Type Here to Get Search Results !

28 May Current Affairs in Bengali

 Daily Current Affairs in Bengali, Daily Current Affairs Update

28 May Current Affairs in Bengali :

১। ভারতীয় অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন সামাজিক বিজ্ঞান বিভাগে স্পেনের শীর্ষ পুরস্কার "Princess of Asturias Award" - সন্মানিত হলেন।

** তিনি তার বিখ্যাত কাজ “Poverty and Famines” এর জন্য এই সন্মানে সন্মানিত হলেন।

তিনি ২০ টি দেশের মোট ৪১ জন প্রার্থী থেকে নির্বাচিত হয়েছেন।

অমর্ত্য সেন ১৯৯৮ সালে নোবেল মেমোরিয়াল পুরস্কার এবং ১৯৯৯ সালে ভারতরত্ন পান।

২০২০ সালে German Book Trade -এর 'শান্তি পুরষ্কার' লাভ করেন।

 

২। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতিলক্ষ্মী ভাণ্ডার প্রকল্পলঞ্চ করলেন।

** এই প্রকল্পের আওতায় জেনারেল ক্যাটাগরি পরিবারের মহিলাদের মাসিক ৫০০ টাকা এবং SC পরিবারের মহিলাদের মাসিক ১০০০ টাকা প্রদান করা হবে।

 

৩। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংService e-Health Assistance and Tele-consultation’ (SeHAT) OPD Portal লঞ্চ করলেন।

** ৭৫ বছর কিংবা তার বেশি বয়সের ব্যক্তিরা অপেক্ষা না করেই এই পোর্টালের দ্বারা প্রতিরক্ষা ক্ষেত্রে নিয়োজিত ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

 

৪। প্রতিবছর ২৮ মেWorld Hunger Dayহিসেবে পালন করা হয়।

** ২০১১ সালে প্রথম ‘The Hunger Project’ –এর উদ্যোগে এই দিন টি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

৫। IIT Guwahati সম্প্রতি একটিSmart Window Materialতৈরি করেছে, যেটি স্বয়ংক্রিয়ভাবে বিল্ডিংএর জলবায়ু নিয়ন্ত্রন করতে পারবে।

** IIT Guwahati Established – 1994.

Chairman/Director – T G Sitharam.

 

৬। আগামী জুলাই Amazon কোম্পানির CEO পদে নিযুক্ত হবেন Andy Jassy.

** ইনি বর্তমানে Amazon Web Service –এর CEO পদে নিযুক্ত রয়েছেন।

Amazon Founded – 5 July 1994.

Headquarter – Washington DC.

Founder/President/Chairman/CEO – Jeff Bezos.

 

৭। সম্প্রতি Forbesএর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Jeff Bezos কে পেছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন ফ্রান্সের Bernard Arnault.

** ইনি Louis Vuitton Moet Hennessy (LVMH) –এর মালিক।

সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Bernard Arnault এর মোট সম্পত্তি $186.3 Billion এবং Jeff Bezos –এর মোট সম্পত্তি $186 Billion. এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন Elon Musk ($147.3 Billion).

 

৮। হরিয়ানার রাজ্যপাল Satyadeo Narain Arya সম্প্রতিHaryana Recovery of Damages to Property Bill’ – মঞ্জুরি দিলেন।

** ২০২১ সালের মার্চ মাসে বিল টি পাস করানো হয়।

হরিয়ানায় মেরা পানি মেরা বিরাসতযোজনা শুরু হয়েছে।

হরিয়ানার গুরগাও প্রথম Digital Sign Language Lab খোলা হয়েছে।

হরিয়ানায় বিশ্বের প্রথম – Electrified double stack container tunnel তৈরি করা হচ্ছে।

সম্প্রতি হরিয়ানাPublic Property Damage Recovery Bill 2021পাশ করল।

হরিয়ানা রাজ্য সরকার প্রাইভেট সেক্টরে রাজ্যবাসী কে ৭৫% সংরক্ষণ দেওয়ার বিল পাশ করল।

Chief Minister - Manohar Lal.

Governor - Satyadeo Narain Arya.

Capital – Chandigarh.

National Park – Sulta National Parkur National Park (1989), Kalesar National Park (2003).

Dance Forms Jhumar, Phag, Daph, Dhamal, Loor, Gugga, Khor, Gagor.

 

৯। প্রথম ভারতীয় চিকিৎসক হিসেবে Rudolf V Schindler Award সন্মানিত হলেন Dr Nageshwar Reddy.

** এই পুরস্কার টি American Society of Gastrointestinal Endoscopy (ASGE) দ্বারা প্রদেয় সর্বোচ্চ পুরস্কার।

Dr Nageshwar Reddy ‘The Father of Gastroscopy’ নামেও পরিচিত।

ইনি AIG Hospital’s –এর Chairman পদেও নিযুক্ত রয়েছেন।

 

১০। NASA সম্প্রতিEarth Observatory Systemতৈরি করার জন্য ISRO সাথে পার্টনারশিপ করল।

** এই ‘Earth Observatory System’ –এর নাম ‘NISAR’.

ISRO – Indian Space Research Organization.

Founded – 15 August 1969.

Headquarter – Bengaluru.

Chairman – K. Sivan.

NASA – National Aeronautics and Space Administration.

Founded – 29 July 1958.

Headquarter – Washington DC.

Administrator – Bill Nelson.

 

১১। 1971 Bangladesh Liberation War –এর নায়ক কর্নেল পাঞ্জাব সিং প্রয়াত হলেন।

** ১৯৭১ সালে ২৪ ডিসেম্বর তিনি বীর চক্রে সন্মানিত হন।

 

১২। PGA Championship 2021 জয় লাভ করলেন আমেরিকার পেশাদার গলফার Phil Mickelson.

** ৫০ বছর বয়সে PGA Championship 2021 তিনি ইতিহাস তৈরি করলেন।

এটি তার ষষ্ঠ খেতাব জয়।

Professional Golfers’ Association of America – দ্বারা প্রতি বছর PGA Championship আয়োজন করা হয়।

 

১৩। IAS V Karthikeyan Pandian সম্প্রতি FIH Presidents Award সন্মানিত হলেন।

** তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী Naveen Patnaik এর Private Secretary.

ওড়িশা রাজ্যে হকির অগ্রগতি তে তার অবদানের জন্য 47th FIH Congress –এর ভার্চুয়াল সন্মেলনে এই সন্মানে সন্মানিত হলেন।

 

১৪। ভারত সম্প্রতি United Nation Peacekeepers এর জন্য UNITE AWARE নামে একটি Mobile Tech Platform লঞ্চ করার কথা ঘোষণা করল।

** UN’s Secretary General for Peace Operations – Jean-Pierre Lacroix.

Headquarter – New York, USA.

 

১৫। কেন্দ্রীয় সরকার সম্প্রতি করোনা মহামারীর কারনে সকল Transgenderদের ১৫০০ টাকা বৃত্তীয় সহায়তা প্রদানের কথা ঘোষণা করল।

** ভারতের প্রথম Transgender University উত্তরপ্রদেশের কুশীনগরে তৈরি করা হচ্ছে।

ভারতের প্রথম Transgender Community Desk তেলেঙ্গানায় খোলা হয়েছে।


File Details :

File Format : PDF

No of Pages : 4

Click Here to Download


Next Post29 May Current Affairs in Bengali.



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad