Daily Current Affairs Update in Bengali (4th March 2021)
১। সম্প্রতি
কোন দেশে ১৪০ মিলিয়ন সাল আগে ডাইনোসরের জীবাশ্বের খোঁজ পাওয়া গিয়েছে?
- -
আর্জেন্টিনা।
২। সম্প্রতি
লোকসভা টেলিভিশন এবং রাজ্যসভা টেলিভিশন একত্রীকরণ হয়ে কী হল?
- -
সংসদ
টিভি।
**
নতুন এই টেলিভিশনের CEO – রবি কপুর।
নতুন এই টেলিভিশন
শুরু হল ১ লা মার্চ ২০২১।
৩। সম্প্রতি
AIBA সমিতির অধ্যক্ষ হিসেবে কে নিযুক্ত হলেন?
- -
মেরি
কম।
**
AIBA – International Boxing
Association.
Founded – 1946.
Headquarter – Lausanne, Switzerland.
৪। সম্প্রতি
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কতগুলি দেশের মহিলা পূর্ণ সমানাধিকার ভোগ করেন?
- -
১০
টি।
৫। সম্প্রতি
কোন রাজ্য সরকার এবং ছাত্রদের জন্য ছাত্রাবাসের উদ্বোধন করলেন?
- -
ওড়িশা।
**
Chief Minister - Naveen
Patnaik.
Governor - Prof. Ganeshi Lal.
Capital – Bhubaneswar.
National Park – Simlipal National Park (1980),
Bhitarkanika National Park (1988).
Dance Forms –
Odissi (Classical), Savari, Ghumara, Painka, Munari, Chhau.
Traditional Sarees - Bomkai saree, Sambalpuri saree.
৬। সম্প্রতি কোন রাজ্য সরকার সাংস্কৃতিক পরিসর কলা কুঞ্জের জন্য
৫০ কোটি টাকার অনুমোদন দিল?
- -
দিল্লী।
** Chief
Minister - Arvind Kejriwal.
Lt. Governor – Anil Baijal.
ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক দিল্লীতেই শুরু হয়।
৭। সম্প্রতি ফেব্রুয়ারি মাসের GST কালেকশন কত শতাংশ বেড়ে ১.১৩ লক্ষ
কোটি টাকা হল?
- -
৭%।
৮। সম্প্রতি
কোন রাজ্য সরকার ‘ঘর কী পেহচান চেলিকী নাম’ (মেয়ের নামে বাড়ির পরিচয়) নামক যোজনা শুরু
করল?
- -
উত্তরাখণ্ড।
**
Chief Minister - Trivendra
Singh Rawat.
Governor - Baby Rani Maurya.
Capital - Dehradun & Gairsain.
National Park – Corbett National Park (1936),
Nanda Devi National Park (1982), Valley of Flowers National Park (1982), Rajaji
National Park (1983), Gangotri National Park (1989), Govind National Park
(1990).
Dance Forms –
Garhwali, Kumayuni, Kajari, Jhora, Raslila, Chappeli.
৯। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়?
- - ৩
রা মার্চ।
**
Theme – Forests & Livelihoods : Sustaining People &
Planet.
৩ রা মার্চ ‘World Hearing Day’ হিসেবেও
পালন করা হয়।
১০। সম্প্রতি প্রশান্ত কিশোর কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান
পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন?
- - পাঞ্জাব।
**
Chief Minister - Capt.
Amarinder Singh.
Governor - V.P. Singh Badnore.
Capital – Chandigarh.
Dance Forms –
Bhangra, Giddha, Daff, Dhaman, Bhand, Naqual.
১১। সম্প্রতি CRPF –এর DG –র অতিরিক্ত দায়িত্বভার কে গ্রহণ
করলেন?
- - কুলদীপ
সিং।
**
Founded – 27th July 1939.
Headquarter – New Delhi.
Motto – Service and loyalty.
১২। সম্প্রতি কোন রাজ্য সরকার এয়ারকার্গো পরিসেবা শুরু করল?
- -
নাগাল্যাণ্ড।
**
Chief Minister - Neiphiu
Rio.
Governor - R. N. Ravi.
Capital – Kohima.
National Park – Intanki National Park (1993).
Dance Forms –
Rangma, Bamboo Dance, Zeliang, Nsuirolians, Gethinglim, Temangnetin,
Hetaleulee.
১৩। “The
Lost Soul” বই টি কে রচনা করেছেন?
- -
ওলগা
টোকারজুক।
**
ইনি পোল্যাণ্ডের লেখিকা।
২০১৮ সালে তিনি
সাহিত্যে নোবেল পুরস্কার
লাভ করেন, কিন্তু সেই পুরস্কার
তিনি ২০১৯ সালে গ্রহণ করেন।
১৪। সম্প্রতি
কোন বাঁধ কে কেন্দ্র করে NHRC ওড়িশা এবং ছত্তিশগড় রাজ্য সরকার কে নোটিশ প্রদান করেছে?
- -
হীরাকুঁদ
বাঁধ।
**
মহানদীর উপর এই বাঁধ টি নির্মিত।
বাঁধ টি তৈরি
করার সময় বহু মানুষ কে উচ্ছেদ করা হয়েছিল। এত বছর পরও সকলের পুনর্বাসনের ব্যবস্থা করা
হয়নি তাই এই নোটিশ।
NHRC – National Human Rights Commission
India.
Secretary
General – Jaideep Govind.
Founded – 12th October 1993.
১৫। সম্প্রতি
কোন রাজ্য সরকার ‘সঞ্চারী রোগ নিয়ন্ত্রণ অভিযান’ শুরু করল?
- -
উত্তর
প্রদেশ।
**
Chief Minister - Yogi
Aditya Nath.
Governor - Anandiben Patel.
Capital – Lucknow.
National Park – Dudhwa National Park (1977).
Dance Forms –
Nautanki, Raslila, Kajri, Jhora, Chappeli, Jaita.
Traditional Sarees - Banarasi saree, Chikan saree.
Previous Post - Daily Current Affairs (03.3.2021)

