Type Here to Get Search Results !

8 June Current Affairs in Bengali

 Daily Current Affairs in Bengali, Daily Current Affairs, 8 June Current Affairs in Bengali

8 June Current Affairs in Bengali :

(বি ঃ দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।

১। RBI সম্প্রতি  Viswavir Ahuja কে পুনরায় বছরের জন্য RBL Bank এর MD এবং CEO পদে নিযুক্ত করল।

** RBL Bank Founded – 1943.

Headquarter – Mumbai.

RBI Founded – 1 April 1935.

Headquarter – Mumbai.

Governor – Shaktikanta Das.

 

২। World Bank Education Advisor হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Ranjitsinh Disale.

** তিনি জুন ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পদের দায়িত্বভার সামলাবেন।

তিনি প্রথম ভারতীয় হিসেবে ২০২০ সালে ‘Global Teacher Award’ লাভ করেন।

World Bank Founded – July 1944.

Headquarter – Washington DC.

President – David Malpass.

 

৩। উত্তরপ্রদেশ Human Rights Commission এর Chairperson হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Bala Krishna Narayan.

** তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।

Chief Minister - Yogi Aditya Nath.

Governor - Anandiben Patel.

Capital – Lucknow.

National Park – Dudhwa National Park (1977).

Dance Forms Nautanki, Raslila, Kajri, Jhora, Chappeli, Jaita.

Traditional Sarees - Banarasi saree, Chikan saree.

সম্প্রতি উত্তর প্রদেশে (সিদ্ধার্থনগর জেলায়) Black Salt Rice Festival আয়োজিত করা হল।

উত্তর প্রদেশ রাজ্য সরকার সম্প্রতিসঞ্চারী রোগ নিয়ন্ত্রণ অভিযানশুরু করল।

সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্য সরকার কৃষকদের জন্যএক থালি এক তরকারিযোজনা শুরু করল।

ভারতের সবচেয়ে বড় Flim City উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে তৈরি করা হচ্ছে।

সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কম্পিটিটিভ পরীক্ষার জন্যপথপ্রদর্শকনামে ফ্রি কোচিং পরিসেবা লঞ্চ করল।

সম্প্রতি উত্তর প্রদেশে Rasin Dam এবং Chillimal Dam এর উদ্বোধন করা হল। বাঁধ টি চিত্রকূট জেলায় নির্মিত হয়েছে।

রাজ্যে সম্প্রতিঅর্জুন সহায়ক পরিযোজনানামক জলসেচ পরিকল্পনা শুরু করা হয়েছে।

সম্প্রতি উত্তর প্রদেশের বারাণসী তে দিবসীয়শেহনাই (Shehnai) উৎসবঅনুষ্ঠিত হল।

সম্প্রতি উত্তর প্রদেশের গোরখপুরেশহীদ আসফাক উল্লা খান প্রাণী উদ্যানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

ভারতের মধ্যে উত্তর প্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক টি International Airport বর্তমান।

উত্তর প্রদেশ রাজ্য সরকার রাম স্নেহী ঘাটে ১০ একর জমিতে আন্তর্জাতিক মানেররামায়ণ মিউজিয়ামস্থাপনের কথা ঘোষণা করল।

উত্তর প্রদেশের মথুরায় মহাকবি সুরুদাসের তপোস্থলীর পূর্বনাম মহমদপুর থেকে পরিবর্তন করে পারাসৌলী (Parasauli) করা হয়েছে।

ভারতের প্রথম মিউনিসিপাল গ্রীণ বন্ড ইস্যু করল উত্তর প্রদেশের গাজিয়াবাদ

E-Panchayat Puraskar 2021 জিতল উত্তর প্রদেশ।

 

৪। CBSE বোর্ড সম্প্রতি পাঠ্যক্রমে Coding এবং Data Science যুক্ত করার জন্য Microsoftএর সাথে চুক্তি স্বাক্ষর করল।

** ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত করা হবে Coding এবং Data Science যুক্ত করা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে।

CBSE Board Founded – 3 November 1962.

Headquarter – New Delhi.

Chairperson – Manoj Ahuja.

Microsoft Founded – 4 April 1975.

Founders – Bill Gates, Paul Allen.

Headquarter – Washington DC.

CEO – Satya Nadella.

Chairman – John W Thompson.

President – Brad Smith.

 

৫। ৪০ বছর সেবা প্রদানের পর ভারতীয় নৌসেনার সবচেয়ে পুরানো Hydrographic Survey Ship INS Sandhayakকে সম্প্রতি রিটায়ার করা হল।

** ‘INS Sandhayak’ অপারেশন পবন, অপারেশন রেনবো অংশ গ্রহণ করাছিল।

 

৬। ওড়িশা রাজ্য সরকার সম্প্রতি টি শহরে হোম আইশোলেসনে থাকা Covid-19 আক্রান্ত রোগীদের Oxygen Concentrator এর Door Step Delivery শুরু করল।

** Chief Minister - Naveen Patnaik.

Governor - Prof. Ganeshi Lal.

Capital – Bhubaneswar.

National Park – Simlipal National Park (1980), Bhitarkanika National Park (1988).

Dance Forms Odissi (Classical), Savari, Ghumara, Painka, Munari, Chhau.

Traditional Sarees - Bomkai saree, Sambalpuri saree.

ভারতের প্রথম Chess Academy ওড়িশার ভুবনেশ্বরে স্থাপন করা হবে।

ওড়িশার রাউরকেলা তে দেশের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।

ওড়িশার ভুবনেশ্বরে ভারতের প্রথম বিশ্ব কৌশল কেন্দ্র (World Skill Center) –এর উদ্ঘাটন করা হল।

ভুবনেশ্বরে ভারতের প্রথম ফায়ার পার্ক (Fire Park) উদ্বোধন করা হল।

লা এপ্রিল উৎকল দিবস / ওড়িশা দিবস পালন করা হয়।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার Self Helping Group –এর জন্যমিশন শক্তিনামক নতুন বিভাগ স্থাপিত করল।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকারMo Chhatuaএবংe-Kalikaনামক অ্যাপ লঞ্চ করল।

ওড়িশা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে মহেন্দ্রগিরি (Mahendragiri) কে রাজ্যের দ্বিতীয় Biosphere Reserve হিসেবে ঘোষণা করার প্রস্তাব প্রেরণ করেছে।

ওড়িশার Talchar Thermal Power Plant বন্ধ করা হল।

কেন্দ্র সরকার ওড়িশায় ধামরা (Dhamra) নদীর উপর ১১০ কোটি টাকার ROPAX Jetty জন্য মঞ্জুরি প্রদান করল।

 

৭। ভারত সরকার সম্প্রতিGlobal Energy Initiative’ –এর আওতায়Mission Innovation CleanTech Exchangeলঞ্চ করল।

 

৮। উত্তরপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি মহিলাদের টীকাকরণের উৎসাহিত করার জন্য বিশেষ গোলাপি বুথের শুভারম্ভ করল।

** উত্তরপ্রদেশের প্রতি টি জেলায় (৭৫ টি) এই বুথের উদ্বোধন করা হয়েছে।

 

৯। আসামের কোকরাঝাড় জেলায় অবস্থিত Raimona Reserve Forest কে সম্প্রতি National Park উন্নীত করা হল।

** এটি আসামের ষষ্ঠ জাতীয় উদ্যান।

Chief Minister - Himanta Biswa Sarma.

Governor - Prof. Jagdish Mukhi.

Capital – Dispur.

National Park – Kaziranga National Park (1974), Manas National Park (1990), Nameri National Park (1998), Rajiv Gandhi Orang National Park (1999), Dibru-Saikhowa National Park (1999).

Dance Forms Bihu, Bichhua, Natpuja, Maharas, Kaligopal, Bagurumba, Naga dance, Khel Gopal, Tabal Chongli, Canoe, Jhumura Hobjanai

Traditional Sarees - Eri silk saree.

 

১০। আমেরিকার শীর্ষস্থানীয় AirlineUnitedসম্প্রতি ১৫ টি Supersonic বিমান ক্রয়ের কথা ঘোষণা করল।

** সুপার সনিক বিমানের নাম দেওয়া হয়েছে ‘Overture’.

আমেরিকার ‘Boom’ কোম্পানির দ্বারা এগুলি তৈরি করা হবে।

 

১১। United Nations এর দ্বারা জুনRussian Language Dayহিসেবে পালন করা হল।

** রাশিয়ান কবি তথা আধুনিক রুশ সাহিত্যের জনক Alexander Pushkin –এর জন্মদিবস উপলক্ষে এই দিন টি পালন করা হয়।

UNESCO – ২০১০ সালে প্রথম এই দিন পালনের কথা ঘোষণা করে।

 

১২। Facebook সম্প্রতি আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বছরের জন্য সাসপেন্ড করল।

** ইনি আমেরিকার ৪৫ তম রাষ্ট্রপতি ছিলেন।

 

১৩। সম্প্রতি Azerbaijan F1 Grand Prix জয়লাভ করলেন Sergio Perez (Red Bull).

** এই নিয়ে তিনি দ্বিতীয়বার F1 রেস জিতলেন।

 

১৪। Nature TTL Photographer of the Year 2021 হলেন Thomas Vijayan.

** তিনি তার ছবির শিরোনাম দিয়েছেন – ‘The World is Going Upside Down’.

 

১৫। হরিয়ানার মুখ্যমন্ত্রী সম্প্রতি কারনাল জেলায় ৮০ একর জমি তেOxi-vanতৈরির কথা ঘোষণা করলেন।

** Chief Minister - Manohar Lal.

Governor - Satyadeo Narain Arya.

Capital – Chandigarh.

National Park – Sulta National Parkur National Park (1989), Kalesar National Park (2003).

Dance Forms Jhumar, Phag, Daph, Dhamal, Loor, Gugga, Khor, Gagor.

হরিয়ানায় মেরা পানি মেরা বিরাসতযোজনা শুরু হয়েছে।

হরিয়ানার গুরগাও প্রথম Digital Sign Language Lab খোলা হয়েছে।

হরিয়ানায় বিশ্বের প্রথম – Electrified double stack container tunnel তৈরি করা হচ্ছে।

সম্প্রতি হরিয়ানাPublic Property Damage Recovery Bill 2021পাশ করল।

হরিয়ানা রাজ্য সরকার প্রাইভেট সেক্টরে রাজ্যবাসী কে ৭৫% সংরক্ষণ দেওয়ার বিল পাশ করল।


File Details :

File Format : PDF

Click Here to Download


>> Next Page - 9 June Current Affairs in Bengali.



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad