - সত্যেন্দ্রনাথ বসু

10. বাংলা ভাষা পরিচয় - সুনীতিকুমার চট্টোপাধ্যায়

11. সঞ্চয় - ব্রজেন্দ্রনাথ শীল

12. বাংলা শব্দতত্ত্ব - পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী

 

কাব্যগ্রন্থ :

1. মালতীপুঁথি - কাদম্বরী দেবী ( 'উপহারগীতি' নামক কবিতায় ইঙ্গিত আছে)

2. ভগ্নহৃদয় - কাদম্বরী দেবী ( উৎসর্গ পত্রে উল্লেখ আছে ' শ্রীমতী হে' । কাদম্বরী দেবীর ছদ্মনাম ছিল হেকেটি। প্রাচীন গ্রিকদের দেবী হেকেটি। রবীন্দ্রনাথ সংক্ষেপে বলতেন 'হে ' । বিহারীলাল, জ্যোতিরিন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের প্রতি তার আকর্ষণের জন্য এই ত্রিমুন্ডী দেবীর অনুসরণ করে নামকরণ।) 

3. শৈশবসঙ্গীত - কাদম্বরী দেবী ( ইঙ্গিত আছে) 

4. সন্ধ্যাসংগীত - কাদম্বরী দেবী (' উপহার' নামক কবিতায় ইঙ্গিত আছে) 

5. প্রভাতসঙ্গীত - ইন্দিরা দেবী ( উৎসর্গ পত্রে ইন্দিরা দেবী এবং ইন্দিরা দেবীর ডাকনাম 'বাবলা' র উল্লেখ আছে) 

6. ছবি ও গান - কাদম্বরী দেবী( উৎসর্গ পত্রে ইঙ্গিত আছে) 

7. ভানুসিংহ ঠাকুরের পদাবলী - কাদম্বরী দেবী (উৎসর্গ পত্রে ইঙ্গিত আছে)

8. কড়ি ও কোমল - সত্যেন্দ্রনাথ ঠাকুর ( এছাড়াও সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীকে এই কাব্যের অন্তর্গত 'মঙ্গল গীতি' নামে একটি দীর্ঘ কবিতা এবং বন্ধু প্রিয়নাথ সেনকে 'পত্র' নামে একটি কবিতা উৎসর্গ করেন)

 


9. মানসী - মৃণালিনী দেবী ( 'উপহার' কবিতায় ইঙ্গিত আছে)

10. সোনার তরী - কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন

11. নদী - বলেন্দ্রনাথ ঠাকুর (বলেন্দ্রনাথ হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র বীরেন্দ্র নাথ ঠাকুরের একমাত্র পুত্র)

12. চৈতালি - পরাণ বল্লভ ( জীবন দেবতা)

13. কণিকা - প্রমথনাথ রায়চৌধুরী

14. কথা ও কাহিনী - জগদীশচন্দ্র বসু

15. কাহিনী - রাধাকিশোর দেবমানিক্য ( ত্রিপুরার রাজা) 

16. কল্পনা - শ্রীশচন্দ্ৰ মজুমদার

 


17. ক্ষণিকা - লোকেন্দ্রনাথ পালিত 

18. নৈবেদ্য - দেবেন্দ্রনাথ ঠাকুর

19. স্মরণ - মৃণালিনী দেবী

20. উৎসর্গ - রেভারেন্ড সি. এফ. আনড্রুজ

21. খেয়া - জগদীশচন্দ্র বসু

22. গীতাঞ্জলি - উইলিয়াম রদেনস্টাইন ( বাংলা 'গীতাঞ্জলি' কাব্য কাউকে উৎসর্গ করা হয়নি। তবে 'গীতাঞ্জলি'-র ইংরেজি অনুবাদ Song Offerings উৎসর্গ করা হয় উইলিয়াম রোদেনস্টাইনকে)

23. গীতালি - রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীকে ('আশীর্বাদ' কবিতায় ইঙ্গিত আছে)

24. বলাকা - উইলি পিয়ারসন্ ( রবীন্দ্রনাথের বন্ধু)

25. পূরবী - বিজয়াকে ( এই বিজয়া হলেন ভিক্টোরিয়া ওকাম্পো। 'বিদেশি ফুল', 'অতিথি', 'শেষ বসন্ত' এই তিনটি কবিতাও তাকে নিয়ে লিখেছেন)

26. মহুয়া - 'কোনো এক অনামিকার উদ্দেশ্যে' 

27. বনবাণী - জগদীশচন্দ্র বসু

28. পরিশেষ - অতুলপ্রসাদ সেন

29. পুনশ্চ - নীতুকে ( রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরা দেবীর একমাত্র পুত্র নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে )

30. বিচিত্রিতা - চিত্রশিল্পী নন্দলাল বসুকে

 


31. শেষ সপ্তক - অমিয় চক্রবর্তী ( এই কাব্যের 43 নম্বর কবিতাটি অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করা হয়েছে)

32. পত্রপুট - নন্দিতা ও কৃষ্ণ কৃপালানী ( রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরা দেবীর একমাত্র কন্যা নন্দিতা । তার সঙ্গে বিবাহ হয় কৃষ্ণ কৃপালানীর)

33. শ্যামলী - রানী মহলানবীশ ( রবীন্দ্রনাথের ভ্রমণসঙ্গী প্রশান্ত মহলানবিশ - এর স্ত্রী)

34. খাপছাড়া - রাজশেখর বসু

35. ছড়ার ছবি - বৌমাকে ( রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবীকে)

36. গল্পসল্প - নন্দিতাকে ( রবীন্দ্রনাথের নাতনি) 

37. সেঁজুতি - ডাক্তার স্যার নীলরতন সরকারকে 

38. আকাশপ্রদীপ - আধুনিক বাংলা কবি সুধীন্দ্রনাথ দত্তকে 

39. রোগশয্যায় - দুটি নারীকে ( এই দুটি নারী হলেন নন্দিতা এবং অমিতা ঠাকুর। কারণ তারা দুজনে কবির অন্তিম কালে রুগ্ন কবির সেবায় নিবেদিত ছিলেন)

40. নবজাতক - অমিয় চক্রবর্তী

41. আরোগ্য - সুরেন্দ্রনাথ কর ( ইনি একজন বিখ্যাত চিত্রশিল্পী)

42. শেষ লেখা - ভিক্টোরিয়া ওকাম্পো ( এই কাব্যের চতুর্থ ও পঞ্চম সংখ্যক কবিতা ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করে রচিত)

 


Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ধন্যবাদ স্যার অনেক উপকার হয় আপনার এই উদ্যোগে।

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad