Type Here to Get Search Results !

Daily Current Affairs (01.3.2021)

 

Daily Current Affairs, GK


১। বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় তৈরি হতে চলেছে ?

  • -      গুজরাট।

** গুজরাটের জামনগরে এটি তৈরি হতে চলেছে এবং এটি কে দেশের বৃহত্তম পশু সংরক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

২০২৩ সালে চিড়িয়াখানা তৈরির কাজ শেষ হবে।

Chief Minister – Vijay Rupani.

Governor - Acharya Devvrat.

Capital – Gandhinagar.

National Park – Gir National Park (1975), Blackbuck (Velavadar) National Park (1976), Vansda National Park (1979), Marine (Gulf of Kachchh) National Park (1982).

 

২। কে CERA Week Global Energy & Environment Award পেতে চলেছেন ?

  • -      নরেন্দ্র মোদি।

** ২০২১ সালের ১ – ৫ ই মার্চ ভার্চুয়ালি এটি অনুষ্ঠিত হতে চলেছে।

সন্মেলন টি IHS Markit পরিচালনা করবেন।

 

৩। ভারতীয় কোম্পানি Omega Selki কোন দেশে বৈদ্যুতিক গাড়ির প্লান্ট স্থাপন করতে চলেছে ?

  • -      বাংলাদেশে।

** Prime Minister – Sheikh Hasina.

Capital – Dhaka.

Currency – Taka.

 

৪। Global Soft Power Index 2021 -এ ভারতের স্থান কততম ?

  • -      ৩৬ তম।

** ২০২০ সালে ছিল ২৭ তম স্থানে।

১০৫ টি দেশের মধ্যে এটি প্রকাশিত হয়।

Released by – Brand Finance (UK).

Based on 3 Parameters – Familiarity, Influence & Reputation.

 

৫। University of the Year Award -এ মনোনীত হয়েছে কোন বিশ্ববিদ্যালয় ?

  • -      Guru Nanak Dev University.

** পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত।

প্রতিষ্ঠা সাল – ১৯৬৯।

 

৬। Ola ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম Two Wheeler কারখানা স্থাপন করতে চলেছে ?

  • -      তামিলনাড়ু।

** এর জন্য তামিলনাড়ু রাজ্য সরকারের সাথে ২৪০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়।

Ola Cab Founder – Bhavish Aggarwal, Ankit Bhati.

Headquarter – Bangalore.

Founded – 3rd December 2010.

 

৭। সম্প্রতি কোন রাজ্য পুলিশে মহিলা স্কোয়ার্ড তৈরি করা ৪র্থ রাজ্যের তকমা পেল?

  • -      উত্তরাখণ্ড।

** প্রথম ৩ টি রাজ্য – নাগাল্যাণ্ড, কেরালা, পশ্চিমবঙ্গ।

Chief Minister - Trivendra Singh Rawat.

GovernorBaby Rani Maurya.

CapitalDehradun (Winter), Gairsain (Summer).

National ParkCorbett National Park (1936), Nanda Devi National Park (1982), Valley of Flowers National Park (1982), Rajaji National Park (1983), Gangotri National Park (1989), Govind National Park (1990).

 

৮। সম্প্রতি কোন রাজ্য সরকার হুক্কা বারগুলির উপর নিষেধাজ্ঞা ঘোষণা করল?

  • -      ঝাড়খণ্ড।

** Chief Minister - Hemant Soren.

Governor - Draupadi Murmu.

Capital – Ranchi.

National ParkBetla National Park (1986).

 

৯। সম্প্রতি কোন সাহিত্যিক কে ‘সাহিত্য অকাডেমী ফেলোশিপ’ নির্বাচন করা হল?

  • -      বেলচেরু রাও (তেলেগু সাহিত্যিক)।

 

১০। ১৮ ঘন্টা সময়ে ২৫ কিমি রাস্তা তৈরি করে ‘Limca Books of Records’ –এ নাম তুলল কোন সংস্থা?

  • -      NHAI (National Highways Authority of India).

** Founded – 1988.

Headquarter – New Delhi.

Chairperson – Sanjeev Ranjan.


Previous Post - Daily Current Affairs (28.02.2021)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad