28 March Current Affairs in Bengali :
১।
সম্প্রতি
মধ্য প্রদেশ রাজ্য সরকার ‘Mera Mask Meri Suraksha’ নামক অভিযান
শুরু
করল।
** ভারতের
সবচেয়ে
বড়
এবং
বিশ্বে
দ্বিতীয়
Floating Solar Farm খাণ্ডোয়া জেলায় নর্মদা নদীর উপর
ওমকারেশ্বর বাঁধের কাছে নির্মান
করা
হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত বুকলেট ‘বানগী’ মধ্য প্রদেশ রাজ্যের উপজাতীদের ঐতিহ্য গাঁথা কে কেন্দ্র করে রচিত।
মধ্য
প্রদেশ
রাজ্য
সরকার
সম্প্রতি
৩
টি
ন্যাশনাল
পার্কে
(Kanha National
Park, Bandhavgarh
National Park এবং Indira Priyadarshini Pench
National Park) রাত্রিকালীন সাফারীর শুরু
করল।
মধ্য
প্রদেশে
‘এক জেলা এক শিল্প’, ‘FIR aap ki
Duwar’ অভিযান
শুরু
হয়েছে।
সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার খাদ্যে ভেজাল মেশানো অসাধু ব্যাবসায়ীদের আজীবন কারাবাসের ব্যবস্থা গ্রহণ করল।
Chief Minister - Shivraj
Singh Chouhan.
Governor - Anandiben Patel.
Capital – Bhopal.
National Park – Kanha National Park (1955), Madhav National Park
(1959), Bandhavgarh National Park (1968), Indira Priyadarshini Pench National
Park (1975), Van Vihar National Park (1979), Panna National Park (1981), Sanjay
National Park (1981), Satpura National Park (1981), Fossil National Park
(1983).
Dance Forms –
Jawara, Matki, Aada, Khada Nach, Phulpati, Grida Dance,
Selalarki, Selabhadoni, Maanch.
Traditional Sarees - Chanderi saree.
২।
সম্প্রতি
আরুনাচল প্রদেশ রাজ্য সরকার ‘Dekho Apna Rajya’ নামক অভিযান
শুরু
করেছে।
**
এই
অভিযানের
দ্বারা
রাজ্যের
জনগনের
কাছে
নিজ
রাজ্যের
পর্যটন
স্থানগুলি
দেখার
আহ্বান
করা
হয়েছে।
Chief Minister - Pema
Khandu.
Governor - Brig. (Dr.) B. D. Mishra
(Retd.).
Capital – Itanagar.
National Park – Namdapha National Park (1983),
Mouling National Park (1986).
Dance Forms –
Buiya, Chalo, Wancho, Pasi Kongki, Ponung, Popir, Bardo
Chham.
৩।
সম্প্রতি
২৩
শে
মার্চ
‘আসাম রাইফেল’ ১৮৬
তম
স্থাপনা
দিবস
পালন
করল।
**
The ‘Assam Raifles’ is the oldest Para military force
in India.
Founded – 1835.
Headquarter – Shillong.
Director General – Lt General
Sukhdeep Sangwan.
Motto – Sentinels of the North East.
৪।
সম্প্রতি
সোনু সুদ Frobes Leadership Award
2020-21 দ্বারা
সন্মানিত
হলেন।
**
কোরনা
পরিস্থিতি
তে
দরিদ্র
মানুষদের
সাহায্য
করার
জন্য
তাঁকে
এই
পুরস্কারে
সন্মানিত
করা
হয়েছে।
তাকে
‘Covid–19 Hero’ হিসেবে
নামাঙ্কিত
করা
হয়েছে।
৫।
জাপানে
বিশ্বের
প্রথম Super Mario Theme Park শুরু
করা
হল।
**
Prime Minister – Yoshihide Suga.
Capital – Tokyo.
Currency – Yen.
৬।
সম্প্রতি
ওডিশী
নৃত্য
শিল্পী
লক্ষীপ্রিয়া মহাপাত্র ৮৬ বছর বয়সে মারা গেলেন।
৭।
সম্প্রতি
দিল্লী
তে
‘ভারত কোরিয়া (সাউথ কোরিয়া) মৈত্রী পার্ক’ স্থাপন
করা
হল।
**
President – Moon Jea-in.
Capital – Seoul.
Currency – Won.
৮।
সম্প্রতি
কেন্দ্রীয়
মন্ত্রী
ডঃ হর্ষবর্ধন সিং লাক্ষাদ্বীপ এবং
জন্মু কাশ্মীরের বুদগাম (Budgam) জেলা কে
দেশের প্রথম TB Free বলে ঘোষণা করলেন।
**
জন্মু
কাশ্মীরের
চেনাব নদীর উপর বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ
তৈরি
করা
হচ্ছে।
Hemis National Park প্রথমে
জন্মু
কাশ্মীরে
ছিল।
কিন্তু
জন্মু
কাশ্মীর
থেকে
লাদাখ
আলাদা
হওয়ার
ফলে
বর্তমানে Hemis National Park লাদাখে অবস্থিত।
মহাশিবরাত্রি
এখানে
‘হেরথ উৎসব’ নামে
পালিত
হয়।
প্রথম তারামণ্ডল স্থাপিত
হতে
চলেছে
জন্মু
কাশ্মীরে।
জন্মু
কাশ্মীরের
গুলমার্গে
ভারতের
প্রথম ইগলু ক্যাফে স্থাপন
করা
হয়েছে।
সম্প্রতি
‘রেডিও চিনার - ৯০.৪ হর দিল কি ধড়কন’ নামক রেডিও স্টেশনের
উদ্বোধন
করা
হল।
সম্প্রতি জন্মু কাশ্মীরে ‘Awaam Ki Baat’ পরিযোজনা শুরু করা হয়েছে।
Lt. Governor – Manoj
Sinha.
Capital – Jammu (Winter) &
Srinagar (Summer).
National Park – Dachigam National Park (1981),
Kishtwar National Park (1981), City Forest (Salim Ali) National Park (1992).
Dance Forms –
Rauf, Hikat, Mandjas, Kud Dandi
Nach, Damali.
৯।
সম্প্রতি
প্রধান
মন্ত্রী
নরেন্দ্র মোদী বাংলাদেশের যুবকদের
জন্য
‘স্বর্ণ জয়ন্তী ছাত্রবৃত্তি’
–র
ঘোষণা
করলেন।
** Prime
Minister – Sheikh Hasina.
President – Abdul Hamid.
Capital – Dhaka.
Currency – Taka.
বাংলাদেশ
প্রথম Transgender News Reporter – Tashnuva Anan
Shishir কে নিয়োগ
করল।
সম্প্রতি
ভারত
(ত্রিপুরা)
ও
বাংলাদেশের
মধ্যে
ফেনি নদীর উপর তৈরি হওয়া ‘মৈত্রী সেতু’ –র
উদ্বোধন
করা
হল।
১০।
সম্প্রতি
Denis Sassou Nguesso তৃতীয় বারের জন্য Republic of Congo –র রাষ্ট্রপতি
হিসেবে
নির্বাচিত
হলেন।
**
Capital – Brazzaville.
Currency – Central African CFA franc.
১১।
Mahindra & Mahindra –র MD এবং
CEO পদে
নিযুক্ত
হতে
চলেছেন
অনিশ শাহ।
**
বর্তমানে
এই
পদে
নিযুক্ত
আছেন
পবন গোয়েঙ্কা, ২
রা
এপ্রিল
ইনি
পদত্যাগ
করবেন।
Founded – 2 October 1945.
Headquarter – Ludhiana.
১২।
সম্প্রতি
Kosvo –র
প্রধান
মন্ত্রী
হিসেবে
নিযুক্ত
হলেন
Albin Kurti.
**
President (Acting) – Glauk Konjufca.
Capital – Pristina (Largest City).
Currency – Euro.
১৩।
প্রসিদ্ধ
ঔষধ
নির্মাতা
সংস্থা
CIPLA উমঙ্গ বোহরা কে
পুনরায়
MD & Global CEO পদে নিযুক্ত
করল।
**
Founded – 1935.
Headquarter – Mumbai.
১৪।
প্রতি
বছর
মার্চ মাসের শেষ শনিবার ‘Earth Hour’ (8:30 PM – (9:30 PM) পালন করা হয়। এবছর ‘Earth Hour’ পালিত হল ২৭ শে মার্চ।
**
Theme – Climate Change to Save Earth.
১৫।
সম্প্রতি
INFOSYS –এর Independent
Director হিসেবে
Chitra Nayak নিযুক্ত হলেন।
** Founded
– 7 July 1981.
Headquarter – Bengaluru.
Chairman – Nandan Nilekani.
MD & CEO – Salil Parekh.
Previous Post - 27 March Current Affairs in Bengali.

