8 April Current Affairs in Bengali :
১।
সম্প্রতি
৮৮
বছর
বয়সে
প্রয়াত
হলেন
দেশের প্রথম মহিলা ক্রিকেট ধরাভাষ্যকার চন্দ্রা নাইডু।
**
তিনি
ইন্দোর
গার্লস
কলেজে
ইংরেজি
অধ্যাপিকা
ছিলেন।
চন্দ্রা
নাইডু
দেশের
প্রথম টেস্ট অধিনায়ক সি কে নাইডু –র কন্যা।
২।
সম্প্রতি
North Korea প্রথম দেশ
হিসেবে
কোরনা
ভাইরাসেরে
কারণে
২০২১
সালে
অনুষ্ঠিত
Tokyo Olympic (Summer) থকে নিজেদের
নাম
প্রত্যাহার
করল।
**
IOC (International Olympic Committee) Founded
– 23 June 1894.
Headquarter – Lausanne,
Switzerland.
President – Thomas Bach.
৩।
সম্প্রতি
VIVO –র
Brand Ambassador হিসেবে
নিযুক্ত
হলেন
বিরাট কোহলি।
**
Founded – 2009.
Founder & CEO of VIVO
– Shen Wei.
Headquarter – Dongguan,
China.
৪।
সম্প্রতি
Kosovo –র মহিলা রাষ্ট্রপতি হিসেবে
নিযুক্ত
হলেন
Vjosa Osmani.
**
Capital & Largest City – Pristina.
Prime Minister – Albin Kurti.
Currency – Euro.
৫।
সম্প্রতি
কেন্দ্রীয়
সরকারের
Economic Affairs Secretary পদে নিযুক্ত
হলেন
অজয় শেঠ।
৬।
সম্প্রতি
SportzXchange তাদের Brand Ambassador হিসেবে
নিযুক্ত
করলেন
Prithvi Shaw কে।
৭।
সম্প্রতি
SECI লেহ –এর
তারু
তে
৫০
মেগাওয়াটের
Solar Power Project স্থাপন
করার
কথা
ঘোষণা
করল।
**
SECI – Solar Energy Corporation of India.
Founded – 9 September 2011.
MD – Jatindra Nath Swain.
Chairman – Praveen Kumar.
৮।
সম্প্রতি
উত্তর প্রদেশ রাজ্য
সরকার
রাম স্নেহী ঘাটে ১০
একর
জমিতে
আন্তর্জাতিক
মানের
‘রামায়ণ মিউজিয়াম’ স্থাপনের
কথা
ঘোষণা
করল।
**
সম্প্রতি
উত্তর
প্রদেশ
(সিদ্ধার্থনগর
জেলায়)
Black Salt Rice Festival আয়োজিত
করা
হল।
উত্তর
প্রদেশ
রাজ্য
সরকার
সম্প্রতি
‘সঞ্চারী রোগ নিয়ন্ত্রণ অভিযান’ শুরু
করল।
সম্প্রতি
উত্তর
প্রদেশ
রাজ্য
সরকার
কৃষকদের
জন্য
‘এক থালি এক তরকারি’ যোজনা
শুরু
করল।
ভারতের
সবচেয়ে বড় Flim City উত্তর প্রদেশের
গৌতম বুদ্ধ নগরে তৈরি
করা
হচ্ছে।
সম্প্রতি
উত্তর
প্রদেশ
রাজ্যের
মুখ্যমন্ত্রী
কম্পিটিটিভ
পরীক্ষার
জন্য
‘পথপ্রদর্শক’
নামে
ফ্রি
কোচিং
পরিসেবা
লঞ্চ
করল।
সম্প্রতি
উত্তর
প্রদেশে
Rasin Dam এবং Chillimal Dam –এর উদ্বোধন
করা
হল।
বাঁধ
২
টি
চিত্রকূট
জেলায়
নির্মিত
হয়েছে।
রাজ্যে
সম্প্রতি
‘অর্জুন সহায়ক পরিযোজনা’
নামক
জলসেচ
পরিকল্পনা
শুরু
করা
হয়েছে।
সম্প্রতি
উত্তর
প্রদেশের
বারাণসী তে
৩
দিবসীয়
‘শেহনাই (Shehnai) উৎসব’ অনুষ্ঠিত
হল।
সম্প্রতি
উত্তর
প্রদেশের
গোরখপুরে ‘শহীদ আসফাক উল্লা খান প্রাণী উদ্যানে’র উদ্বোধন
করলেন
মুখ্যমন্ত্রী
যোগী আদিত্যনাথ।
Chief Minister - Yogi
Aditya Nath.
Governor - Anandiben Patel.
Capital – Lucknow.
National Park
– Dudhwa National Park (1977).
Dance Forms –
Nautanki, Raslila, Kajri, Jhora, Chappeli, Jaita.
Traditional Sarees - Banarasi saree, Chikan saree.
৯।
সম্প্রতি
2020 Association for Computing Machinery (ACM) A.M
Award পেলেন
Alfred V Aho.
**
তিনি
পুরস্কার
টি
ভাগ
করে
নেবেন
তার
দীর্ঘদিনের
সহযোগী
Jeffrey David Ullman –এর সাথে।
পুরস্কার
মূল্য
– ১
লক্ষ
মার্কিন
ডলার।
Association for Computing Machinery (ACM)
A.M Award known informally as the ‘Nobel Prize of
Computing’.
১০।
সম্প্রতি
অভিনেত্রী
ভায়োলা ডেভিস ২৭ তম Screen Actors Guild Award –এ শীর্ষস্থানীয়
চরিত্রে
অসামান্য
অভিনয়ের
জন্য
SAG Award পেলেন।
১১।
সম্প্রতি
IMF –এর
প্রকাশিত
রিপোর্ট
অনুযায়ী
Financial Year 2021-22 -এ ভারতের
GDP ১২.৫% হওয়ার অনুমান
করেছে।
**
IMF – International Monetary Fund.
Founded – 27 December 1945.
Headquarter – Washington DC.
MD – Kristalina Georgieva.
১২।
সম্প্রতি
Forbes –এর Billionaires List 2021 অনুযায়ী
শীর্ষে
রয়েছেন
Jeff Bezos এবং দ্বিতীয় স্থানে
রয়েছেন
Elon Musk.
**
এই
লিস্ট
অনুযায়ী
এশিয়া মহাদেশে শীর্ষে রয়েছেন
মুকেশ আম্বানি।
১৩।
সম্প্রতি
UNDP –এর
Associate Administrator হিসেবে
দায়িত্বভার
গ্রহণ
করলেন
উষা
রাও।
**
UNDP – United Nations Development Programme.
Founded – 22 November 1965.
Headquarter – New York.
Administrator – Achim Steiner.
১৪।
সম্প্রতি
Wipro –র
MD পদে
নিযুক্ত
হলেন
Sarah Adam Gedge.
**
Founded – 29 December 1945.
Headquarter – Bangaluru.
Founder & Chairman
– Mohamed Premji.
CEO – Thierry Delaporte.
১৫।
সম্প্রতি
‘Atal Innovation Mission’ –এর Mission Director হিসেবে নিযুক্ত
হলেন
Chintan Vaishnav.
To join our FB page CLICK HERE.

