Type Here to Get Search Results !

Daily Current Affairs (25.02.2021)

 

Daily Current Affairs, GK, Daily GK


১। ভারতের দীর্ঘতম সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন কে করলেন ?

  • -      নরেন্দ্র মোদি।

** Dhubri – Phulbari Bridge টি আসাম এবং মেঘালয় এই দুই রাজ্যের সংযোগ স্থাপন করবে।

সেতুটির মোট দৈর্ঘ্য – ১৯ কিমি।

সেতু টি ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হবে।

 

২। সম্প্রতি এশিয়া মহাদেশের কোন দেশে দ্বিতীয় সর্বাধিক সাইবার হামলা হয়েছে ?

  • -      ভারত।

 

৩। সম্প্রতি একক ভাবে সবচেয়ে কম বয়সী মহিলা জ্যাস্মিন হ্যারিস যিনি অ্যাটলান্টিক মহাসাগর পার করলেন তিনি কোন দেশের নাগরিক ?

  • -      ব্রিটেন।

** Prime Minister – Boris Johnson.

Capital – London.

 

৪। সম্প্রতি কোন রাজ্য সরকার স্বামীর সম্পত্তি তে স্ত্রীর সহ মালিকানার অধিকার প্রদান করতে অর্ডিন্যান্স আনতে চলেছে ?

  • -      উত্তরাখণ্ড।

** মুখ্যমন্ত্রী – ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

রাজ্যপাল – বেবিরানি মৌর্য।

ন্যাশনাল পার্ক – জিম করবেট ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক।

হাইকোর্টের মুখ্য বিচারপতি – রাঘবেন্দ্র সিং চৌহান।

 

৫। কোন ব্যাঙ্ক জন সচেতনতা ক্যাম্পেনের জন্য পাঞ্জাবী Rap শিল্পী Viruss কে নিযুক্ত করলেন ?

  • -      RBI.

** Headquarter – Mumbai.

Founded – 1st April 1935.

Present Governor – Shakti Kanta Das.

 

৬। ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য National e Vidhan অ্যাপ ব্যবহার শুরু করেছে ?

  • -      ওড়িশা।

** মুখ্যমন্ত্রী – নবীন পট্টনায়ক।

রাজ্যপাল – গণশী লাল।

রাজধানী – ভুবনেশ্বর।

ন্যাশনাল পার্ক – ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, সিমলিপাল ন্যাশনাল পার্ক।

 

৭। কোন রাজ্য দেশে প্রথম ডিজাটাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করল ?

  • -      কেরালা।

** The Kerala University of Digital Science Innovation & Technology (KUDSIT).

উদ্বোধন করলেন কেরালার রাজ্যপাল - আরিফ মোহাম্মদ খান।

মুখ্যমন্ত্রী – পিনারাই বিজয়ন।

রাজধানী – তিরুবনন্তপুরম।

ন্যাশনাল পার্ক – আনামুদি শোলা ন্যাশনাল পার্ক, ম্যাথিকেটান শোলা ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, পম্পাদুম শোলা ন্যাশনাল পার্ক।

 

৮। Himalayan Pink Salt কোন দেশের GI Tag পেল ?

  • -      পাকিস্তান।

** GI Tag – Geographical Indication Tag.

প্রধানমন্ত্রী – ইমরান খান।

রাষ্ট্রপতি – আরিফ আলভি।

রাজধানী – ইসলামাবাদ।

 

৯। কোন সংস্থা সম্প্রতি World Solar Bank লঞ্চ করার কথা ঘোষণা করল ?

  • -      ISA.

** ISA – International Solar Alliance.

সদর দপ্তর – হরিয়ানার গুরুগ্রাম।

প্রতিষ্ঠা – ২০১৫।

Director General – Ajoy Mathur.

 

১০।  দিল্লি তে কোন কেন্দ্রীয় মন্ত্রী ২৬ তম Hunar Haat (হস্ত শিল্প লেলা) উদ্বোধন করলেন ?

  • -      কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

** মুখ্যমন্ত্রী – অরবিন্দ কেজরিওয়াল।

লেফটেন্যান্ট গভর্নর – অনিল বাইজল।

 

১১। ভারতের প্রথম কোথায় Carbon Watch মোবাইল অ্যাপ লঞ্চ করা হল ?

  • -      চণ্ডিগড়।

** Chandigarh become the first Union Territory in India to launch Carbon Watch, a mobile application to assess the carbon footprint of an individual.

 

১২। সম্প্রতি জম্মু AIIMS –এর প্রথম নির্দেশক (Director) হিসেবে কে নিযুক্ত হলেন ?

  • -      ডঃ শক্তি কুমার গুপ্তা। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad