Type Here to Get Search Results !

Daily Current Affairs (27.02.2021)

Daily Current Affairs


১। কোন রাজ্যের বিধানসভায় প্রথমবার জাতীয় সঙ্গীত গাওয়া হল ?

  • -      নাগাল্যাণ্ড।

** Chief Minister – Neiphiu Rio.

Governor – RN Ravi.

Capital – Kohima.

National Park – Intanki NP.

 

২। সম্প্রতি কে TTFI (Table Tennis Fedaration of India)  –এর অধ্যক্ষ নিযুক্ত হলেন ?

  • -      দুষ্যন্ত চৌটালা (দ্বিতীয় বার)।

** Founded – 1926.

Headquarter – New Delhi.

 

৩। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী PM - FME যোজনা শুরু করলেন ?

  • -      মণিপুর।

** PM FME – Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises.

Chief Minister – N Biren Singh.

Governor – Najma Heptulla.

Capital – Imphal.

National Park – Keibul Lamjao NP, Sirohi NP.

 

৪। সম্প্রতি ‘টাটা ইনোভেশন ফেলোসিপ’ কাকে নির্বাচিত করা হল ?

  • -      উত্তম লাহিড়ী।

 

৫। সম্প্রতি কোন রাজ্য সরকার মহাসমৃদ্ধি মহিলা সশক্তিকরণ যোজনা শুরু করার কথা ঘোষণা করলেন ?

  • -      মহারাষ্ট্র।

** Chief Minister – Uddhav Thackeray.

Governor – Bhagat Singh Koshyari.

Capital – Mumbai.

National Park – Sanjay Gandhi NP< Tadoba Andhari NP, Chandeli NP, Gegamal NP, Nawegaon NP, Pench NP.

 

৬। সম্প্রতি কোন দেশের প্রথম প্রধান মন্ত্রী পরলোকগমন করলেন ?

  • -      Papua New Guinea.

** Present Prime Minister – James Marape.

Capital – Port Moresby.

Currency – Papua New Guinean Kina.

 

৭। সম্প্রতি PM কিসান যোজনা সবচেয়ে দ্রুত চালু করল কোন রাজ্য ?

  • -      উত্তরপ্রদেশ।

** Chief Minister – Yogi Adityanath.

Governor – Anandiben Patel.

Capital – Lacknow (গোমতী নদী তীরে অবস্থিত)।

National Park – Dudhwa NP.

 

৮। সম্প্রতি কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা হল ?

  • -      পুডুচেরী।

** পুডুচেরী ৪ টি জেলা নিয়ে গঠিত – Yanam, Mahe, Puducherry & Karaikal.

 

৯। সম্প্রতি কোন রাজ্য সরকার ই – মোবাইল – পরিবহন ব্যবস্থার সূচনা করল ?

  • -      হিমাচল প্রদেশ।

** Chief Minister – Jai Ram Thakur.

Governor – Bandaru Dattatreya.

Capital – Shimla (Summer), Dharmashala (Winter).

National Park – Great Himalayan NP, Pin Valley NP, Khirganga NP.

 

১০। কোন দেশ জুন ২০২১ পর্যন্ত FATF –এর গ্রে লিস্টে থাকবে ?

  • -      পাকিস্তান।

** প্রধানমন্ত্রী – ইমরান খান।

রাষ্ট্রপতি – আরিফ আলভি।

রাজধানী – ইসলামাবাদ।

 

১১। সম্প্রতি ভারত কোন দেশের সাথে ‘যুদ্ধ বিরাম চুক্তি’ স্বাক্ষর করল ?

  • -      পাকিস্তান (সিজ ফায়ারের জন্য এই চুক্তি)।

**  প্রধানমন্ত্রী – ইমরান খান।

রাষ্ট্রপতি – আরিফ আলভি।

রাজধানী – ইসলামাবাদ।

 

১২। Asian Devlopment Bank (ADB) –এর Managing Director General পদে কে নিযুক্ত হলেন ?

  • -      Woochong Um.

** Founded – 19th December 1966.

President of ADB – Masatsugu Asakawa.

Headquarter – Mandaluyong, Philippines.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad