Type Here to Get Search Results !

Daily Current Affairs (24.02.2021)

Daily Current Affair, Daily GK, Current Affair


১। Global HRD Congress Award কোন ব্যাঙ্ক কে দেওয়া হলো ?

  • Union Bank of India.

** Founded – 11th November, 1919.

Headquarter – Mumbai.

CEO – Rajkiran Rai G.

 

২। মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদের নাম পরিবর্তন করে কী রাখা হলো ?

  • নর্মদাপুরম।

** মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান।

রাজ্যপাল – আনন্দিবেন প্যাটেল।

রাজধানী – ভোপাল।

ন্যাশনাল পার্ক – বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পান্ন ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, বন বিহার ন্যাশনাল পার্ক, ফসিলস ন্যাশনাল পার্ক।

 

৩। এই বছর (২০২১) কোন রাজ্যে Khelo India University Games অনুষ্ঠিত হতে চলেছে ?

  • কর্ণাটক।

** এটি Khelo India University Games –এর ২য় সংস্করণ।

২০২০ সালে প্রথম Khelo India University Games অনুষ্ঠিত হয় উড়িষ্যা ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউড অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি তে।

২০২০ সালে Khelo India University Games –এ Punjab University, Chandigarh পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে।

এই বছর কর্ণাটকের Jain University তে অনুষ্ঠিত হবে।

 

৪। সম্প্রতি প্রকাশিত “Kamala’s Way” বই টি কে লিখেছেন ?

  • ড্যান মোরেন।

** বই টি কমলা হ্যারিস –এর আত্মজীবনী।

কমলা হ্যারিস আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি (৪৯ তম)।

 

৫। কোন অভিনেতা Ankura Hospital for Women & Child –এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন ?

  • সোনু সুদ।

** সম্প্রতি তিনি Acer India –এরও ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হন।

সোনু সুদ এবং মীনা কে আইর একত্রে সোনু সুদ –এর আত্মজীবনীমূলক বই “I am no Messiah” রচনা করলেন।

 

৬। অন্ধ্রপ্রদেশের কোন জেলা Prime Minister Kisan National Award –এর জন্য মনোনীত হল ?

  • অনন্তপুরম।

** মুখ্যমন্ত্রী – জগমোহন রেড্ডি।

রাজ্যপাল – বিশ্ব ভূষণ হরিচন্দন।

ন্যাশনাল পার্ক – Mrugavani NP, Papikonda NP, Sri Venkateshwara NP.

 

৭। পূর্ব ভারতের কোথায় প্রথম Skill University স্থাপিত হতে চলেছে ?

  • আসাম।

** আসামের দারাং জেলায় স্থাপিত হচ্ছে এবং এটি ২০২৬ সালে শেষ হবে।

এই University তে মোট ১২ টি বিভাগে ১০,০০০ এর বেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী – সর্বানন্দ সোনোয়াল।

রাজ্যপাল – জগদীশ মুখী।

রাজধানী – দিসপুর।

ন্যাশনাল পার্ক – কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখাওয়া ন্যাশনাল পার্ক।

 

৮। কোন দেশ পুনরায় Paris Climate Agreement –এ যোগদান করল ?

  • আমেরিকা যুক্তরাষ্ট্র।

** ২০১৫ সালের ১১ ই ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫ টি দেশ এই চুক্তি স্বাক্ষরিত করেছিল।

আমেরিকার রাষ্ট্রপতি – জো বাইডেন (৪৬ তম)।

উপরাষ্ট্রপতি – কমলা হ্যারিস (৪৯ তম)।

 

৯। কোন কেন্দ্রীয় মন্ত্রী আগুন সুরক্ষা প্রশিক্ষণের জন্য DRDO Skill Devlopment Center (SDC) –এর উদ্বোধন করলেন ?

  • রাজনাথ সিং।

 

১০। কোন দেশ করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের সরকারী সুযোগ সুবিধা তে ব্যবহারের সুবিধার্থে Green Pass লঞ্চ করল ?

  • ইজরায়েল।

** প্রধানমন্ত্রী – Benjamin Netanyahu.

রাজধানী – জেরুজালেম।

মুদ্রা – Israeli Shekel.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad