Type Here to Get Search Results !

25 March Current Affairs in Bengali 2021

 25 March Current Affairs in Bengali 2021

25 March Current Affairs in Bengali 2021 :

১। বিশ্ব জল দিবস উপলক্ষে উত্তর প্রদেশ মধ্য প্রদেশ সরকারKen – Betwa River Interlinking Projectবাস্তবায়নের জন্য কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করল।

** মধ্য প্রদেশের পান্না জেলার কেন নদী থেকে অতিরিক্ত জল উত্তর প্রদেশের বেতওয়া নদীতে স্থানান্তরিত করে করে খরা প্রবণ এলাকায় পৌঁছে দেওয়া এই প্রোজেক্টের মূল উদ্দেশ্য।

Dhaudan Dam এবং ২২১ কিমি দীর্ঘ ক্যানেলের দ্বারা এই দুই নদীর মধ্যে সংযোগ স্থাপন করা হবে।

 

২। সম্প্রতি শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কনতুন দিল্লী তে শহীদ ভগৎ সিংএর স্মারক উদ্বোধন করলেন।

 

৩। সম্প্রতি ISRO প্রথম উদ্যোগেই সফল ভাবে ৩০০ মিটার দূরত্বে Free-space Quantum Communication সফল ভাবে প্রদর্শন করল।

** ISRO – Indian Space Research Organization.

Founded – 15 August 1969.

Headquarter – Bengaluru.

Chairman – K. Sivan.

 

৪। সম্প্রতি ভারত, চীন এবং পাকিস্তান একত্রেPabbi Anti - Terror Exercise 2021’ – অংশ গ্রহণ করবে।

 

৫। সম্প্রতি Power Grid of India টেন্ডারিং প্রক্রিয়া আরও স্বচ্ছ ভাবে করার জন্যPRANIT” নামে e-Tendering Portal লঞ্চ করল।

 

৬। সম্প্রতি জাপান এবং ভারত আন্তর্জাতিক পেটেন্ট যাচায়ের জন্য একে অপর কে সহযোগিতায় সন্মত হয়েছে।

** Prime Minister – Yoshihide Suga.

Capital – Tokyo.

Currency – Japanese Yen.

 

৭। সম্প্রতি UAE Al-Ain – অনুষ্ঠিত Para Shooting World Cup 2021 স্বর্ণ পদক জিতলেন ভারতীয় Para Athlete Singhraj.

 

৮। সম্প্রতি মন্ত্রীসভায় ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ঘোষণা করলেন ভারত তার প্রথম দেশীয়ভাবে বিকশিত অ্যাপ স্টোরMobile Seva Appstoreতৈরি করেছে।

 

৯। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রক BDL –এর সাথে ১১৮৮ কোটি টাকার Milan – 2T ATGM মিশাইলের চুক্তি স্বাক্ষর করল।

** BDL – Bharat Dynamics Limited.

Founded – 1970.

Headquarter – Nanakramguda, Hyderabad.

Chairman & MD – Commodore Siddharth Mishra.

 

১০। প্রতি বছর ২৪ শে মার্চ দিনটিবিশ্ব যক্ষা দিবস’ (World Tuberculosis Day) হিসেবে পালন করা হয়।

** Theme – The clock is Ticking’.

 

১১। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক Permanent Indus Commissionএর বৈঠক নতুন দিল্লী তে আয়োজন করা হয়েছিল।

** এই কমিশন সিন্ধু নদীর জলের অধিকার সম্বন্ধীয়।

১৯৬০ সালে Indus Water Treatyএর অধিনে এই কমিশনের প্রতিষ্ঠা করা হয়েছিল। এই চুক্তি অনুসারে সিন্ধু নদী এবং তার উপনদীতে উপলব্ধ জল ব্যবহারের ব্যবস্থা করেন।

১৯ সেপ্টম্বর ১৯৬০ সালে ভারতের প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান এই চুক্তি স্বাক্ষর করেছে।

 

১২। সম্প্রতি বেজিং - Shanghai Cooperation Organisation (SCO) এর সচিবালয়ে আয়োজিত Nowruz অনুষ্ঠানে ভারত (ভারতীয় রাজদূত Vikram Misri) অংশ গ্রহণ করেছিল।

** Nowruz ইরানী এবং ফরাসী নববর্ষের অনুষ্ঠান।


Previous Post - 24 March Current Affairs in Bengali.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad