Type Here to Get Search Results !

14 April Current Affairs in Bengali

 14 April Current Affairs in Bengali

14 April Current Affairs in Bengali :

১। সম্প্রতি বিহার ভারতের প্রথম রাজ্য হিসেবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত পাঠ্য পুস্তকের জন্য e-Library তৈরি করল।

** সম্প্রতি বিহার WHOএর ডাক্তারজনসংখ্যা ( : ১০০০) অনুপাত পূর্ণ করল।

সম্প্রতি বিহার হলEthanol Production Promotion Policy, 2021গ্রহণ করা প্রথম রাজ্য।

সম্প্রতি ভারতের টি Green energy efficient city (রাজগীর এবং বৌদ্ধগয়া) তৈরি করা প্রথম রাজ্য হল বিহার

সম্প্রতি বিহার রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য সরকারি বাসে ৫০ কিমি পর্যন্ত বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করল।

Chief Minister - Nitish Kumar.

Governor - Phagu Chauhan.

Capital – Patna.

National ParkValmiki National Park (1989).

Dance Forms Jata-Jatin, Bakho-Bakhain, Panwariya, Sama Chakwa, Bidesia.

 

২। সম্প্রতি ২৪ তম মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) হিসেবে নিযুক্ত হলেন Sushil Chandra.

 

৩। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ুস গোয়েল DGFT Trade Facilitation Mobile Application লঞ্চ করলেন।

 

৪। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘Raisina Dialogue’ –এর ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করবেন।

** Theme – Viral World : Outbreaks Outliers and Out of Control.

৫। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন ‘Mission AAhaar Kranti’ লঞ্চ করলেন।

 

৬। সম্প্রতি ২০২১এর Chilika Development Authority এবং State Wildlife Wing দ্বারা প্রকাশিত বার্ষিক ডলফিন সংখ্যা গণনার রিপোর্ট অনুযায়ী চিল্কা হ্রদে Irrawaddy Dolphin –এর সংখ্যা ১৪৬ থেকে বেড়ে ১৬২ হয়েছে।

 

৭। সম্প্রতি কিংবদন্তী শুটিং কোচ সঞ্জয় চক্রবর্তী মারা গেলেন।

 

৮। সম্প্রতি ওড়িশার Talchar Thermal Power Plant বন্ধ করা হল।

** ভারতের প্রথম Chess Academy ওড়িশার ভুবনেশ্বরে স্থাপন করা হবে।

ওড়িশার রাউরকেলা তে দেশের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।

ওড়িশার ভুবনেশ্বরে ভারতের প্রথম বিশ্ব কৌশল কেন্দ্র (World Skill Center) –এর উদ্ঘাটন করা হল।

ভুবনেশ্বরে ভারতের প্রথম ফায়ার পার্ক (Fire Park) উদ্বোধন করা হল।

লা এপ্রিল উৎকল দিবস / ওড়িশা দিবস পালন করা হয়।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার Self Helping Group –এর জন্যমিশন শক্তিনামক নতুন বিভাগ স্থাপিত করল।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকারMo Chhatuaএবংe-Kalikaনামক অ্যাপ লঞ্চ করল।

Chief Minister - Naveen Patnaik.

Governor - Prof. Ganeshi Lal.

Capital – Bhubaneswar.

National Park – Simlipal National Park (1980), Bhitarkanika National Park (1988).

Dance Forms Odissi (Classical), Savari, Ghumara, Painka, Munari, Chhau.

Traditional Sarees - Bomkai saree, Sambalpuri saree.

 

৯। সম্প্রতি Paytm Payment Bank ৯৭০ মিলিয়নের অধিক ডিজিটাল লেনদেন সম্পূর্ণ করল।

 

১০। IAF Commander সন্মেলন ২০২১ অনুষ্ঠিত হবে দিল্লী তে। এর উদ্বোধন করনবেন কেন্দ্রীয় রক্ষা মন্ত্রী রাজনাথ সিং।



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad