Type Here to Get Search Results !

11 April Current Affairs in Bengali

 11 April Current Affairs in Bengali

10 April Current Affairs in Bengali :

১। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মারণ কোরনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১১ থেকে ১৪ এপ্রিলTika (Vaccination) Utsavপালনের কথা ঘোষণা করলেন।

 

২। সম্প্রতি কাশ্মীরি সাইকেলিস্ট (Cyclist) আদিল তেলি (Adil Teli) সাইকেলে ভারতের দীর্ঘতম পথ কাশ্মীর থেকে কন্যাকুমারী ৩৬০০ কিমি পথ দিন ঘন্টা ৩৭ মিনিটে অতিক্রম করেGuinness Book of World Record’ – নিজের নাম অন্তর্ভুক্ত করলেন।

 

৩। সম্প্রতি ব্রিটেনের মহারাণী এলিজাবেথ দ্বিতীয়এর স্বামী Prince Philip ৯৯ বছর বয়সে প্রয়াত হলেন।

** Capital & Largest City – London.

Prime Minister – Boris Johnson.

 

৪। সম্প্রতি আমেরিকার নৌসেনা লক্ষদ্বীপের কাছে ভারত মহাসাগরে ভারতের অনুমতি ছাড়ায় Exclusive Economic Zone (EEZ) – প্রবেশ করেFreedom of Navigation Operation’ –এর অয়োজন করল।

** President – Joe Biden (রচিত বই“Promise Me, Dad”, “Promises to Keep”).

Vice President – Kamala Harrish (রচিত বই “Superheroes are Everywhere”, “The Truths We Hold”, “Smart on Crime”).

Capital – Washington DC (NASA, IMF, World Bank এর সদর দপ্তর অবস্থিত)

 

৫। সম্প্রতি ভার্চুয়াল শীর্ষ সন্মেলনে ভারত আনুষ্ঠানিকভাবে Seychelles কে ১০০ কোটি টাকার Petrol Vessel PS Zoroasterহস্তান্তর করল।

** Capital & Largest City – Victoria.

Currency – Seychellois Rupee.

President – Wavel Ramkalawan.

 

৬। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী Ramesh Pokhriyal ‘Nishank’ বিশ্বের প্রথম Micro Sensor based Explosive Trace Detector (ETD) ‘NanoSnifferলঞ্চ করলেন।

** NanoSniffer’ 100% Make in India product.

NanoSniffer১০ সেকেন্ডের কম সময়ে বিস্ফোরক সনাক্ত করতে পারবে।

 

৭। সম্প্রতি ভারতীয় আর্মির Lt. Colonel Bharat Pannu অক্টোবর ২০২০ থেকে Fastest Solo Cyclingএর জন্য তার টি রেকর্ডGuinness Book of World Record’ – স্থান করে নিল।

** প্রথম রের্কড ১০ অক্টোবর ২০২০ তে তিনি লেহ থেকে মানালি পর্যন্ত ৪৭২ কিমি পথ মাত্র ৩৫ ঘণ্টা ২৫ মিনিটে অতিক্রম করেন।

দ্বিতীয় রের্কড – ‘Golden Quadrilateral’ যা দিল্লী, মুম্বাই, চেন্নাই এবং কোলকাতা কে সংযুক্ত করে, সেই ৫৯৪২ কিমি পথ ১৪ দিন ২৩ ঘণ্টা ৫২ মিনিটে সম্পন্ন করেন।

 

৮। সম্প্রতি নাইজার (Niger) –এর প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করলেন Ouhoumoudou Mahamadou.

** President – Mohamadou Bazoum.

Capital – Niamey.

Currency – West African CFA Franc.

 

৯। সম্প্রতি চীন Alibaba Group এর উপর . বিলিয়ন ডলার জরিমানা আরোপ করেছে।

** Founded – 28 June 1999.

Headquarter – Hangzhou, China.

Founder – Jack Ma.

CEO & Executive Chairman – Daniel Zhang.

 

১০। সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার ১৪ দিনেরমাস্ক অভিযানশুরু করল।

** ভারতের প্রথম Chess Academy ওড়িশার ভুবনেশ্বরে স্থাপন করা হবে।

ওড়িশার রাউরকেলা তে দেশের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।

ওড়িশার ভুবনেশ্বরে ভারতের প্রথম বিশ্ব কৌশল কেন্দ্র (World Skill Center) –এর উদ্ঘাটন করা হল।

ভুবনেশ্বরে ভারতের প্রথম ফায়ার পার্ক (Fire Park) উদ্বোধন করা হল।

লা এপ্রিল উৎকল দিবস / ওড়িশা দিবস পালন করা হয়।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার Self Helping Group –এর জন্যমিশন শক্তিনামক নতুন বিভাগ স্থাপিত করল।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকারMo Chhatuaএবংe-Kalikaনামক অ্যাপ লঞ্চ করল।

Chief Minister - Naveen Patnaik.

Governor - Prof. Ganeshi Lal.

Capital – Bhubaneswar.

National Park – Simlipal National Park (1980), Bhitarkanika National Park (1988).

Dance Forms Odissi (Classical), Savari, Ghumara, Painka, Munari, Chhau.

Traditional Sarees - Bomkai saree, Sambalpuri saree.

 

১১। সম্প্রতি বিহার রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য সরকারি বাসে ৫০ কিমি পর্যন্ত বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করল।

** সম্প্রতি বিহার WHOএর ডাক্তারজনসংখ্যা ( : ১০০০) অনুপাত পূর্ণ করল।

সম্প্রতি বিহার হলEthanol Production Promotion Policy, 2021গ্রহণ করা প্রথম রাজ্য।

সম্প্রতি ভারতের টি Green energy efficient city (রাজগীর এবং বৌদ্ধগয়া) তৈরি করা প্রথম রাজ্য হল বিহার

Chief Minister - Nitish Kumar.

Governor - Phagu Chauhan.

Capital – Patna.

National ParkValmiki National Park (1989).

Dance Forms Jata-Jatin, Bakho-Bakhain, Panwariya, Sama Chakwa, Bidesia.

 

১২। শিক্ষা গবেষণার ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত সম্প্রতি জাপানের সাথে MoU স্বাক্ষর করল।

** Capital – Tokyo.

Currency – Japanese Yen.

President – Yoshihide Suga.

 

১৩। সম্প্রতি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করলেন Dilip Walse Patil.

** মুম্বায়ে ভারতের প্রথম সমুদ্রের নীচ দিয়ে ট্যানেল তৈরি করা হচ্ছে।

সম্প্রতি মহারাষ্ট্রের কৃষকেরাFresh Fruit Cake Movementশুরু করল।

Chief Minister - Uddhav Thackeray.

Governor - Bhagat Singh Koshyari.

Capital – Mumbai.

National ParkTadoba National Park (1955), Gugamal National Park (1975), Nawegaon National Park (1975), Pench (Jawaharlal Nehru) National Park (1975), Sanjay Gandhi (Borivali) National Park (1983), Chandoli National Park (2004).

Dance Forms Lavani, Nakata, Koli, Lezim, Gafa, Dahikala Dasavtar or Bohada.

Traditional Sarees Paithani saree.

 

১৪। সম্প্রতি উত্তর প্রদেশের মথুরায় মহাকবি সুরুদাসের তপোস্থলীর পূর্বনাম মহমদপুর থেকে পরিবর্তন করে পারাসৌলী (Parasauli) করা হয়েছে।

** সম্প্রতি উত্তর প্রদেশ (সিদ্ধার্থনগর জেলায়) Black Salt Rice Festival আয়োজিত করা হল।

উত্তর প্রদেশ রাজ্য সরকার সম্প্রতিসঞ্চারী রোগ নিয়ন্ত্রণ অভিযানশুরু করল।

সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্য সরকার কৃষকদের জন্যএক থালি এক তরকারিযোজনা শুরু করল।

ভারতের সবচেয়ে বড় Flim City উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে তৈরি করা হচ্ছে।

সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কম্পিটিটিভ পরীক্ষার জন্যপথপ্রদর্শকনামে ফ্রি কোচিং পরিসেবা লঞ্চ করল।

সম্প্রতি উত্তর প্রদেশে Rasin Dam এবং Chillimal Dam এর উদ্বোধন করা হল। বাঁধ টি চিত্রকূট জেলায় নির্মিত হয়েছে।

রাজ্যে সম্প্রতিঅর্জুন সহায়ক পরিযোজনানামক জলসেচ পরিকল্পনা শুরু করা হয়েছে।

সম্প্রতি উত্তর প্রদেশের বারাণসী তে দিবসীয়শেহনাই (Shehnai) উৎসবঅনুষ্ঠিত হল।

সম্প্রতি উত্তর প্রদেশের গোরখপুরেশহীদ আসফাক উল্লা খান প্রাণী উদ্যানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

Chief Minister - Yogi Aditya Nath.

Governor - Anandiben Patel.

Capital – Lucknow.

National Park – Dudhwa National Park (1977).

Dance Forms Nautanki, Raslila, Kajri, Jhora, Chappeli, Jaita.

Traditional Sarees - Banarasi saree, Chikan saree.

 

১৫। সম্প্রতি LG Mobile কোম্পানি বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যাবসা বন্ধ করল।

** Headquarter – Seoul, South Korea.

CEO – Kwon Bong-seok.

Chairman – Koo Kwang-mo.

LG কোম্পানির পূর্বনাম ছিলGoldstarযেটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত।

পরে ১৯৯৫ সালে ‘Goldstar’ নাম টি পরিবর্তন করে রাখা হয় LG.

 


To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad