10 April Current Affairs in Bengali :
১।
প্রতি
বছর
৯ এপ্রিল ‘CRPF Valour Day’ হিসেবে পালন
করা
হয়।
**
১৯৬৫
সালের
৯
এপ্রিল
কচ্ছের
রণে
খুব
কম
সংখ্যক
সম্পূর্ণরূপে
পায়ে
হাঁটা
CRPF সৈনিক
পাকিস্তানের
৩৪
জন
সৈনিকদের
নিধন
করে
এবং
এই
খণ্ড
যুদ্ধে
ভারতের
৬
জন
সৈনিক
শহীদ
হন।
সেই
বাহাদুর
সৈনিকদের
শ্রদ্ধা
জানাতেই
প্রতি
বছর
এই
দিনটি
পালন
করা
হয়।
CRPF – Central Reserve Police Force (India’s
largest central armed police force).
Established – 27 July 1939.
Headquarter – New Delhi.
Director General – Kuldiep Singh.
২।
সম্প্রতি
‘CKIC Project’ (Chennai Kanyakumari
Industrial Corridor, in Tamil Nadu) –এর
ADB ৪৮৪
মিলিয়ন
ডলার
প্রদানের
অনুমোদন
দিল।
**
ADB – Asian Development Bank.
Founded – 19th December 1966.
Managing
Director General – Woochong Um.
Headquarter – Mandaluyong, Philippines.
President –
Masatsugu Asakawa.
৩। সম্প্রতি সুপ্রিম কোর্ট Artificial Intelligence পোর্টাল ‘SUPACE’ লঞ্চ করল।
** SUPACE – Supreme Court Portal for Assistance
in Courts Efficiency.
৪। সম্প্রতি Ashutosh Bhardwaj তার “পিতৃ-বধ” রচনার জন্য ‘Devishankar
Awasthi Award 2020’ তে সন্মানিত হলেন।
৫। সম্প্রতি মহিলা সশক্তিকরণের উপর Ampareen Lyngdoh –এর নেতৃত্বে বিধানসভা সমিতির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মেঘালয়ে প্রতি ১০০০ জন গর্ভবতী মহিলার মধ্যে ৩ জন HIV সংক্রমিত।
** Chief Minister
- Conrad Kongkal Sangma.
Governor - Satya Pal Malik.
Capital – Shillong.
National Park – Balphakram National Park (1985),
Nokrek Ridge National Park (1986).
Dance Forms –
Ka Shad Suk Mynsiem, Nongkrem, Laho.
৬। সম্প্রতি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ‘Honey
Mission’ –এর প্রচারের জন্য ‘Madhukranti
Portal’ এবং
NAFED দ্বারা সঞ্চালিত ‘Honey Corners’ লঞ্চ করলেন।
** NAFED – National Agriculture Cooperative
Marketing Federation of India.
Founded – 2 October 1958.
Headquarter – Ashram Chowk, New Delhi.
Chairman – Bijendra Singh.
৭। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্ণর পদ থেকে অবসর গ্রহণ করলেন বি পি কানুনগো।
** ২০১৭ সালে তিনি ডেপুটি গভর্ণর পদে যোগদান করেছিলেন।
Governor
of RBI – Shaktikanta Das.
Established – 1 April 1935.
Headquarter – Mumbai.
৮। সম্প্রতি নরেন্দ্র মোদী “Exam
Warriors” বইটির নতুন সংস্করণ প্রকাশ করলেন।
** বই টি প্রথম প্রকাশিত হয় ২০১৮ সালে।
পুস্তক টি মোট ১৫ টি ভাষায় প্রকাশিত।
পুস্তকটির Braille
Version টি ৪ জানুয়ারি ২০২০ সালে ‘World
Braille Day’ তে প্রকাশিত হয়।
৯। সম্প্রতি UNESCO ‘World 2030 : Public Survey Report’ প্রকাশ করল।
** UNESCO – United Nation Educational Scientific
& Cultural Organization.
Founded – 16 November 1945.
Headquarter – Paris, France.
Director
General – Audrey Azoulay.
১০। সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রপতি Emmanuel Macron দেশে তৃতীয়
Lockdown –এর ঘোষণা করলেন।
** Capital – Paris.
Currency – Euro.
সম্প্রতি
ফ্রান্স
অন্তরিক্ষে প্রথমবার সৈন্য অভ্যাস
শুরু
করল।
ভারত এবং ফ্রান্সের মধ্যে – ‘শক্তি’, ‘বরুণ’ এবং ‘গারুদা’
(Garuda) নামে ৩ টি Military
Exercises হয়।
১১। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশঙ্খ’ ‘SARTHAQ’ নামক উদ্যোগের শুভারম্ভ করলেন।
** SARTHAQ – Students and Teacher’s Holistic
Advancement through Quality Education.
১২। সম্প্রতি ভারত সৌদি আরব থেকে ৩৬% কম তেল আমদানি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
** ভারত সবচেয়ে বেশি তেল আমদানি করে ইরাক থেকে এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা।
১৩। সম্প্রতি চীন আর্কটিক মহাসাগরে ‘Polar Silk Road’ নির্মানের জন্য আগ্রহ প্রকাশ করেছে।
১৪। সম্প্রতি দ্যুতি চাঁদ (Dutee Chand) কে ‘Chhattisgarh
Veerni Award’ –এ সন্মানিত করা হবে।
** তিনি ১০০ এবং ২০০ মিটার Jakarta Asian Games –এ রৌপ পদক জিতেছিলেন।
১৫। সম্প্রতি UAE তে ‘Barak
Nuclear Power Plant’ –এ বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হল।
** UAE –
United Arab Emirates.
Capital – Abu Dhabi.
Largest
City – Dubai.
President/King – Khalifa bin Zayed Al Nahyan.
১৬। সম্প্রতি গুরু তেজ বাহাদুর –এর ৪০০ তম জয়ন্তী পালনের জন্য উচ্চস্তরীয় সমিতির সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদী।
১৭। সম্প্রতি DRDO মিসাইল সিস্টেম উৎপাদনের জন্য প্রাইভেট সেক্টর কোম্পানি কে অংশীদার করার অনুমতি প্রদান করল।
** Founded – 1958.
Headquarter – New Delhi.
Chairman –
Dr G Satheesh Reddy.
সারা দেশে DRDO –র মোট ৫২ টি Lab রয়েছে।
সম্প্রতি DRDO CRPF –এর জন্য ‘Bike Ambulance Rakshita’ –র বিকাশ করেছে।
১৮। প্রতি বছর ১০ এপ্রিল ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ হিসেবে পালন করা হয়।
** Theme (2021) –
Enhancing the scope of Homoeopathy in public health.
হোমিওপ্যাথি চিকিৎসার প্রতিষ্ঠাতা ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান কে স্মরণ করে ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ পালন করা হয়।
১০ থেকে ১৬ এপ্রিল ‘বিশ্ব হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহ’ উদযাপন করা হয়।
১৯। প্রতি বছর ১ থেকে ৭ এপ্রিল ‘অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ’ হিসেবে পালন করা হয়।
২০। সম্প্রতি নিউজিল্যান্ড কোরনা ভাইরাসের কারণে নিজ দেশের নাগরিক (বিভিন্ন দেশে থাকা) সহ ভারতীয় নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
** President
– Jacinda Ardern.
Capital – Wellington.
Largest City – Auckland.
Currency – New Zealand Dollar.
To join our FB page CLICK HERE.

