Type Here to Get Search Results !

2 April Current Affairs in Bengali

2 April Current Affairs in Bengali


2 April Current Affairs in Bengali :

১। প্রতি বছর লা এপ্রিল RBI এর স্থাপনা দিবস হিসেবে পালন করা হয়।

** RBI স্থাপনের আগে কেন্দ্রীয় ব্যাঙ্কের সমস্ত কাজ Imperial Bank of India এর দ্বারা করা হত।

Imperial Bank of India স্থাপন করা হয়েছিল ১৯২১ সালে।

Headquarter – Mumbai.

Founded – 1 April 1935.

Governor – Shaktikanta Das.

 

২। সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে মহেন্দ্রগিরি (Mahendragiri) কে রাজ্যের দ্বিতীয় Biosphere Reserve হিসেবে ঘোষণা করার প্রস্তাব প্রেরণ করেছে।

** ভারতের প্রথম Chess Academy ওড়িশার ভুবনেশ্বরে স্থাপন করা হবে।

ওড়িশার রাউরকেলা তে দেশের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।

ওড়িশার ভুবনেশ্বরে ভারতের প্রথম বিশ্ব কৌশল কেন্দ্র (World Skill Center) –এর উদ্ঘাটন করা হল।

ভুবনেশ্বরে ভারতের প্রথম ফায়ার পার্ক (Fire Park) উদ্বোধন করা হল।

লা এপ্রিল উৎকল দিবস / ওড়িশা দিবস পালন করা হয়।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার Self Helping Group –এর জন্যমিশন শক্তিনামক নতুন বিভাগ স্থাপিত করল।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকারMo Chhatuaএবংe-Kalikaনামক অ্যাপ লঞ্চ করল।

Chief Minister - Naveen Patnaik.

Governor - Prof. Ganeshi Lal.

Capital – Bhubaneswar.

National Park – Simlipal National Park (1980), Bhitarkanika National Park (1988).

Dance Forms Odissi (Classical), Savari, Ghumara, Painka, Munari, Chhau.

Traditional Sarees - Bomkai saree, Sambalpuri saree.

 

৩। প্রতি বছর লা এপ্রিল ওড়িশায়উৎকল দিবসহিসেবে পালন করা হয়।

** ১৯৩৬ সালের লা এপ্রিল ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা হয়।

 

৪। সম্প্রতি ভারত নেপালের এক MoU স্বাক্ষরের দ্বারা নেপালের তরাই অঞ্চলের সড়ক পরিবহন ব্যাবস্থা উন্নতির ৮০০ কোটি টাকার সহায়তা প্রদান করল।

** Capital – Kathmandu.

Prime Minister – K P Sharma Oli.

President – Bidhya Devi Bhandari.

 

৫। সম্প্রতি সূচনা এবং সম্প্রসারণ মন্ত্রী Prakash Javadekar ঘোষণা করলেন কিংবদন্তী অভিনেতা সুপারস্টার রজনীকান্ত কে ২০১৯ সালেরদাদা সাহেব ফালকেপুরস্কারে সন্মানিত করা হবে।

 

৬। সম্প্রতি Union Bank of India UNI – CARBON CARDলঞ্চ করল।

** Founded – 11 November 1919.

Headquarter – Mumbai.

MD & CEO – Rajkiran Rai G.

Tagline – Good people to bank with.

 

৭। সম্প্রতি মধ্য প্রদেশের খাজুরাহো (Khajuraho) তে মুখ্যমন্ত্রী Shivraj Singh Chauhan এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী Prahlad Singh Patel ‘Maharaja Chhatrasal Convention’ –এর উদ্ঘাটন করলেন।

** ভারতের প্রথম হীরা সংগ্রাহালয় মধ্য প্রদেশের খাজুরাহো তে স্থাপন করা হবে।

ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বে দ্বিতীয় Floating Solar Farm খাণ্ডোয়া জেলায় নর্মদা নদীর উপর ওমকারেশ্বর বাঁধের কাছে নির্মান করা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত বুকলেটবানগীমধ্য প্রদেশ রাজ্যের উপজাতীদের ঐতিহ্য গাঁথা কে কেন্দ্র করে রচিত।

মধ্য প্রদেশ রাজ্য সরকার সম্প্রতি টি ন্যাশনাল পার্কে (Kanha National Park, Bandhavgarh National Park এবং Indira Priyadarshini Pench National Park) রাত্রিকালীন সাফারীর শুরু করল।

মধ্য প্রদেশেএক জেলা এক শিল্প’, ‘FIR aap ki Duwarঅভিযান শুরু হয়েছে।

সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার খাদ্যে ভেজাল মেশানো অসাধু ব্যাবসায়ীদের আজীবন কারাবাসের ব্যবস্থা গ্রহণ করল।

Chief Minister - Shivraj Singh Chouhan.

Governor - Anandiben Patel.

Capital – Bhopal.

National Park – Kanha National Park (1955), Madhav National Park (1959), Bandhavgarh National Park (1968), Indira Priyadarshini Pench National Park (1975), Van Vihar National Park (1979), Panna National Park (1981), Sanjay National Park (1981), Satpura National Park (1981), Fossil National Park (1983).

Dance Forms Jawara, Matki, Aada, Khada Nach, Phulpati, Grida Dance, Selalarki, Selabhadoni, Maanch.

Traditional Sarees - Chanderi saree.

 

৮। সম্প্রতি Maggie O’Farrell তাঁর রচিতHamnetপুস্তকের জন্য Fiction ক্যাটাগরি তেNational Book Critics Circleপুরস্কার লাভ করলেন।

 

৯।Names of the Womenপুস্তক টি রচনা করেন Jeet Thayil.

** তিনি তাঁরNarcopolisপুস্তকের জন্য ২০১২ সালেMan Bookerপুরস্কার লাভ করেন।

 

১০। সম্প্রতি Bahrain Grand Prix 2021 প্রতিযোগিতা জিতলেন Lewis Hamilton.

** ইনি একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার

দ্বিতীয়বেলজিয়ামের Max Verstappen (Red Bull) এবং তৃতীয় হয়েছেনফিনল্যাণ্ডের V Bottas (Mercedes).

 

১১। সম্প্রতি Britannia কোম্পানির Additional Director হিসেবে যোগদান করলেন Urjit Patel.

 

১২। সম্প্রতি UAE তে বার্ষিক বহুরাষ্ট্রীয় মহড়াDesert Flag VI’ – ভারতীয় বায়ু সেনা প্রথম বার অংশ গ্রহণ করল।

** ‘Desert Flag VI’ অনুষ্ঠিত হয় UAE –এর Al-Dhafra Airbase এ।

এই মহড়ায় ভারত ছাড়া UAE, US, ফ্রান্স, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া বাহারিনের বায়ু সেনা অংশ গ্রহণ করে।

 

১৩। প্রতি বছর রা এপ্রিল World Autism Awareness Dayহিসেবে পালন করা হয়।

** ২০০৮ সাল থেকে এই দিন টি প্রথম পালন করা হয়।

১৪। সম্প্রতি UN Climate Change Summit (COP-26) –এর আয়োজন করা হবে Scotland এর Glasgow তে।

 

১৫। ২০২১ সালের IPL – দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিযুক্ত হলেন রিসভ পান্থ

** Owners – JSW Group, GMR Group.

IPL 2021 Official Partner – Upstox.

IPL 2021 Sponsor – VIVO. 


Previous Post - 1 April Current Affairs in Bengali.


To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad