25 June Current Affairs in Bengali :
(বি ঃ দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।
১। প্রতিবছর ২৪ জুন দিন টি ‘Passport
Seva Divas’ হিসেবে পালন করা হয়।
** ১৯৬৭ সালে
২৪ জুন পাসপোর্ট আইন কার্যকর করার উপলক্ষে এই দিন টি পালন করা হয়।
২। United Nations সম্প্রতি
ভারতের ISRO এবং আমেরিকার NOAA দ্বারা পরিচালিত যৌথ ‘CEOS
COAST’ পরিযোজনার সমর্থন করল।
** CEOS COAST – Committee on Earth Observation
Satellites Coastal Observation
Satellites, Application, Services and Tools.
এই কর্মসূচীর উদ্দেশ্য স্যাটেলাইট
এবং স্থল ভিত্তিক পর্যবেকশণের ভিত্তিতে উপকূলীয় তথ্যের যথার্থতা উন্নত করা।
NOAA – National Oceanic and Atmospheric
Administration.
Founded – 3 October 1970.
Headquarter – Maryland, US.
Administrator – Rick Spinrad.
৩। ভারত সম্প্রতি ‘CoWIN’
প্ল্যাটফর্মের টেকনিক অন্য দেশ কে প্রদান করার কথা ঘোষণা করল।
** ভিয়েতনাম,
ইরাক, পেরু, মেক্সিকো, পানামা, UAE, ইউক্রেন, উগান্ডা, নাইজেরিয়া সহ দেশগুলি তাদের
টীকা কার্যক্রম পরিচালনা করার জন্য ‘CoWIN’ প্রযুক্তি সম্পর্কে শেখার আগ্রহ প্রকাশ
করেছে।
৪। ভারতের অফিসিয়াল অলিম্পিক
থিম সং ‘Lakshya Tera Samne Hai’ সম্প্রতি
লঞ্চ করা হল।
** মোহিত চৌহান
গানটির সুর করেছেন এবং গেয়েছেন।
৫। ভারত এবং ভুটান
সম্প্রতি মিলিত ভাবে ‘Tax Inspectors Without Borders’
(TIWB) উদ্যোগের সূচনা করল।
** TIWB,
United Nations Development Programme এবং Organization for Economic Co-operation
and Development (OECD) –এর মিলিত উদ্যোগ।
৬। CII-IGBC, NHSRCL –এর সাথে মিলিতভাবে হাই স্পিড রেলের জন্য বিশ্বের
প্রথম ‘Green High-speed Rail Rating System’ সম্প্রতি
লঞ্চ করল।
** CII – Confederation of Indian Industry.
IGBC – Indian Green Building Council.
IGBC is part of CII.
NHSRCL – National High-speed Rail Corporation Ltd.
৭। সম্প্রতি এক গবেষণা অনুসারে কলম্বিয়া তে বিশ্বের সবচেয়ে
বেশি সংখ্যক প্রজাতির প্রজাপতির বাসস্থান।
** কলম্বিয়ায়
প্রায় ২০০ প্রজাতির প্রজাপতি রয়েছে।
৮। সম্প্রতি ‘EdelGive
Hurun Philanthropists of Country’ –র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ১০০ বছরের
সবচেয়ে বড় দানবীর হলেন Jamsetji Tata.
** তিনি
Tata Groups –এর প্রতিষ্ঠাতা।
রিপোর্টে বলা হয়েছে জামসেদজি টাটা সমাজসেবী হিসেবে ১০২ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
৯। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Technology Centres in Asia Pacific –এ ব্যাঙ্গালোর তৃতীয় স্থানে রয়েছে।
** প্রথম এবং
দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে – বেজিং এবং সাংহাই।
১০। কর্নাটকের কারওয়ার
(Karwar) –এ এশিয়ার বৃহত্তম Naval Base তৈরি করা
হচ্ছে।
** এই প্রজেক্টের
নাম রাখা হয়েছে – Sea Bird.
এই বেস টি প্রথম INS
Kadamba নামে কমিশন করা হয় ২০০৫ সালের ৩১ মে।
২০১১ সালে দ্বিতীয় ফেজের কাজ
শুরু হয় এবং নতুন করে তৃতীয় ফেজের কাজ শুরু হতে চলেছে।
১১। LIC সম্প্রতি ‘e-PGS’ নামক টেকনোলজি প্ল্যাটফর্ম
লঞ্চ করল।
** গ্রুপ ব্যাবসায়িক
কার্যক্রমের জন্য এই প্ল্যাটফর্ম টি চালু করা হল।
এই প্ল্যাটফর্ম টি উচ্চস্তরের
ব্যাঙ্ক ইন্টিগ্রেশন সহ Centralized collection এবং Payment accounting প্রদান করার
জন্য তৈরি করা হয়েছে।
১২। Cochin International Airport বিমান বন্দর পরিষেবা মানের জন্য Airport Council International (ACI) Director General’s
Roll of Excellence পুরস্কার জিতল।
** যাত্রীদের
মতে ধারাবাহিকভাবে উন্নত পরিষেবা প্রদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
১৩। Armenia –র প্রধানমন্ত্রী হিসেবে
সম্প্রতি নির্বাচিত হলেন Nikol Pashinyan.
** Capital & Largest City of Armenia –
Yerevan.
Currency – Dram.
President – Armen Sarksyan.
১৪। Kotak Mahindra Bank সম্প্রতি ‘Pay Your
Contact’ পরিষেবা লঞ্চ করল।
** Founded – February 2003.
Headquarter – Mumbai.
MD
& CEO – Uday Kotak.
Tag
Line – Lets make money simple.
১৫। Krishna Saksena রচিত “My Joys and
Sorrows – as a Mother of a Special Child” নামক পুস্তক টি সম্প্রতি প্রকাশিত
হল।
** পুস্তক টি
প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী Harsh Vardhan.
১৬। অভিনেতা Will Smith সম্প্রতি
তার আত্মজীবনীমূলক পুস্তক “Will” রচনা করলেন।
** Penguin
Press এর দ্বারা ৯ নভেম্বর পুস্তক টি প্রকাশিত হবে।
১৭। IIT Madras সম্প্রতি
‘Centre for Research on Start-Ups and Risk Finance’
লঞ্চ করল।
** IIT Madras Founded
– 1959.
Chairman – Pawan Kumar Goenka.
Director – Bhaskar Ramamurthi.
১৮। G20 শ্রম এবং কর্মসংস্থান
মন্ত্রীদের মিটিং সম্প্রতি ইতালির দ্বারা আয়োজন
করা হল।
** Capital & Largest City of Italy – Rome.
Currency – Euro.
President – Sergio Mattarella.
Prime
Minister – Mario Draghi.
১৯। ইরাকে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Prashant Pise.
** Capital & Largest City – Baghdad.
Currency – Iraqi Diner (IQD).
President – Barham Salih.
Prime
Minister – Mustafa Al-Kadhimi.
২০। Ashok Kumar সম্প্রতি
Republic of Zambia –র High Commissioner হিসেবে নিযুক্ত হলেন।
** Capital & Largest City of Zambia – Lusaka.
Currency – Zambian Kwacha (ZMW).
President – Edgar Chagwa Lungu.
File Details :
File Format : PDF
To join our FB page CLICK HERE.

