Daily Current Affairs Update in Bengali (20 March 2021) :
১।
সম্প্রতি
আফ্রিকার
সবচেয়ে
উঁচু
পর্বত
মাউন্ট
কিলিমাঞ্জারো
আরোহণ
করা
বিশ্বের সবচেয়ে কম বয়সী যুবক
হলেন
বিরাট চন্দ্রা (Virat
Chandra).
** বিরাট চন্দ্রা
হাইদ্রাবাদের
বাসিন্দা।
তার
বয়স
মাত্র
৭ বছর।
মাউন্ট
কিলিমাঞ্জারোর
উচ্চতা
– ১৯,৩৪২ ফিট।
মাউন্ট
কিলিমাঞ্জারো
Tanzania –য় অবস্থিত।
২।
সম্প্রতি
Moodys ২০২১
–এ
ভারতের
GDP ১২%
বাড়ার
অনুমান
করেছে।
** Founded
– 1909.
Founder – John Moody.
Headquarter – New York,
United States.
CEO – Raymond W McDaniel Jr.
৩।
সম্প্রতি
প্রকাশিত
তথ্য
অনুযায়ী
গুজরাতের
নর্মদা
জেলার
কেবডিয়া
(Kevadia) –য়
অবস্থিত
‘Statue of Unity’ –র পর্যটক সংখ্যা ৫০ লক্ষের
অধিক।
** ‘Statue
of Unity’ ৩১
শে
অক্টোবর
২০১৮
সালে
প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী উদ্বোধন
করেন।
এবং
৩১
শে
অক্টোবর
দিনিটিকে
‘একতা দিবস’ হিসেবে
পালন
করা
হয়।
‘Statue of Unity’ –র উচ্চতা
১৮২
মিটার।
‘Statue of Unity’ –র Designer – Ram V Sutar.
‘Statue of Unity’ Constructed
by – Larsen & Toubro.
গুজরাতের
ভাবনগরে
ভারতের
প্রথম সমুদ্র সংগ্রাহালয় স্থাপন
করা
হয়েছে।
গুজরাতের
জামনগরে
অবস্থিত
Jamnagar Refinery বিশ্বের সবচেয়ে বড় Oil Refinery.
সম্প্রতি
গুজরাটে
রাজ্যে
২
টি
টেক্সটাইল পার্ক স্থাপনের
কথা
ঘোষণা
করা
হল।
গুজরাটের
জামনগরে
বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা তৈরি
হতে
চলেছে
এবং
এটি
কে
দেশের
বৃহত্তম
পশু
সংরক্ষণ
কেন্দ্র
হিসেবে
গড়ে
তোলা
হবে।
২০২৩
সালে
চিড়িয়াখানা
তৈরির
কাজ
শেষ
হবে।
গুজরাতে বিশ্বে সবচেয়ে বড় Ship
Graveyard (Alang) অবস্থিত।
Chief Minister - Vijay
Rupani.
Governor - Acharya Dev Vrat.
Capital – Gandhinagar.
National Park – Gir National Park (1975), Blackbuck (Velavadar)
National Park (1976), Vansda National Park (1979), Marine (Gulf of Kachchh)
National Park (1982).
Dance Forms –
Garba, Dandiya Ras, Tippani Juriun, Bhavai.
Traditional Sarees - Ashavali saree, Patola saree.
৪।
সম্প্রতি
রেল
মন্ত্রী
Piyush Goyal ঘোষণা
করলেন
বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ সম্পূর্ণ
হওয়ার
অন্তিম
পর্যায়ে
পৌঁছেছে।
** ব্রিজ টি জন্মু কাশ্মীরে
চেনাব নদীর উপর তৈরি করা হচ্ছে।
উচ্চতা
– ৩৫৯
মিটার।
Hemis National Park প্রথমে
জন্মু
কাশ্মীরে
ছিল।
কিন্তু
জন্মু
কাশ্মীর
থেকে
লাদাখ
আলাদা
হওয়ার
ফলে
বর্তমানে Hemis National Park লাদাখে অবস্থিত।
মহাশিবরাত্রি
এখানে
‘হেরথ উৎসব’ নামে
পালিত
হয়।
প্রথম তারামণ্ডল স্থাপিত
হতে
চলেছে
জন্মু
কাশ্মীরে।
জন্মু
কাশ্মীরের
গুলমার্গে
ভারতের
প্রথম ইগলু ক্যাফে স্থাপন
করা
হয়েছে।
সম্প্রতি
‘রেডিও চিনার - ৯০.৪ হর দিল কি ধড়কন’ নামক রেডিও স্টেশনের
উদ্বোধন
করা
হল।
Lt. Governor – Manoj
Sinha.
Capital – Jammu (Winter) &
Srinagar (Summer).
National Park – Dachigam National Park (1981),
Kishtwar National Park (1981), City Forest (Salim Ali) National Park (1992).
Dance Forms –
Rauf, Hikat, Mandjas, Kud Dandi
Nach, Damali.
৫।
মার্চ
২০২১
–এ
সংশোধিত
ISA Frame Work Agreement –এর
দ্বারা
নতুন
মেম্বার
দেশ
হিসেবে
স্বাক্ষর
করল
ইতালি।
** ISA
– International Solar Alliance.
Founded – 30 November 2015.
Founded at –
Paris, France.
Headquarter – Gurugram,
Haryana.
President of Italy
– Sergio Mattarella.
Capital – Rome.
Currency – Euro.
৬।
সম্প্রতি
পূর্ব
আফ্রিকার
দেশ
কেনিয়া
তার
প্রতিবেশী
দেশ
সোমালিয়ার
সাথে
চলা
সমুদ্র
সীমা
বিবাদের
জন্য
ICJ অংশ
গ্রহণে
প্রত্যাখ্যান
করল
।
** ICJ
– International Court of Justice.
President – Joan Donoghue.
৭।
প্রতি
বছর
২০
মার্চ
International Day of Happiness হিসেবে
পালিত
হয়।
** Theme
– Happiness for all Forever.
৮।
সম্প্রতি
মুম্বায়ের নতুন পুলিশ কমিশনার হিসেবে
নিযুক্ত
হলেন
হেমন্ত নাগরালে (Hemant
Nagrale).
৯।
সম্প্রতি
মধ্য প্রদেশে ‘মিশন গ্রামোদয়’ –এর শুভারম্ভ
করলেন
মধ্য
প্রদেশের
মুখ্যমন্ত্রী
শিবরাজ সিং চৌহান এবং
কৃষি
মন্ত্রী
নিতিন সিং তোমার।
** ভারতের সবচেয়ে বড় এবং
বিশ্বে দ্বিতীয় Floating
Solar Farm খাণ্ডোয়া জেলায় নর্মদা নদীর উপর ওমকারেশ্বর বাঁধের কাছে নির্মান
করা
হচ্ছে।
মধ্য
প্রদেশ
রাজ্য
সরকার
সম্প্রতি
৩
টি
ন্যাশনাল
পার্কে
(Kanha National
Park, Bandhavgarh
National Park এবং Indira Priyadarshini Pench
National Park) রাত্রিকালীন সাফারীর শুরু
করল।
মধ্য
প্রদেশে
‘এক জেলা এক শিল্প’, ‘FIR aap ki
Duwar’ অভিযান
শুরু
হয়েছে।
সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার খাদ্যে ভেজাল মেশানো অসাধু ব্যাবসায়ীদের আজীবন কারাবাসের ব্যবস্থা গ্রহণ করল।
Chief Minister -
Shivraj Singh Chouhan.
Governor - Anandiben Patel.
Capital – Bhopal.
National Park
– Kanha National Park (1955), Madhav National Park (1959), Bandhavgarh National
Park (1968), Indira Priyadarshini Pench National Park (1975), Van Vihar
National Park (1979), Panna National Park (1981), Sanjay National Park (1981),
Satpura National Park (1981), Fossil National Park (1983).
Dance Forms –
Jawara, Matki, Aada, Khada Nach, Phulpati, Grida Dance,
Selalarki, Selabhadoni, Maanch.
Traditional Sarees - Chanderi saree.
১০।
সম্প্রতি
রাজস্থান
রাজ্য
সরকার
শিশুদের
জন্য
১০০
টি
নার্সারি স্পোর্টস অ্যাকাডেমি স্থাপন
করতে
চলেছে।
** RajCop Citizens app, e-Learning
Platform সম্প্রতি
রাজস্থানে
লঞ্চ
করা
হয়েছে।
Chief Minister - Ashok
Gehlot.
Governor - Kalraj Mishra.
Capital – Jaipur.
National Park – Ranthambhore National Park
(1980), Keoladeo Ghana National Park (1981), Sariska National Park (1992),
Desert National Park (1992), Mukundra Hills National Park (2006).
Dance Forms –
Ghumar, Chakri, Ganagor, Jhulan Leela, Jhuma, Suisini,
Ghapal, Kalbeliya.
Traditional Sarees - Kota saree, Lehariya saree.
১১।
১৪
ই
মার্চ
‘International Day of Action for Rivers’ হিসেবে
পালিত
হল।
** Theme
– Rights of Rivers.
১২।
সম্প্রতি
বাংলাদেশের
ঢাকায় ‘অমর একুশে বই মেলা’ –র
উদ্বোধন
করলেন
বাংলাদেশের
প্রধানমন্ত্রী
সেখ হাসিনা।
** তিনি এই বই মেলাতেই
বঙ্গবন্ধু
শেখ
মুজিবুরের
লেখা
“আমার দেখা নয়া চীন” বই
–এর
অনুবাদ
“New China 1952” প্রকাশ
করলেন।
১৩।
সম্প্রতি
প্রকাশিত
‘Hurun India Wealth Report 2020’ অনুযায়ী
মুম্বায়ে
ভারতের
সবচেয়ে বেশি সংখ্যক কোটিপতিদের বাস।
** দ্বিতীয় স্থানে রয়েছে – দিল্লী।
১৪।
সম্প্রতি
Hero Motors তাদের Global
Headquarter তৈরি
করল
লন্ডনে।
** Founded
– 19 January 1984.
Chairman / Managing Director
– Pawan Munjal.
১৫
সম্প্রতি
NPCI প্রকাশিত
রিপোর্ট
অনুযায়ী
ফেব্রুয়ারি
মাসে
UPI প্ল্যাটফর্মের
দ্বারা
SBI Bank সবচেয়ে বেশি
ট্রানজেকশন
করেছে।
**
Headquarter – Mumbai.
Chairman – Dinesh Kumar Khara.
১৬।
সম্প্রতি
SIPRI –র
প্রকাশিত
রিপোর্ট
অনুযায়ী
২০১৬
– ২০২০
সালে
বিশ্বে
সবচেয়ে বেশি হাতিয়ার
রপ্তানিকারী দেশ আমেরিকা।
** ভারত ০.২% হাতিয়ার
রপ্তানি
করে
এই
লিস্টে
২৪ তম স্থান অধিকার
করেছে।
ভারতে
হাতিয়ার
রপ্তানিকারী
প্রথম
৩
দেশ
–
·
রাশিয়া
৪৯%
·
ফ্রান্স
১৮%
·
ইজরায়েল
১৩%
SIPRI – Stockholm International Peace Research Institute.

