Type Here to Get Search Results !

13 January Current Affairs in Bengali

Current affairs || Daily current affairs || 13th January Current Affairs || Current Affairs in Bengali || 13th January Current Affairs in Bengali || 13 January  current affairs in bengali ||

13 January Current Affairs in Bengali:


১। স্বাধীনতা প্রাপ্তির ৭৫তম বর্ষ পূর্তি উপলক্ষে এই বছর ISRO ইন্টারনেট ব্যবস্থা কে আরও উন্নত করার উদ্দেশ্যে ‘ইউনিটিস্যাট’ মিশন লঞ্চ করবে।

** এই মিশনের অধীনে পৃথিবীর কক্ষপথে ISRO একসঙ্গে ৭৫ টি উপগ্রহ লঞ্চ করবে।

এই মিশন টি ISRO এবং Indian Technology Congress Association (ITCA) যৌথ ভাবে পরিচালনা করবে।

 

২। Western Railways zone of Indian Railways –এর Railway Protection Force (RPF) রেল যাত্রীদের হারানো জিনিসপত্র ফেরত পাওয়া সহজ লভ্য করার জন্য সম্প্রতি “Mission Amanat” লঞ্চ করল।

** এই মিশনের অধীনে হারিয়ে যাওয়া জিনিসপত্রের বিবরণ এবং ছবি Zonal Railway –এর অফিশিয়াল ওয়েব সাইট https://wr.indianrailways.gov.in/ -এ আপলোড করা হবে।

 

৩। Alikhan Smailov সম্প্রতি কাজাকাস্তান (Kazakhstan) –এর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন।

** Capital of Kazakhstan Nur-Sultan.

President – Kassym – Jomart Tokayev.

Currency - Tenge.

 

৪। হরিয়ানার ডেপুটি সিএম দুশ্যন্ত চৌটালা সম্প্রতি ঘোষণা করলেন ভারতের প্রথম 'হেলি – হাব' গুরুগ্রামে স্থাপন করা হবে।

 

৫। State Bank of India –র প্রাক্তন প্রথম মহিলা চেয়ারপারসেন অরুন্ধতি ভট্টাচার্যের লেখা তারই আত্মজীবনী “Indomitable: A Working Woman’s Notes on Life, Work and Leadership” নামক পুস্তক সম্প্রতি প্রকাশিত হল।

 

৬। ভারতের প্রাচীনতম স্লথ ভাল্লুক (Female Sloth Bear) ‘Gulabo’ মধ্যপ্রদেশ ভোপালের ‘বন বিহার জাতীয় উদ্যানে’ সম্প্রতি মারা গেল।

** ৪০ বছর বয়সে ভাল্লুক টি মারা গেল।

 

৭। World Bank –এর ১১ ই জানুয়ারি ২০২২ -এ প্রকাশিত ‘Global Economic Prospects’ রিপোর্ট অনুযায়ী FY22 (Financial Year) –এ ভারতের GDP ৮.৩% হারে বৃদ্ধি পাবে।

** Formation of World Bank – July 1944.

Headquarter – Washington D.C.

President – David Malpass.

MD & CFO – Anshula Kant.

 

৮। সম্প্রতি প্রকাশিত Henley Passport Index –এ ১১১ টি দেশের মধ্যে ভারতের স্থান ৮৩তম

** এর পূর্বে ভারতের স্থান ছিল ৯০তম।

জাপান এবং সিঙ্গাপুর যৌথভাবে এই সূচকে শীর্ষে রয়েছে।

এই সূচক অনুযায়ী ২৬ পয়েন্টের সাথে বিশ্বের সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট আফগানিস্তানের।

 

৯। আসামের গুয়াহাটি তে 'North East Festival' -এর নবম সংস্করণ সম্প্রতি সমাপ্ত হল।

** এই উৎসবের মূল উদ্দেশ্য হল উত্তর-পূর্ব অঞ্চলের বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনার প্রচার করা।

 

১০। বিশিষ্ট কন্নড় লেখক চন্দ্রশেখর পাতিল ৮২ বছর বয়সে সম্প্রতি মারা গেলেন।

** ইনি ‘চম্পা’ নামে বিশেষভাবে পরিচিত ছিলেন।

তিনি কন্নড় সাহিত্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

১১। আসামে সম্প্রতি ‘নিরাময়’ নামে স্বাস্থ্য অভিযানের শুভারম্ভ করা হল।

** Chief Minister - Himanta Biswa Sarma.

Governor - Prof. Jagdish Mukhi.

Capital – Dispur.

National Park – Kaziranga National Park (1974), Manas National Park (1990), Nameri National Park (1998), Rajiv Gandhi Orang National Park (1999), Dibru-Saikhowa National Park (1999), Raimona National Park (2021), Dehing Patkai National Park (2021).

Dance Forms Bihu, Bichhua, Natpuja, Maharas, Kaligopal, Bagurumba, Naga dance, Khel Gopal, Tabal Chongli, Canoe, Jhumura Hobjanai

Traditional Sarees - Eri silk saree.

 

১২। ফ্রান্স সম্প্রতি ইউজার ট্র্যাকিংয়ের জন্য Google এবং Facebook কে ২৩৭ মিলিয়ন ডলার জরিমানা করল।

** Capital & Largest City of France – Paris.

President – Emmanuel Macron.

Prime Minister – Jean Castex.

Currency – Euro, CFP franc (XPF).



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad