Type Here to Get Search Results !

31 March Current Affairs in Bengali

 

31 March Current Affairs in Bengali


31 March Current Affairs in Bengali :

১। সম্প্রতি উত্তরাখণ্ডের Rajaji Tiger Reserve এর Range Officer Mahinder Giri সংরক্ষণের ক্ষেত্রে তার অবদানের জন্য International Ranger Award সন্মানিত হলেন।

** এই Award টি প্রদান করা হয় IUCN এবং WCPAএর দ্বারা।

IUCN – International Union for Conservation of Nature.

WCPA – World Commission on Protected Areas.

বিশ্ব জুরে ১০ জন পেশাদারের জন্য এই পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

 

২। সম্প্রটি খ্যাতিমান সাংবাদিক এবং লেখক Anil Dharker মারা গেলেন।

** তিনি Mumbai International Literary Festival এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন।

তিনি Indian Express পত্রিকায় লেখালেখি করতেন।

তিনি গান্ধীজির ডাণ্ডি অভিযান কে কেন্দ্র করেThe Romance of Saltনামক পুস্তক রচনা করেন।

 

৩। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রী ডঃ হর্ষবর্ধন ২০২৫ সালের মধ্যে TB মুক্ত ভারত তৈরি করার লক্ষেTribal TB Initiativeউদ্যোগের ঘোষণা করলেন।

 

৪। সম্প্রতি ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ভারতীয় সংস্থা বাংলাদেশের Rooppur Nuclear Power Plant এর ট্রান্সমিশন লাইন তৈরি করবে।

** পাবনা জেলায় পদ্মা নদীর পারে রূপপুরে বাংলাদেশের প্রথম Nuclear Power Plant ‘Rooppur Nuclear Power Plant’ তৈরি করা হচ্ছে।

Prime Minister – Sheikh Hasina.

President – Abdul Hamid.

Capital – Dhaka.

Currency – Taka.

বাংলাদেশ প্রথম Transgender News Reporter – Tashnuva Anan Shishir কে নিয়োগ করল।

সম্প্রতি ভারত (ত্রিপুরা) বাংলাদেশের মধ্যে ফেনি নদীর উপর তৈরি হওয়ামৈত্রী সেতু’ – উদ্বোধন করা হল।

 

৫। প্রতি বছর ৩০ শে মার্চ রাজস্থান দিবস হিসেবে পালন করা হয়।

** ১৯৪৯ সালের ৩০ শে মার্চ রাজস্থান রাজ্যের গঠন করা হয়।

পূর্বে রাজস্থানের নাম ছিলরাজপুতানা

রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য।

RajCop Citizens app, e-Learning Platform সম্প্রতি রাজস্থানে লঞ্চ করা হয়েছে।

Chief Minister - Ashok Gehlot.

Governor - Kalraj Mishra.

Capital – Jaipur.

National ParkRanthambhore National Park (1980), Keoladeo Ghana National Park (1981), Sariska National Park (1992), Desert National Park (1992), Mukundra Hills National Park (2006).

Dance Forms Ghumar, Chakri, Ganagor, Jhulan Leela, Jhuma, Suisini, Ghapal, Kalbeliya.

Traditional Sarees - Kota saree, Lehariya saree.

 

৬। ২৩ শে মার্চ ২০২১ প্রবল ঝড়ে অনিয়ন্ত্রিত হয়েসুয়েজ ক্যানেলেআটকে যাওয়া কার্গো জাহাজEver Given৩০ শে মার্চ মুক্ত করা হয়েছে।

** সুয়েজ ক্যানেল এশিয়া এবং আফ্রিকা মহাদেশ কে বিচ্ছিন্ন করেছে।

যুক্ত করেছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগর কে।

এই ক্যানেল টি তৈরি করা শুরু হয় ২৫ ডিসেম্বর ১৮৫৯ এবং সম্পন্ন হয় ১৭ নভেম্বর ১৮৬৯।

ক্যানেলটির দৈর্ঘ্য ১৯৩. কিমি।

 

৭। সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্য সরকারAffordable Rental Housingযোজনা শুরু করল।

** সম্প্রতি উত্তর প্রদেশ (সিদ্ধার্থনগর জেলায়) Black Salt Rice Festival আয়োজিত করা হল।

উত্তর প্রদেশ রাজ্য সরকার সম্প্রতিসঞ্চারী রোগ নিয়ন্ত্রণ অভিযানশুরু করল।

সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্য সরকার কৃষকদের জন্যএক থালি এক তরকারিযোজনা শুরু করল।

ভারতের সবচেয়ে বড় Flim City উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে তৈরি করা হচ্ছে।

সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কম্পিটিটিভ পরীক্ষার জন্যপথপ্রদর্শকনামে ফ্রি কোচিং পরিসেবা লঞ্চ করল।

সম্প্রতি উত্তর প্রদেশে Rasin Dam এবং Chillimal Dam এর উদ্বোধন করা হল। বাঁধ টি চিত্রকূট জেলায় নির্মিত হয়েছে।

রাজ্যে সম্প্রতিঅর্জুন সহায়ক পরিযোজনানামক জলসেচ পরিকল্পনা শুরু করা হয়েছে।

Chief Minister - Yogi Aditya Nath.

Governor - Anandiben Patel.

Capital – Lucknow.

National Park – Dudhwa National Park (1977).

Dance Forms Nautanki, Raslila, Kajri, Jhora, Chappeli, Jaita.

Traditional Sarees - Banarasi saree, Chikan saree.

 

৮। সম্প্রতি Icelandএর রাজধানী Reykjavikএর কাছেই অবস্থিত আগ্নেয়গিরি ৯০০ বছর পর জেগে উঠেছে।

** President – Guoni Th. Johannesson.

Currency – Icelandic Krona.

 

৯। সম্প্রতি World BankWorld Development Report 2021প্রকাশ করেছে।

** Founded – July 1944.

Headquarter – Washington DC.

President – David Malpass.

MD & CFO – Anshula Kant.

Motto – Working for a World Free of Poverty.

 

·         ১০। সম্প্রতি S&P Global Rating FY22 ভারতের GDP ১০% থেকে ১১% - উন্নীত করল।

** Headquarter of S&P – New York.

President – John Berisford.

 

১১। প্রতি বছরের ৮৮ তম দিন (পিয়ানো তে ৮৮ টি সরগ্রাম থাকায়) টিবিশ্ব পিয়ানো দিবসহিসেবে পালন করা হয়। ২০২১ সালেবিশ্ব পিয়ানো দিবসহিসেবে পালন করা হল ২৯ শে মার্চ

 

১২। সোমা মণ্ডল সম্প্রতি SCOPEএর Chairperson হিসেবে নিযুক্ত হলেন।

** SCOPE – Standing Conference of Public Enterprises.


Previous Post - 30 March Current Affairs in Bengali.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad