Type Here to Get Search Results !

21 May Current Affairs in Bengali

 21 May Current Affairs in Bengali

21 May Current Affairs in Bengali :

১। সম্প্রতি ভারতের টি স্থান কে UNESCO World Heritage Sites এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

** স্থানগুলি হল – (A) Ghats of Varanasi, (B) Satpura Tiger Reserve, (C) Megalithic Site of Hire Benkal, (D) Temples of Kanchipuram, (E) Maratha Military Architecture in Maharashtra এবং (F) Bhedaghat-Lametaghat in Narmada Valley – Jabalpur.

 

২। সম্প্রতি মাত্র দিনের ব্যাবধানে পরপর দুই বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করলেন নেপালের মিংমা তেনজি শেরপা (Mingma Tenji Sherpa).

** ইনি প্রথম South Asian পর্বতারোহী হিসেবে ৮০০০ মিটার উচ্চতা বিশিষ্ট মোট ১৪ টি পর্বতশৃঙ্গ জয় করেছেন। এবং এই ১৪ টি পর্বতশৃঙ্গ প্রথম প্রচেষ্টাতে জয় করা প্রথম পর্বতারোহী।

 

৩। প্রতি বছর ২০ মেWorld Metrology Dayহিসেবে পালন করা হয়।

** Metre Convention নামক একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের বার্ষিক স্মরণে ১৮৭৫ সালের ২০ মে প্রথম প্যারিসে এই দিন টি পালন করা হয়।

 

৪। সম্প্রতি ৫১ তম ভারতীয় হস্ত শিল্প মেলার উদ্বোধন করা হল দিল্লী তে।

** দিল্লীতে ভারতের সবচেয়ে বড় কিডনি ডায়ালাইসিস হসপিটাল চালু করা করল।

ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক দিল্লীতেই শুরু হয়।

দিল্লী সরকার বাড়িতে রেশন পৌঁছে দিতেঘর ঘর রেশনযোজনা শুরু করল।

Samsung কোম্পানি দিল্লী (Delhi Technological University) তে তাদের Innovation Lab স্থাপন করল।

দিল্লী সরকার DTU (Delhi Technical University) -এর সহযোগিতায় স্কুল শিক্ষার্থীদের জন্য 'Lab on Wheels' প্রকল্পের শুভারম্ভ করল।

IIT Delhi ICMR এর সহযোগিতায় ঘণ্টায় ডেঙ্গু নির্ণয়ের উপকরণ তৈরি করল।

Chief Minister - Arvind Kejriwal.

Lt. Governor – Anil Baijal.

 

৫। Amazon অনলাইন শপিং কোম্পানি সম্প্রতিminiTVনামে ভিডিও স্ট্রিমিং সার্ভিস লঞ্চ করল।

** Founder & CEO – Jeff Bezos.

Founded – 5 July 1994.

Headquarter – Washington DC.

 

৬। সম্প্রতি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী Jagannath Pahadia করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

** ১৯৮০ থকে ১৯৮১ পর্যন্ত তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন।

তিনি হরিয়ানা এবং বিহারের রাজ্যপাল পদেও নিযুক্ত ছিলেন।

 

৭। প্রায় ৪১ বছর পরিষেবা প্রদানের পর ভারতীয় নৌসেনার প্রথম Destroyer - INS Rajput কে সম্প্রতি ডিকমিশন করা হল।

 

৮। সম্প্রতি VI (Vodafone Idea) –এর Chief Digital Officer (CDO) পদে নিযুক্ত হলেন Rima Jain.

** VI Founded – 31 August 2018.

Headquarter – Gandhinagar.

CEO – Ravinder Takkar.

 

৯। সম্প্রতি হিমাচল প্রদেশ রাজ্য সরকারAyush Ghar Dwarকার্যক্রম লঞ্চ করল।

** এই কার্যক্রমের উদ্দেশ্য হল Covid-19 আক্রান্ত রোগীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক কল্যাণ সাধন করা।

প্রতি বছর ১৫ এপ্রিলHimachal Day’ (পূর্ণ রাজ্যের মর্যাদা পায়) হিসেবে পালন করা হয়।

হিমাচল প্রদেশ রাজ্য সরকার সম্প্রতি স্বর্ণ জয়ন্তী নারী সন্মান যোজনা শুরু করল।

২০২০ সালে হিমাচল প্রদেশ e-Panchayet পুরস্কার লাভ করে।

১০০% বাড়িতে LPG Connection প্রদানকারী প্রথম রাজ্য।

হিমাচল প্রদেশVeerangana on Wheelপরিষেবা লঞ্চ করল।

Chief Minister - Jairam Thakur.

Governor - Bandaru Dattatraya.

Capital – Shimla (Summer) & Dharamshala (Winter).

National Park Great Himalayan National Park (1984), Pin Valley National Park (1987), Khirganga National Park (2010), Inderkilla National Park (2010), Simbalbara National Park (2010).

Dance Forms Jhora, Jhali, Chharhi, Dhaman, Chhapeli, Mahasu, Nati, Dangi.

 

১০। সম্প্রতি চেন্নাই পেট্রোলিয়াম করপোরেশনের MD পদে নিযুক্ত হলেন Arvind Kumar.

** Established – 8 November 1965.

Headquarter – Chennai.

 

১১। সম্প্রতি প্রাক্তন NSG প্রধান J K Dutt করোনা এবং হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন।

 

১২। সম্প্রতি তুর্কী (Turkey) Polyethylene Plastic আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল।

** Capital – Ankara.

Largest City – Istanbul.

President – Recep Tayyip Erdogan.

Currency – Turkish Lira (TRY).

Official Language – Turkish.


১৩। সম্প্রতি ইজিপ্ট (Egypt) গাজা কে ৫০০ মিলিয়ন ডলারের সাহায্য প্রদানের কথা ঘোষণা করল।

** Capital & Largest City of Egypt – Cairo.

Prime Minister – Moustafa Madbouly.

President – Abdel Fattah el-Sisi.

Currency – Egyptian Pound.

Official Language – Arabic.

 

১৪। সম্প্রতি ছত্রিশগড় রাজ্য সরকারইনপুট সাবসিডিপ্রদানের কথা ঘোষণা করল।

** ২০২১২২ খারিফ মরশুমে সরকার কতৃক চিহ্নিত কিছু ফসল চাষ করার জন্য একর প্রতি ১০,০০০ টাকা সাবসিডি প্রদান করা হবে।

ছত্রিশগড়ের অম্বিকাপুরে ভারতের প্রথম Garbage Cafe স্থাপন করা হয়েছে।

E-লোক আদালতের আয়োজন করা ভারতের প্রথম রাজ্য ছত্রিশগড়।

Chief Minister - Bhupesh Baghel.

Governor - Anusuiya Uikey.

Capital

National ParkGuru Ghasidas (Sanjay) National Park (1981), Indravati (Kutru) National Park (1982), Kanger Valley National Park (1982).

Dance Forms Gaur Maria, Panthi, Raut Nacha, Pandwani, Vedamati, Kapalik, Bharthari Charit, Chandaini.

 

১৫। সম্প্রতি রাজস্থান সরকার Mucormycosis (Black Fungus) কে মহামারী হিসেবে ঘোষণা করল।

** ১৯৪৯ সালের ৩০ শে মার্চ রাজস্থান রাজ্যের গঠন করা হয়।

পূর্বে রাজস্থানের নাম ছিলরাজপুতানা

রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য।

রাজস্থান দেশের প্রথম রাজ্য হিসেবে সকল রাজ্য বাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যবীমা সুবিধা চালু করল।

রাজস্থানের পালি তেStatue of Peace’ (Dedicated to Jain Monk Acharya Shree Vijay Vallabh Surishwarji Maharaj) স্থাপন করা হয়েছে।

ভরতপুর কে রাজস্থানের প্রবেশদ্বার বলা হয়।

ভারতের প্রথমOrgan Donar Memorialস্থাপন করা হয়েছে রাজস্থানের জয়পুরে

জয়পুর কে ২০১৯ সালেWorld Heritage Site’ –এর অন্তর্ভুক্ত করা হয়।

রাজস্থানে দেশের প্রথম Biofuel Policy লাগু করা হয়।

সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী Ashok Gehlot ‘মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনালঞ্চ করলেন।

RajCop Citizens app, e-Learning Platform সম্প্রতি রাজস্থানে লঞ্চ করা হয়েছে।

Chief Minister - Ashok Gehlot.

Governor - Kalraj Mishra.

Capital – Jaipur.

National ParkRanthambhore National Park (1980), Keoladeo Ghana National Park (1981), Sariska National Park (1992), Desert National Park (1992), Mukundra Hills National Park (2006).

Dance Forms Ghumar, Chakri, Ganagor, Jhulan Leela, Jhuma, Suisini, Ghapal, Kalbeliya.

Traditional Sarees - Kota saree, Lehariya saree.


১৬। এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম ইন্সুরেন্স টেকনোলজি মার্কেট হল ভারত

** প্রথম স্থানে রয়েছে চীন।

 

১৭। সম্প্রতি প্রকাশিত EY’s Renewable Energy Country Attractiveness Index –এ ভারত তৃতীয় স্থানে রয়েছে।

** প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে চীন।

 

১৮। প্রথম ভারতীয় হিসেবে ‘World Choreography Award 2020’ পেলেন Suresh Mukund.

** এই অ্যাওয়ার্ড টি ‘অস্কারস অফ ডান্স’ নামেও পরিচিত।


File Details :

File Format : PDF

No of Pages : 5

Click Here to Download



** To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad