3 April Current Affairs in Bengali :
১।
সম্প্রতি
WEF –এর
১৫
তম
সংস্করণে
প্রকাশিত
রিপোর্ট
অনুযায়ী
‘Gender Gap Index 2021’ –এ ভারতের
স্থান
১৪০ তম (১৫৬ টি দেশের মধ্যে)।
**
২০২০ সালে ভারতের
স্থান
ছিল
১১২ তম।
WEF – World Economic Forum.
Gender Gap Index 2021 –এর প্রথম ৩ দেশ যথাক্রমে
– Iceland, Finland এবং
Norway.
WEF Founded – January 1971.
WEF Headquarter – Cologny,
Switzerland.
WEF Founder – Klaus Schwab.
২।
সম্প্রতি
ONGC –এর
Chairman & Managing
Director পদে
নিযুক্ত
হলেন
Shbhash Kumar.
** ONGC
– Oil and Natural Gas Corporation.
Founded – 14 August 1956.
Headquarter – Vasant Kunj,
Delhi.
CEO – Shashi Shanker.
৩।
১৯৬৭
সাল
থেকে
প্রতি
বছর
২ রা এপ্রিল IBBY –এর
দ্বারা
International Children’s Book Day (ICBD) পালন করা হয়।
**
Theme (2021) – The Music of Words.
IBBY – International Board on Books for Young
People.
Founded – 1953.
Founder – jella Lepman.
Headquatrer – Basel,
Switzerland.
৪।
সম্প্রতি
ESIC –এর
Director General পদে যোগদান
করলেন
Mukhmeet S. Bhatia.
**
ESIC – Employees’ State Insurance Corporation.
Founded – 24 February 1952.
Headquarter – New Delhi.
৫।
সম্প্রতি
Paytm Money পুনেতে তাদের নতুন R&D Center খুলেছে।
**
Headquarter of Paytm – Noida, UP.
Founder & CEO of Paytm
– Vijay Shekhar Sharma.
CEO of Paytm Money
– Varun Sridhar.
৬।
বাংলাদেশ
‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং
স্বাধীনতার ৫০ বছরের
গৌরবময়
অধ্যায়
স্মরণীয়
করে
রাখার
জন্য
৪ ঠা এপ্রিল
বাংলাদেশে
‘SHANTIR OGROSHENA 2021’ নামে এক বহুরাষ্ট্রীয় সামরিক মহড়ার আয়োজন
করা
হবে।
**
এই
সামরিক
মহড়ায়
Indian Army, Royal
Bhutan Army, Srilankan Army এবং Bangladesh Army অংশ গ্রহণ
করবে।
Military Observer হিসেবে
অংশ
গ্রহণ
করবে
USA, UK, Turkey, Saudi Arabia,
Kuwait এবং
Singapore.
৭।
সম্প্রতি
জন্মু কাশ্মীরে গ্রামীণ
মহিলাদের
জন্য
স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে।
** জন্মু কাশ্মীরের
চেনাব নদীর উপর বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ
তৈরি
করা
হচ্ছে।
জন্মু
কাশ্মীরের
শ্রীনগরে
এশিয়ার বৃহত্তম Tulip Garden অবস্থিত.
Hemis National Park প্রথমে
জন্মু
কাশ্মীরে
ছিল।
কিন্তু
জন্মু
কাশ্মীর
থেকে
লাদাখ
আলাদা
হওয়ার
ফলে
বর্তমানে Hemis National Park লাদাখে অবস্থিত।
মহাশিবরাত্রি
এখানে
‘হেরথ উৎসব’ নামে
পালিত
হয়।
প্রথম তারামণ্ডল স্থাপিত
হতে
চলেছে
জন্মু
কাশ্মীরে।
জন্মু
কাশ্মীরের
গুলমার্গে
ভারতের
প্রথম ইগলু ক্যাফে স্থাপন
করা
হয়েছে।
সম্প্রতি
‘রেডিও চিনার - ৯০.৪ হর দিল কি ধড়কন’ নামক রেডিও স্টেশনের
উদ্বোধন
করা
হল।
সম্প্রতি জন্মু কাশ্মীরে ‘Awaam Ki Baat’ পরিযোজনা শুরু করা হয়েছে।
সম্প্রতি
কেন্দ্রীয়
মন্ত্রী
ডঃ হর্ষবর্ধন সিং লাক্ষাদ্বীপ এবং
জন্মু কাশ্মীরের বুদগাম (Budgam) জেলা কে
দেশের প্রথম TB Free বলে ঘোষণা করলেন।
Lt. Governor – Manoj
Sinha.
Capital – Jammu (Winter) &
Srinagar (Summer).
National Park – Dachigam National Park (1981),
Kishtwar National Park (1981), City Forest (Salim Ali) National Park (1992).
Dance Forms –
Rauf, Hikat, Mandjas, Kud Dandi
Nach, Damali.
৮।
সম্প্রতি
কেন্দ্রীয়
সরকার
৪
টি
রাষ্টায়ত্ত
ব্যাঙ্ক
(Bank of India, Central Bank of India, Overseas Bank & UCO Bank) –এ মোট ১৪,৫০০ কোটি টাকা
বিনিয়োগ
করতে
চলেছে।
৯।
সম্প্রতি
ভারতের
২ টি Green energy efficient city তৈরি করা প্রথম রাজ্য হল বিহার।
**
শহর
২
টি
– রাজগীর
এবং
বৌদ্ধগয়া।
সম্প্রতি
বিহার
WHO –এর
ডাক্তার – জনসংখ্যা (১ : ১০০০) অনুপাত
পূর্ণ
করল।
সম্প্রতি
বিহার
হল
‘Ethanol Production Promotion Policy, 2021’ গ্রহণ করা প্রথম রাজ্য।
Chief Minister - Nitish
Kumar.
Governor - Phagu Chauhan.
Capital – Patna.
National Park – Valmiki National Park (1989).
Dance Forms –
Jata-Jatin, Bakho-Bakhain, Panwariya, Sama Chakwa, Bidesia.
১০।
সম্প্রতি
সাঁতরে
পাক প্রণালী (Palk
Strait) পার
করা
ভারতের দ্বিতীয় মহিলা হলেন
হায়দ্রাবাদের
৪৭
বছর
বয়সী
Shyamala Goli.
**
পাক
প্রণালী
(Palk Strait) পার
করা
ভারতের
প্রথম মহিলা – বুলা
চৌধুরী।
Previous Post - 2 April Current Affairs in Bengali.
To join our FB page CLICK HERE.

