Type Here to Get Search Results !

Daily Current Affairs (26.02.2021)

 


১। সম্প্রতি কোন রাজ্যে Flower Processing Center স্থাপন করা হল ?

  • -      কর্ণাটক।

** Chief Minister – BS Yediyurappa.

Governor – Vajubhai Vala.

The Lal Bahadur Shastri Dam (Almatti Dam) is a hydroelectric project on Krishna River.

 

২। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা কমান্ডো ফোর্স এবং স্মার্ট চিতা পুলিশ ফোর্স –এর উদ্বোধন করলেন ?

  • -      উত্তরাখণ্ড।

** মুখ্যমন্ত্রী – ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

রাজ্যপাল – বেবিরানি মৌর্য।

ন্যাশনাল পার্ক – জিম করবেট ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক।

হাইকোর্টের মুখ্য বিচারপতি – রাঘবেন্দ্র সিং চৌহান।

 

৩। সম্প্রতি কোন দেশ একাকিত্বে অধিক মৃত্যুর কারণে সেই দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী নিযুক্ত করলেন ?

  • -      জাপান।

** Prime Minister – Yoshihide Suga.

Currency – Japanese Yen.

Capital – Tokyo.

 

৪। সম্প্রতি কোন রাজ্য সরকার প্রত্যেক গ্রামে ‘লাল লকির’ মিশনের মঞ্জুরি দিল ?

  • -      পাঞ্জাব।

** Chief Minister – Amarinder Singh.

Governor – VP Singh Badnore.

Capital – Chandigarh.

 

৫। সম্প্রতি AIIB ভারতের কোন রাজ্যের জন্য ৩০৪ মিলিয়ন ডলার ঋণের মঞ্জুরি দিল ?

  • -      আসাম।

** মুখ্যমন্ত্রী – সর্বানন্দ সোনোয়াল।

রাজ্যপাল – জগদীশ মুখী।

রাজধানী – দিসপুর।

ন্যাশনাল পার্ক – কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখাওয়া ন্যাশনাল পার্ক।

AIIB – Asian Infrastructure Investment Bank.

Headquarter – Beijing.

President – of AIIB – Jin Liqur.

 

৬। সম্প্রতি পাকিস্তান কোন দেশ কে ৫০ মিলিয়ন ডলার ঋণ প্রদান করল ?

  • -      শ্রীলঙ্কা।

** Prime Minister – Mahinda Rajapaksa.

Currency – Srilankan rupee.

Capital – Kolombo & Sri Jayawarden.

 

৭। সম্প্রতি বাইডেন প্রশাসন কর্তৃক কাকে anti corruption award প্রদান করল ?

  • -      অঞ্জলি ভারদ্বাজ।

 

৮। সম্প্রতি বিশ্বের প্রথম ফ্রি করোনা ভ্যাকসিন প্রাপ্তকারী দেশের নাম কী ?

  • -      ঘানা।

** Capital – Accra.

President – Nana Akufo Addo.

Currency – Ghanaian Cedi.

 

৯।  কুশিনগর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের লাইসেন্স পেয়েছে, এই কুশিনগর বিমান বন্দর কোন রাজ্যে অবস্থিত ?

  • -      উত্তরপ্রদেশ।

** Directorate General of Civil Aviation (DGCA) –এর থেকে কুশিনগর বিমান বন্দর আন্তর্জাতিক বিমান বন্দরের লাইসেন্স পেয়েছে।

বর্তমান সময়ে উত্তরপ্রদেশে মোট বিমান বন্দরের সংখ্যা ৩। অন্য ২ টি বিমান বন্দর হল – চৌধুরী চরণ সিংহ (লখনৌ), লাল বাহাদুর শাস্ত্রী (বারাণসী)।

 

১০। “Stories I Must Tell : An Actor’s Emotional Journey” কোন অভিনেতার অত্মজীবনী ?

  • -      কবীর বেদি।

 

১১। কোন কেন্দ্রীয় মন্ত্রী লাক্ষাদ্বীপের অটল পর্যাবরণ ভবনের উদ্বোধন করলেন ?

  • -      Prakash Javadekar.

** CapitalKavaratti.

Formation – 1st November 1956.

Administrator – Praful Khoda Patel.

 

১২। National Commission for Scheduled Castes –এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন ?

  • -      বিজয় সাম্পালা।

** কমিশন গঠন – ২০০৪ সালের ১৯ শে ফেব্রুয়ারি।

মুখ্য কার্যালয় – নিউ দিল্লি।

 

১৩। Unacademy –র নতুন ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার কে নিযুক্ত হলেন ?

  • -      শচীন তেণ্ডুলকার।

** Unacademy Headquarter – Bengaluru.

CEO – Gaurav Munjal.

Founded – 2015.

শচীন তেণ্ডুলকার ১৯৯৪ সালে অর্জুন পুরস্কার লাভ করেন।

১৯৯৭ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার লাভ করেন।

১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন।

২০১৩ সালের ১৬ ই নভেম্বর প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে ভারতরত্ন লাভ করেন।


Previous Post - Daily Current Affairs (25.02.2021)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad