Daily Current Affairs Update in Bengali (8 March 2021) :
১। সম্প্রতি
কোন রাজ্য সরকার কৃষকদের জন্য ‘এক থালি এক তরকারি’ যোজনা শুরু করল?
- -
উত্তর
প্রদেশ।
**
Chief Minister - Yogi
Aditya Nath.
Governor - Anandiben Patel.
Capital – Lucknow.
National Park – Dudhwa National Park (1977).
Dance Forms –
Nautanki, Raslila, Kajri, Jhora, Chappeli, Jaita.
Traditional Sarees - Banarasi saree, Chikan saree.
২। সম্প্রতি
কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কম্পিটিটিভ পরীক্ষার জন্য ‘পথপ্রদর্শক’ নামে ফ্রি কোচিং পরিসেবা
লঞ্চ করল?
- -
উত্তর
প্রদেশ।
৩। আন্তর্জাতিক
নারী দিবস কবে পালিত হয়?
- -
৮ই
মার্চ।
**
Theme (2021) – Women in Leadership : Achieving
an equal Future in a Covid-19 World.
৪। সম্প্রতি
কোন রাজ্য সরকার Self Helping Group –এর জন্য ‘মিশন শক্তি’ নামক নতুন বিভাগ স্থাপিত
করল?
- -
ওড়িশা।
** ওড়িশার
রাউরকেলা তে দেশের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম তৈরি
করা হচ্ছে।
১ লা এপ্রিল
উৎকল দিবস / ওড়িশা দিবস পালন করা হয়।
সম্প্রতি
ওড়িশা
রাজ্য
সরকার
‘Mo Chhatua’ এবং ‘e-Kalika’ নামক অ্যাপ লঞ্চ করল।
Chief Minister - Naveen
Patnaik.
Governor - Prof. Ganeshi Lal.
Capital – Bhubaneswar.
National Park – Simlipal National Park (1980),
Bhitarkanika National Park (1988).
Dance Forms –
Odissi (Classical), Savari, Ghumara, Painka, Munari, Chhau.
Traditional Sarees - Bomkai saree, Sambalpuri saree.
৫। সম্প্রতি
কোন ভারতীয় মহিলা ক্রিকেটার তার ১০০ তম One Day ম্যাচ খেললেন?
- -
হরমনপ্রীত
কৌর।
** পঞ্চম ভারতীয়
মহিলা ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।
৬। সম্প্রতি
কোথায় প্রথম White Water Rafting Festival –এর আয়োজন করা হয়েছিল?
- -
জন্মু
কাশ্মীর।
**
চেনাব নদীতে ২ দিন ব্যাপি এই উৎসবের আয়োজন করা
হয়েছিল।
জন্মু
কাশ্মীরের
গুলমার্গে
ভারতের
প্রথম ইগলু ক্যাফে স্থাপন
করা
হয়েছে।
সম্প্রতি
‘রেডিও চিনার ৯০.৪ হর দিল কি ধড়কন’ নামক রেডিও স্টেশনের
উদ্বোধন
করা
হল।
Lt. Governor – Manoj
Sinha.
Capital – Jammu (Winter) &
Srinagar (Summer).
National Park – Dachigam National Park (1981),
Kishtwar National Park (1981), City Forest (Salim Ali) National Park (1992).
Dance Forms –
Rauf, Hikat, Mandjas, Kud Dandi
Nach, Damali.
৭। সম্প্রতি
কোন দেশ প্রথম Transgender News Reporter নিয়োগ করল?
- -
বাংলাদেশ।
** নিউজ
রিপোর্টারের নাম – Tashnuva Anan Shishir.
Prime
Minister – Sheikh Hasina.
President – Abdul Hamid.
Capital – Dhaka.
Currency – Taka.
৮। সম্প্রতি
Kotak Mahindra Bank কাকে Additional Director পদে নিযুক্ত করল?
- -
অশোক
গুলাটি।
**
Founded – February 2003.
Founder /
MD / CEO – Uday Kotak.
Chairman – Prakash Apte.
Headquarter – Mumbai.
৯। সম্প্রতি
কোথায় GI মহোৎসবের উদ্ঘাটন করা হল?
- -
মসুরী।
** Union
Minister for Tribal Affairs Arjun Munda -এর উদ্ঘাটন
করলেন।
Lal
Bahadur Shastri National Academy of Administration Mussoorie তে এই মহোৎসব টি অনুষ্ঠিত
হল।
১০। সম্প্রতি
কোথায় ৬৯ তম সিনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হল?
- -
ওড়িশা।
** ওড়িশার
Kalinga Institute of Industrial Technology University, Bhubaneswar –এ এই চ্যাম্পিয়নশিপ
টি অনুষ্ঠিত হল।
এই চ্যাম্পিয়নশিপে
হরিয়ানা ম্যানস টীম এবং কেরালা ওম্যানস টীম জয় লাভ করেছে।
১১। কমনওয়েলথ
টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে?
- -
পাঞ্চকুলা,
হরিয়ানা।
** এ
বছর এই চ্যাম্পিয়নশিপ ২২ তম সংস্করণ।
২০১৯ সালে এই
চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ওড়িশার কটকে।
১২। সম্প্রতি
ভারতের কোন ব্যাডমিন্টন খেলোয়াড় আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১ –এ Men’s
Single Title জয় লাভ করল?
- -
বরুণ
কাপুর।
** এই
টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় উগাণ্ডার কাম্পালায়।
Women’s Single
Title জয় লাভ করলেন মালবিকা বনসোদ।
Previous Post - Daily Current Affairs (07.3.2021)

