Type Here to Get Search Results !

23 June Current Affairs in Bengali

 23 June Current Affairs in Bengali, Daily Current Affairs in Bengali, Daily Current Affairs

23 June Current Affairs in Bengali :

(বি ঃ দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।

১। প্রতিবছর ২১ জুন দিন টি ‘World Humanist Day’ হিসেবে পালন করা হয়।

** ১৯৮০ সালে থেকে International Humanist and Ethical Union (IHEU) –এর দ্বারা আয়োজন করা হয়।

IHEU Founded – 1952.

Headquarter – London, UK.

President – Andrew Copson.

 


২। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম রূপান্তরকামী (Transgender) হলেন নিউজিল্যান্ডের Laurel Hubbard.

** ২০১৩ সালে লিঙ্গ পরিবর্তন করার পূর্বে পুরুষ বিভাগে তিনি ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

 

৩। সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা দুই দিবসীয় ‘Green Hydrogen Initiatives 2021’ সন্মেলন হোস্ট করবে ভারত

** ভার্চুয়াল এই সন্মেলন টি ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদক NTPC হোস্ট করবে।

এই সন্মেলনে BRICKS –এর দেশগুলি অংশ গ্রহণ করবে।

 

৪। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ‘mYoga App’ লঞ্চ করলেন।

** যোগ ব্যায়াম প্রশিক্ষণের জন্য নানান ভিডিও প্রদান করা হবে এই অ্যাপের দ্বারা। সারা বিশ্বের বিভিন্ন ভাষায় এই অ্যাপ টি উপলব্ধ হবে।

বর্তমানে এই অ্যাপ টি হিন্দি, ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় উপলব্ধ।

 

৫। জার্মান অ্যাগ্রোকেমিক্যাল সংস্থা ‘Bayer’ সম্প্রতি Seminis Brand –এর অধীনে ভারতে বানিজ্যিকভাবে ‘Yellow Gold 48’ নামে হলুদ তরমুজ বাজারে আনল।

** Capital & Largest City of Germany – Berlin.

Currency – Euro.

President – Frank Walter Steinmeier.

Chancellor – Angela Merkel.

Bayer Founded – 1 August 1863.

Founder – Friedrich Bayer.

Headquarter – North Rhine-Westphalia, Germany.

CEO – Werner Wenning.

 

৬। ভারত এবং আমেরিকা সম্প্রতি ‘Hydrogen Task Force’ –এর শুভারম্ভ করল।

** টাস্ক ফোর্স টি গঠন করা হল ‘Strategic Clean Energy Partnership’ –এর অধীনে।

 

৭। Social Justice & Empowerment Minister Shri Thaawarchand Gehlot সম্প্রতি ‘Divyangta Khel Kendra’ স্থাপনের কথা ঘোষণা করলেন।

** এই ধরনের প্রথম কেন্দ্র গুজরাটের অহমদাবাদ শহরে স্থাপন করা হবে।

 

৮। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Swiss Bank –এ টাকা জমা করার ক্ষেত্রে ভারতের স্থান ৫১ তম

** এই রিপোর্টে প্রথম স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা।

Annual Bank Statistics of 2020 অনুযায়ী Swiss National Bank এই রিপোর্ট টি প্রকাশ করেছে।

Headquarter of Swiss National Bank – Bern and Zurich.

Chairman – Thomas Jordan.


৯। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রসায়নবিদ Sumita Mitra সম্প্রতি ‘European Inventor Award 2021’ –এ সন্মানিত হলেন।

** বার্ষিক ‘European Inventor Award’ টি European Patent Office (EPO) থেকে প্রদান করা হয়।

 

১০। Bharti Airtel এবং Tata Group একত্রে ভারতে 5G Network বাস্তবায়নের জন্য পার্টানারশিপ করল।

** Bharti Airtel Founded – 7 July 1995.

Founder – Sunil Bharti Mittal.

CEO – Gopal Vittal.

Tata Group Founded – 1868.

Founder – Jamsetji Tata.

Headquarter – Mumbai.

Chairman – Natarajan Chandrasekaran.

 

১১। আসাম সরকার ‘Svamitva Yojana’ বাস্তবায়িত করার জন্য সম্প্রতি Survey of India –র সাথে MoU স্বাক্ষর করল।

** এই যোজনার উদ্দেশ্য গ্রামীণ এলাকায় একীভূত সম্পত্তি বৈধতা সমাধান (Integrated Property Validation Solution) প্রদান করা।

Survey of India Formed – 1767.

Headquarter – Dehradun, Uttrakhand.

Surveyor General – Sh. Naveen Tomar.

 

১২। সম্প্রতি WWF India –এর ‘Ambassador of Forest Frontline Heroes’ হলেন Upasana Kamineni.

 ** তিনি বর্তমানে Apollo Hospitals –এর Director পদে নিযুক্ত রয়েছেন।

 

১৩। চলচ্চিত্র নির্মাতা – লেখিক Tahina Kashyap Khurrana সম্প্রতি “The 7 Sins of Being A Mother” নামে পুস্তক রচনা করলেন।

 

১৪। অনাস্থা প্রস্তাবে হারা (Vote of Confidance) সুইডেনের প্রথম প্রধানমন্ত্রী হলেন Stefan Lofven.

** Capital & Largest City of Sweden – Stockholm.

Currency – Swedish Krona (SEK).

Monarch – Carl XVI Gustaf.

 

১৫। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী FDI (Foreign Direct Investment) প্রাপ্তকারী দেশ হিসেবে ভারত পঞ্চম স্থান অধিকার করেছে।

** UNCTAD দ্বারা ‘World Investment Report 2021’ জারি করা হয়েছে।

২০২০ সালে ভারত ৬৪ বিলিয়ন ডলার FDI লাভ করেছে।

 

১৬। কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী K K Shailaja সম্প্রতি Central European University (CEU) Open Society পুরস্কার লাভ করলেন।

** সার্বজনিক স্বাস্থ্য সেবার প্রতি তার প্রতিবদ্ধতার সন্মান স্বরূপ তিনি এই পুরস্কার পেলেন।

 

১৭। রাশিয়া এবং চীন যৌথভাবে 'International Lunar Research Station' (ILRS) স্থাপন করার জন্য সম্প্রতি MoU স্বাক্ষর করল।

 

১৮। ওড়িশা সরকার সম্প্রতি ‘আশীর্বাদ স্কিম’ লঞ্চ করল।

** করোনায় অনাথ হওয়া শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও রকশণাবেক্ষণের জন্য এই স্কিম টি চালু করা হল।

অনাথ শিশুদের যারা দায়িত্ব নিয়েছেন তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২৫০০ টাকা প্রদান করা হবে।

এছাড়া শিশুরা রাজ্য সরকারের ‘Biju Swasthya Kalyan Yojana’ –এর আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবে।

 

১৯। তেলাঙ্গানা সরকার সম্প্রতি ‘Nadu-Nedu Yojana’ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করাছে।

** তেলাঙ্গানার পূর্বে এই যোজনা অন্ধ্রপ্রদেশ সরকার শুরু করে।

 

২০। Tokyo Olympic –এ অংশ গ্রহণ করতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য BCCI সম্প্রতি ১০ কোটি টাকা দান করল।

** BCCI Founded – 1928.

Headquarter – Wankhede Stadium, Mumbai.

President – Sourav Ganguly.

Secretary – Jay Shah.


File Details :

File Format : PDF

Click Here to Download



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad