1 January Current Affairs in Bengali :
১। সম্প্রতি ভারতের
বিদেশী মুদ্রা ভাণ্ডার (India’s Forex
Reserve) ৬৩৫.০৮ আরব ডলার পৌছাল।
** ভারত বিশ্বে সর্বাধিক
বিদেশী মুদ্রা ভাণ্ডার দেশগুলির সূচিতে চতুর্থ স্থানে রয়েছে।
এই সূচিতে প্রথম স্থানে রয়েছে চীন।
২। সম্প্রতি National Tiger Conservation Authority (NTCA) –এর রিপোর্ট
অনুযায়ী ২০২১ সালে ভারতে মোট ১২৬ টি বাঘের মৃত্যু হয়েছে।
** রিপোর্ট অনুযায়ী
এই সূচীর প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে মোট ৪৪ টি বাঘ মারা গিয়েছে, দ্বিতীয়
স্থানে মহারাষ্ট্র (২৬ টি) এবং তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক (১৪ টি)।
সম্প্রতি মধ্যপ্রদেশে বাঘেদের মৃত্যু হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে
NTCA এই রিপোর্ট টি প্রকাশ করে।
৩। ২০২১ সালের ৩১ শে
ডিসেম্বর চীনের সাংহাই প্রদেশে বিশ্বের দীর্ঘতম মেট্রো লাইনের উদ্বোধন করা হল।
** এই উদ্বোধনের মধ্য দিয়ে সাংহায়ে মেট্রো নেটওয়ার্কের
মোট দৈর্ঘ্য ৮৩১ কিমি হল।
৪। কেন্দ্র সরকার সম্প্রতি
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পূর্বে Electoral Bond
–এর ১৯ তম সংস্করণে মঞ্জুরি প্রদান করল।
** ৫ টি রাজ্য হল উত্তর
প্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গোয়া এবং উত্তরাখণ্ড।
নির্বাচনী বন্ড হল রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার জন্য ব্যবহৃত
আর্থিক উপকরণ। এই বন্ডগুলি কোন সর্বোচ্চ সীমা ছাড়াই ১০০০, ১০০০০, ১ লক্ষ, ১০ লক্ষ
এবং ১ কোটি টাকার গুণে জারি করা হয়৷ এসবিআই এই বন্ড ইস্যু করার একমাত্র অনুমোদিত ব্যাঙ্ক।
ইস্যুর তারিখ থেকে, এই বন্ডগুলি পনের দিনের জন্য বৈধ। এটি
দানকারী ব্যক্তির নাম উল্লেখ করে না।
৫। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি
(২৯ শে ডিসেম্বর, ২০২১)-এ 'India
Semiconductor Mission' (ISM) –এর উদ্বোধন করলেন।
** ISM হল ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের স্বাধীন ব্যবসায়িক বিভাগ।
ভারত কে ইলেকট্রনিক্স উত্পাদন এবং নকশায় বৈশ্বিক হাব হিসাবে
প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই মিশনটি শুরু করা হয়েছে।
৬। সম্প্রতি Ease My Trip কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে নিযুক্ত হলেন বলিউড অভিনেতা বরুণ শর্মা এবং বিজয় রাজ।
৭। মেক্সিকো তে ভারতের রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি নিযুক্ত
হলেন পঙ্কজ শর্মা।
** Capital
of Mexico – Mexico City.
President – Andres Manuel
Lopez Obrador.
Currency – Mexican Peso (MXN).
৮। সিকিম সরকার সম্প্রতি সমগো লেক ও নাথুলা বর্ডার পাসের
সাথে সংযোগ স্থাপনকারী রোডটি ‘নরেন্দ্র মোদী মার্গ’
নামে উদ্বোধন করল।
** স্কুলের শিক্ষার্থীদের জন্য মাসিক ছাত্রবৃত্তি (শ্রী অরবিন্দ সোসাইটির দ্বারা
‘Auro Scholarship’) প্রদান করা প্রথম রাজ্য হল সিকিম।
Chief
Minister – Prem Singh Tamang.
Governor - Ganga Prasad.
Capital - Gangtok.
National Park – Khangchendzonga National Park (1977).
Dance Forms – Chu Faat Dance, Sikmari, Singhi Chaam
or the Snow Lion Dance, Yak Chaam, Denzong Gnenha, Tashi Yangku Dance, Khukuri Naach,
Chutkey Naach, Maruni Dance.
৯। ভারত সরকার এবং সৌদি আরব সরকার সমস্ত
যোগ্য যাত্রীদের দুই দেশের মধ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার জন্য 'এয়ার বাবল' নামক চুক্তি স্বাক্ষর করল।
** 'এয়ার
বাবল' চুক্তি সাধারণত দুই দেশের মধ্যে হওয়া একটি অস্থায়ী চুক্তি। নিয়মিত
আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত থাকলে বাণিজ্যিক যাত্রী পরিষেবাগুলি পুনরায় চালু করার
লক্ষ্যে এই জাতীয় ব্যবস্থা।
Capital of Saudi Arabia –
Riyadh.
Official Language – Arabic.
King – Salman bin
Abdulaziz.
Crown Prince –
Mohammed bin Salman.
Currency – Saudi Riyal.
১০। তামিলনাড়ু সরকার সম্প্রতি (২৯ শে ডিসেম্বর ২০২১) 'New Policy for Women 2021’ প্রকাশ করল। এই
নীতি পাঁচ বছরের বেশি সময় বলবৎ থাকবে।
** নতুন এই নীতিতে তামিলনাড়ু সরকার উচ্চ শিক্ষায় মহিলাদের অংশগ্রহণকে
উৎসাহিত করার জন্য JEE, UPSC, CAT এবং TNPSC-এর পাশাপাশি উচ্চতর ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত কোর্সগুলির জন্য
বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত কোচিং ক্লাসও প্রদান করবে।
এছাড়া উচ্চ শিক্ষার জন্য যাওয়া মেয়ে ছাত্রীদের শিক্ষা
ঋণের উপর কমপক্ষে ৩% সুদ ছাড় দেওয়া হবে।
এছাড়াও স্কুল ও
কলেজের মেয়েদের মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সাথে সাথে নতুন নীতিমালায় সব ধরনের পরিবহনকে নারীবান্ধব
করা হবে। বাসের প্রথম অর্ধেক আসন মহিলাদের জন্য বরাদ্দ করা হবে। সামনের প্রস্থান
কিংবা প্রবেশ পথ শুধুমাত্র মহিলারা ব্যবহার করবেন।
১১।
তেলেঙ্গানা সম্প্রতি যোগ্য
জনসংখ্যার ১০০% জনগন কে COVID টীকার প্রথম ডোজ প্রদান করার
লক্ষ্য অর্জন করল।
** হিমাচল প্রদেশ হল দেশের প্রথম রাজ্য যা রাজ্যের যোগ্য জনসংখ্যার ১০০% কে
COVID টীকার প্রথম ডোজ প্রদান করে।
১২।
ভারতীয় সেনা সম্প্রতি মধ্যপ্রদেশের মহুতে একটি "কোয়ান্টাম ল্যাবরেটরি" স্থাপন করল।
** National
Securuty Council Secretariat (NSCS) এর
সহায়তায় এই 'কোয়ান্টাম ল্যাবরেটরি' স্থাপন করা হয়েছে।
১৩।
কেন্দ্র সরকার দ্বারা সম্প্রতি প্রকাশিত “Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA)
2021” –এ শীর্ষ স্থান অধিকার করল IIT Madras.
** এই তালিকায় দ্বিতীয়
স্থানে রয়েছে IIT Bombay এবং তৃতীয় স্থানে IIT Delhi.
১৪।
দুর্নীতির
সাথে যুক্ত থাকার কারনে সম্প্রতি মোহাম্মদ হোসেন রোবেল
কে সোমালিয়ার প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ
করা হল।
** Capital of Somalia – Mogadishu.
Official Language – Somali &
Arabic.
President – Mohamed Abdullahi
Mohamed.
Currency – Somali Shilling (SOS).
১৫।
ইজিপ্ট সম্প্রতি ‘New Development Bank’ –এর চতুর্থ সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত
হল।
** বাকী ৩ সদস্য দেশগুলি
হল – UAE, বাংলাদেশ এবং উরুগুয়ে।
Capital of Egypt – Cairo.
Official Language – Arabic.
President – Abdel Fattah
el – Sisi.
Prime Minister – Moustafa Madbouly.
Currency – Egyptian Pound (EGP).
File Details :
File Format : PDF
To join our FB page CLICK HERE.
