Type Here to Get Search Results !

15 April Current Affairs in Bengali

 15 April Current Affairs in Bengali

15 April Current Affairs in Bengali :

১। সম্প্রতি Equador –এর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন Guillermo Lasso.

** Capital & Largest City – Quito.

Official Language – Spanish.

Currency – Dollar.

 

২। এই বছর অর্থাৎ ২০২১ সালের ১৪ এপ্রিল ডঃ ভীমরাও আম্বেদকরের ১৩০ তম জন্মবার্ষিকী পালিত হল।

** ১৮৯১ সালের ১৪ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন।

স্বাধীন ভারতের প্রথম আইন বিচার মন্ত্রী।

তাঁকেসংবিধানের জনকবলা হয়।

১৯৯০ সালে তাঁকে মরণোত্তরভারতরত্নপ্রদান করা হয়।

এই বছর কেন্দ্রীয় সরকার দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে।

 

৩। সম্প্রতি NADA – Director General পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ লংজাম (Siddharth Longjam).

** NADA – National Anti Doping Agency.

Founded – 24 November 2005.

Headquarter – New Delhi.

তার আগে এই পদে আসীন ছিলেন নভীন আগরওইয়াল।

 

৪। ICC –এর বিচারে মার্চ মাসের সেরা ক্রিকেটার হলেন ভুবনেশ্বর কুমার।

** পরপর বার ভারতীয় ক্রিকেটার সেরা নির্বাচিত হলেন। প্রথম বার নির্বাচিত হন রিসভ পান্থ এবং দ্বিতীয় বার রবিচন্দ্রন অশ্বিন।

সেরা মহিলা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি।

 

৫। সম্প্রতি অষ্ট্রেলিয়ার উপর আছড়ে পড়া ঘূর্ণিঝরের নাম সেরোজা (Seroja).

** Capital – Canberra.

Largest City – Sydney.

Prime Minister – Scott Morrison.

Currency – Dollar.

 

৬। সম্প্রতি দিল্লী তে ‘Jaha Jhuggi Wahi Makan’ যোজনা শুরু করা হয়েছে।

** দিল্লীতে ভারতের সবচেয়ে বড় কিডনি ডায়ালাইসিস হসপিটাল চালু করা করল।

ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক দিল্লীতেই শুরু হয়।

দিল্লী সরকার বাড়িতে রেশন পৌঁছে দিতেঘর ঘর রেশনযোজনা শুরু করল।

Samsung কোম্পানি দিল্লী (Delhi Technological University) তে তাদের Innovation Lab স্থাপন করল।

Chief Minister - Arvind Kejriwal.

Lt. Governor – Anil Baijal.

 

৭। প্রতি বছর ১৪ এপ্রিল ‘World Chagas Disease Day’ হিসেবে পালন করা হয়।

 

৮। সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রিকেটার কেন উইলিয়ামসনস্যার রিচার্ড হ্যাডলি পদকলাভ করলেন।

 

৯। সম্প্রতি বিখ্যাত ইতিহাসবিদ এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপক Dr Yogesh Praveen মারা গেলেন।

 

১০। সম্প্রতি UAE ২০২২ সালে চাঁদে ‘Rover Rashid‘ পাঠানোর কথা ঘোষণা করল।

** Capital – Abu Dhabi.

Largest City – Dubai.

Currency – UAE Dirham.

President – Khalifa bin Zayed Al Nahyan.

Prime Minister – Mohammed bin Rashid Al Maktoum.

 

১১। সম্প্রতি Pramerica Life Insurance কোম্পানির MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন Kalpana Sampat.

 

১২। সম্প্রতি Siemens Healthcare India – MD পদে নিযুক্ত হলেন বিবেক কানাড়ে।

 

১৩। IPL – প্রথম খেলোয়াড় হিসেবে ৩৫০ টি ছক্কা সম্পূর্ণ করলেন ক্রিস গেইল।



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad