31 May Current Affairs in Bengali :
১।
এশিয়ার প্রথম অন্ধব্যক্তি হিসেবে
সম্প্রতি
মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড
করলেন
চীনের
পর্বতারোহী
Zhang Hong.
** মাউন্ট
এভারেস্ট
জয়
করা
বিশ্বের
তৃতীয়
অন্ধব্যক্তি।
২।
Asian Boxing Championship 2021 এ ভারতের
হয়ে
স্বর্ণপদক
জয়
লাভ
করলেন
Pooja Rani.
** 75 KG Women’s Middle Category তে Mavluda Movlonova
কে
হারিয়ে
স্বর্ণপদক
জিততেন।
MC Mary Kom এই প্রতিযোগিতার
51 KG বিভাগে
Silver Medal জয় লাভ
করলেন।
৩।
ভারতে
সবচেয়ে বড় ‘শায়িত বুদ্ধ মূর্তি’
(Reclining Buddha Statue) স্থাপন
করা
হবে
বিহারের বোধগয়া তে।
** সম্প্রতি
বিহার
WHO –এর
ডাক্তার – জনসংখ্যা (১ : ১০০০) অনুপাত
পূর্ণ
করল।
সম্প্রতি
বিহার
হল
‘Ethanol Production Promotion Policy, 2021’ গ্রহণ করা প্রথম রাজ্য।
সম্প্রতি
ভারতের
২ টি Green energy efficient city (রাজগীর
এবং
বৌদ্ধগয়া)
তৈরি
করা
প্রথম রাজ্য হল বিহার।
সম্প্রতি
বিহার
রাজ্য
সরকার
প্রতিবন্ধীদের
জন্য
সরকারি
বাসে
৫০
কিমি
পর্যন্ত
বিনামূল্যে
যাতায়াতের
কথা
ঘোষণা
করল।
বিহার
ভারতের
প্রথম
রাজ্য
হিসেবে
প্রথম
থেকে
দ্বাদশ
শ্রেণি
পর্যন্ত
সমস্ত
পাঠ্য
পুস্তকের
জন্য
e-Library তৈরি
করল।
Chief Minister
- Nitish Kumar.
Governor - Phagu
Chauhan.
Capital – Patna.
National Park
– Valmiki National
Park (1989).
Dance Forms – Jata-Jatin, Bakho-Bakhain, Panwariya, Sama
Chakwa, Bidesia.
৪।
প্রতিবছর
৩১
মে
দিনটিকে
‘World No Tobacco Day’ হিসেবে
পালন
করা
হয়।
** Theme (2021)
– Commit to Quit.
৫।
NIA –এর
Director General হিসেবে
অতিরিক্ত
দায়িত্বভার
বহন
করবেন
Kuldeep Singh.
** বর্তমানে
ইনি
CRPF –এর
DG পদে
নিযুক্ত
রয়েছেন।
NIA
– National Investigation Agency.
Founded
– 2009.
Headquarter
– New Delhi.
৬।
South Sudan –এ ভারতের
রাজদূত
হিসেবে
সম্প্রতি
নিযুক্ত
হলেন
Vishnu Kumar Sharma.
** Capital
& Largest City – Juba.
President
– Salva Kiir Mayardit.
Currency
– South Sudanese Pound (SSP).
Official Language
– English.
৭।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দ্বারা
সম্প্রতি
যুবক
(৩০
বছরের
কম)
লেখকদের
পরামর্শ
দানের
জন্য
‘YUVA Scheme’ লঞ্চ করল।
** YUVA
– Young Upcoming Versatile Author.
এই
স্কিমের
আওতায়
যুব
লেখকদের
প্রতি
মাসে
৫০,০০০ টাকা মোট ৬ মাসের জন্য বৃত্তি
হিসেবে
প্রদান
করা
হবে।
৮।
সম্প্রতি
Belgrade Open 2021 –এর খেতাব জয় লাভ করলেন Novak Djokovic.
** তিনি
Alex Molcan কে
হারিয়ে
এই
খেতাব
জয়
লাভ
করলেন।
এটি
তার
জীবনের
৮৩
তম
খেতাব
জয়।
৯।
ভারতের
নতুন
Commerce Secretary হিসেবে
সম্প্রতি
নিযুক্ত
হতে
চলেছেন
B V Shubhramanium.
** ইনি
বর্তমান
সময়ে
জন্মু
কাশ্মীরের
Chief Secretary পদে
নিযুক্ত
রয়েছেন।
১০।
হরিয়ানা
রাজ্য
সরকার
সম্প্রতি
স্কুল
শিক্ষার
জন্য
৮.৬ লক্ষ Tab বিতরণ
করার
ঘোষণা
করলেন।
** হরিয়ানায়
‘মেরা পানি মেরা বিরাসত’ যোজনা
শুরু
হয়েছে।
হরিয়ানার
গুরগাও
–এ
প্রথম
Digital Sign Language Lab খোলা হয়েছে।
হরিয়ানায়
বিশ্বের প্রথম – Electrified double stack
container tunnel তৈরি
করা
হচ্ছে।
সম্প্রতি
হরিয়ানা
‘Public Property Damage Recovery Bill 2021’ পাশ করল।
হরিয়ানা
রাজ্য
সরকার
প্রাইভেট
সেক্টরে
রাজ্যবাসী কে ৭৫% সংরক্ষণ দেওয়ার
বিল
পাশ
করল।
Chief Minister
- Manohar Lal.
Governor -
Satyadeo Narain Arya.
Capital –
Chandigarh.
National Park – Sulta National Parkur National
Park (1989), Kalesar National Park (2003).
Dance Forms – Jhumar, Phag, Daph, Dhamal, Loor, Gugga, Khor,
Gagor.
১১।
সম্প্রতি
হাইদ্রাবাদ
বেসড
কোম্পানি
‘MSM Labs’ ব্ল্যাক গাঙ্গাস
ড্রাগ
‘Pasaconazole’ লঞ্চ করল।
১২।
প্রতি
বছর
৩০
মে
দিন
টি
‘গোয়া স্থাপনা দিবস’
হিসেবে
পালন
করা
হয়।
** ‘Goa Liberation Day’ পালন করা হয় ১৯ ডিসেম্বর।
১৯৬১
সালে
১৯
ডিসেম্বর
পর্তুগীজ
থেকে
গোয়া
সম্পূর্ণরূপে
মুক্তি
লাভ
করে।
আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট রাজ্য।
Chief Minister
- Pramod Sawant.
Governor - Bhagat
Singh Koshyari.
Capital –
Panaji.
National Park
– Mollem National
Park (1992).
Dance Forms – Tarangamel, Koli, Dekhni, Fugdi, Shigmo, Ghode,
Modni, Samayi nrutya, Jagar, Ranmale, Gonph, Tonnya mell.
File Details :
File Format : PDF
No of Pages : 3
>> Next Page - 1 June Current Affairs in Bengali.
To join our FB page CLICK HERE.

