9 July Current Affairs in Bengali :
(বি : দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।
১। ডেনমার্ক সম্প্রতি
বিশ্বের সবচেয়ে উঁচু Sandcastle বানিয়ে গিনেস ওয়ার্ল্ড
রেকর্ডে স্থান করে নিল।
** Sandcastle
টির উচ্চতা ২১.১৬ মিটার।
২০১৯ সালে জার্মানি ১৭.৬৬
মিটার উঁচু Sandcastle তৈরি করে। বর্তমানে এই বিশ্বের দ্বিতীয় উচ্চতম Sandcastle.
২। ভারতীয় অর্থনীতিবিদ Kaushik
Basu সম্প্রতি অর্থনীতিতে ‘Humboldt Research
Award’ –এ সন্মানিত হলেন।
** তিনি ২০০৯
– ২০১২ পর্যন্ত ভারতের Chief Economic Advisor পদে নিযুক্ত ছিলেন।
৩। কেরল সরকার সম্প্রতি
নিজস্ব OTT Platform লঞ্চ করার ঘোষণা করল।
** Chief
Minister - Pinarayi Vijayan.
Governor - Arif Mohammed Khan.
Capital – Thiruvananthapuram.
National Park – Eravikulam National Park (1978), Periyar National
Park (1982), Silent Valley National Park (1994), Anamudi Shola National Park
(2003), Mathikettan Shola National Park (2003), Pambadum Shola National Park
(2003),
Dance Forms – Kathakali
(Classical), Ottam Thulal, Mohiniattam, Kaikottikali.
Traditional Sarees - Kasavu saree.
৪। All India Radio –র
Director General পদে সম্প্রতি নিযুক্ত হলেন N Venudhar Reddy.
** All India Radio Formed – 1936.
Headquarter – New Delhi.
All India Radio ১৯৫৭ সাল
থেকে আনুষ্ঠানিক ভাবে ‘Akashvani’ নামে পরিচিত।
৫। Indo Pacific
Business Summit –এর প্রথম সংস্করণ বিদেশ মন্ত্রকের সহায়তায় CII –এর দ্বারা আয়োজন করা হল।
** CII – Confederation of Indian Industry.
Founded – 1895.
Headquarter – New Delhi.
President – T V Narendran.
Director
General – Chandrajit Banerjee.
৬। প্রতিরক্ষা মন্ত্রক প্রতিরক্ষা
ক্ষেত্রে প্রদেয় পেনশন মঞ্জুর ও বিতরণের জন্য ‘SPARSH’
পোর্টাল লঞ্চ করবে।
** SPARSH – System for Pension Administration
Raksha.
৭। কেন্দ্র সরকার সম্প্রতি উত্তর – পূর্ব রাজ্য Imphal এবং Agartala
–য় এয়ারপোর্ট তৈরি করার ঘোষণা করল।
** এর পূর্বে উত্তর – পূর্ব রাজ্যগুলির মধ্যে কেবল
Guwahati তে এয়ারপোর্ট রয়েছে।
৮। হিমাচল প্রদেশের প্রাক্তন
মুখ্যমন্ত্রী Virbhadra Singh ৮৭ বছর বয়সে সম্প্রতি
প্রয়াত হলেন।
** তিনি মোট
৬ বার মুখ্যমন্ত্রী হন।
উনার সন্মানে হিমাচল প্রদেশ
সরকার ৩ দিন রাষ্ট্রীয় শোক হিসেবে পালন করবে।
৯। ২ বার অলিম্পিকে স্বর্ণ পদক প্রাপ্ত কিংবদন্তী ভারতীয়
হকি প্লেয়ার Keshav Datt সম্প্রতি প্রয়াত হলেন।
১০। সম্প্রতি মেঘালয়ের
১২ তম জেলা হল Marang.
** Chief
Minister - Conrad Kongkal Sangma.
Governor - Satya Pal Malik.
Capital – Shillong.
National Park – Balphakram National Park (1985), Nokrek Ridge
National Park (1986).
Dance Forms – Ka Shad Suk Mynsiem,
Nongkrem, Laho.
১১। গুজরাটের GI Tag প্রাপ্ত ‘Bhalia
Wheat’ সম্প্রতি প্রথমবার Kenya এবং Sri Lanka –য় রপ্তানি করা হল।
** ভালিয়া জাতের
গম ২০১১ সালের জুলাই মাসে GI Tag লাভ করে।
গুজরাটের আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয়
এই GI Tag –এর মালিক।
১২। AFC Women’s World Cup 2022 অনুষ্ঠিত হবে মুম্বাই
এবং পুনে তে।
** অংশ গ্রহণকারীদের
ভ্রমণের সময় কে নূন্যতম করার জন্য ভুবনেশ্বর এবং আমেদাবাদ কে বাদ দেওয়া হল।
১৩। Amazon সম্প্রতি গুজরাটের সুরাটে
ডিজিটাল কেন্দ্র স্থাপন করল।
** Amazon
Founded – 5 July 1994.
Headquarter – Washington DC.
Founder/President/Chairman – Jeff Bezos.
CEO - Andy Jassy.
১৪। Greenpeace দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিগত ১ বছরে দিল্লী তে নাইট্রোজেন ডাই
অক্সাইড ১২৫% বৃদ্ধি পেয়েছে।
১৫। TCS সম্প্রতি ইনোভেটিভ বিজনেস মডেল তৈরি করার জন্য সম্প্রতি SonyLIV –এর সাথে পার্টনারশিপ করল।
** TCS Founded –
1968.
Headquarter – Mumbai.
Chairman – Natarajan Chandrasekaran.
MD
& CEO – Rajesh Gopinathan.
১৬। কোরনা মহামারীর কারণে উত্তরাখণ্ড
রাজ্য সরকার সম্প্রতি ‘Kanwar Yatra’ স্থগিত করল।
** Chief Minister – Pushkar Singh
Dhami.
Governor - Baby Rani Maurya.
Capital – Dehradun & Gairsain.
National Park – Corbett National Park (1936), Nanda Devi National
Park (1982), Valley of Flowers National Park (1982), Rajaji National Park
(1983), Gangotri National Park (1989), Govind National Park (1990).
Dance Forms – Garhwali, Kumayuni,
Kajari, Jhora, Raslila, Chappeli.
১৭। সম্প্রতি কেন্দ্রীয় আইন
মন্ত্রী হলেন Kiren Rijiju.
** তার পূর্বে
আইন মন্ত্রী ছিলেন Ravi Shankar Prasad.
১৮। Anurag Thakur সম্প্রতি
Sports & Youth Affairs Minister হিসেবে শপথ
গ্রহণ করলেন।
** এর সাথে সাথে
তিনি Information & Broadcasting Minister –এর ও দায়িত্ব পালন করবেন।
১৯। প্রতিবছর ৯ জুলাই দিন টি ‘Argentina Independent Day’ হিসেবে পালন করা হয়।
** আর্জেন্টিনা
১৮১৬ খ্রিষ্টাব্দে ৯ জুলাই স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
২০। জন্মু কাশ্মীরের গুলমার্গে অবস্থিত ভারতীয় সেনার
Firing Range –এর নাম রাখা হল অভিনেত্রী বিদ্যা বালানের নামে।
File Details :
File Format : PDF
To join our FB page CLICK HERE.

