Type Here to Get Search Results !

23 April Current Affairs in Bengali

 23 April Current Affairs in Bengali

23 April Current Affairs in Bengali :

১। Covid-19 –এর কারণে অক্সিজেনের উর্ধ্বমুখী চাহিদা মেটানোর জন্য রাজস্থানের যোধপুরে দেশের প্রথমব্রিদিং ব্যাঙ্ক‘ স্থাপন করা হয়েছে।

** এই পরিকল্পনা কে বাস্তব রূপ দান করলেন সমাজকর্মী নির্মল গেহলত।

১৯৪৯ সালের ৩০ শে মার্চ রাজস্থান রাজ্যের গঠন করা হয়।

পূর্বে রাজস্থানের নাম ছিলরাজপুতানা

রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য।

রাজস্থান দেশের প্রথম রাজ্য হিসেবে সকল রাজ্য বাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যবীমা সুবিধা চালু করল।

ভরতপুর কে রাজস্থানের প্রবেশদ্বার বলা হয়।

ভারতের প্রথম Organ Donar Memorial স্থাপন করা হয়েছে রাজস্থানের জয়পুরে।

জয়পুর কে ২০১৯ সালে ‘World Heritage Site’ –এর অন্তর্ভুক্ত করা হয়।

রাজস্থানে দেশের প্রথম Biofuel Policy লাগু করা হয়।

সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী Ashok Gehlot ‘মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনালঞ্চ করলেন।

RajCop Citizens app, e-Learning Platform সম্প্রতি রাজস্থানে লঞ্চ করা হয়েছে।

Chief Minister - Ashok Gehlot.

Governor - Kalraj Mishra.

Capital – Jaipur.

National ParkRanthambhore National Park (1980), Keoladeo Ghana National Park (1981), Sariska National Park (1992), Desert National Park (1992), Mukundra Hills National Park (2006).

Dance Forms Ghumar, Chakri, Ganagor, Jhulan Leela, Jhuma, Suisini, Ghapal, Kalbeliya.

Traditional Sarees - Kota saree, Lehariya saree.

 

২। বিরাট কোহলি IPL -এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৬০০০ রান পূর্ণ করলেন।

** ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ এবং ১১,০০০ রানের রেকর্ডটি তারই।

২০১৩ সালে 'অর্জুন' পুরস্কার, ২০১৭ সালে 'পদ্মশ্রী' এবং ২০১৮ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মানরাজীব গান্ধী খেলরত্নপেয়েছিলেন।

 

৩। রাশিয়া সম্প্রতি International Space Station থেকে বেরিয়ে ২০২৫ সালের মধ্যে নিজস্ব স্পেস স্টেশন চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।

** President – Vladimir Putin.

Capital – Moscow.

Currency – Russian Ruble.

 

৪। সম্প্রতি PUMA – ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হলেন Washington Sundar এবং Devdutt Padikkal.

** Founded – 1948.

Founder – Rudolf Dassler.

Headquarter – Germany.

CEO – Bjorn Gulden.

 

৫। উত্তর প্রদেশ Public Service Commission –এর Chairnam পদে সম্প্রতি নিযুক্ত হলেন Sanjay Srinet.

** UPPSC Founded – 1 April 1937.

সম্প্রতি উত্তর প্রদেশে (সিদ্ধার্থনগর জেলায়) Black Salt Rice Festival আয়োজিত করা হল।

উত্তর প্রদেশ রাজ্য সরকার সম্প্রতিসঞ্চারী রোগ নিয়ন্ত্রণ অভিযানশুরু করল।

সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্য সরকার কৃষকদের জন্যএক থালি এক তরকারিযোজনা শুরু করল।

ভারতের সবচেয়ে বড় Flim City উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে তৈরি করা হচ্ছে।

সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কম্পিটিটিভ পরীক্ষার জন্যপথপ্রদর্শকনামে ফ্রি কোচিং পরিসেবা লঞ্চ করল।

সম্প্রতি উত্তর প্রদেশে Rasin Dam এবং Chillimal Dam এর উদ্বোধন করা হল। বাঁধ টি চিত্রকূট জেলায় নির্মিত হয়েছে।

রাজ্যে সম্প্রতিঅর্জুন সহায়ক পরিযোজনানামক জলসেচ পরিকল্পনা শুরু করা হয়েছে।

সম্প্রতি উত্তর প্রদেশের বারাণসী তে দিবসীয়শেহনাই (Shehnai) উৎসবঅনুষ্ঠিত হল।

সম্প্রতি উত্তর প্রদেশের গোরখপুরেশহীদ আসফাক উল্লা খান প্রাণী উদ্যানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

ভারতের মধ্যে উত্তর প্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক টি International Airport বর্তমান।

উত্তর প্রদেশ রাজ্য সরকার রাম স্নেহী ঘাটে ১০ একর জমিতে আন্তর্জাতিক মানেররামায়ণ মিউজিয়ামস্থাপনের কথা ঘোষণা করল।

উত্তর প্রদেশের মথুরায় মহাকবি সুরুদাসের তপোস্থলীর পূর্বনাম মহমদপুর থেকে পরিবর্তন করে পারাসৌলী (Parasauli) করা হয়েছে।

ভারতের প্রথম মিউনিসিপাল গ্রীণ বন্ড ইস্যু করল উত্তর প্রদেশের গাজিয়াবাদ

E-Panchayat Puraskar 2021 জিতল উত্তর প্রদেশ।

Chief Minister - Yogi Aditya Nath.

Governor - Anandiben Patel.

Capital – Lucknow.

National Park – Dudhwa National Park (1977).

Dance Forms Nautanki, Raslila, Kajri, Jhora, Chappeli, Jaita.

Traditional Sarees - Banarasi saree, Chikan saree.

 

 

৬। সম্প্রতি রেলওয়ে দ্বারা প্রথম অক্সিজেন এক্সপ্রেস মুম্বাই এবং বিশাখাপত্তনম এই শহরে চালু করা হয়।

 

৭। সম্প্রতি WEF দ্বারা প্রকাশিত Energy Conversion Index শীর্ষে রয়েছে Sweden.

** ১১৫ টি দেশের মধ্যে এই সূচক টি প্রকাশ করা হয়।

এই সূচকে ভারতের স্থান ৮৭ তম।

WEF – World Economic Forum.

WEF Founded – 24 January 1971.

Founder of WEF – Klaus Schwab.

Headquarter – Cologny, Switzerland.

Executive Chairman - Klaus Schwab.

 

৮। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী Covid-19 –এর কারণে তার ভারত যাত্রা স্থগিত করলেন।

** Prime Minister – Yoshihide Suga.

Capital – Tokyo.

Currency – Japanese Yen.

 

৯। Covid-19 – আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গেলেন অভিনেতা Kishore Nandlaskar.

 

১০। একই ক্রিকেট ফ্রাঞ্চাইসির অধিনায়ক রূপে ২০০ টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হলেন M S Dhoni.

** তিনি CSK – হয়ে ২০০ টি ম্যাচ খেললেন।

প্রথম ক্রিকেটার হিসেবে IPL থেকে ১৫০ কোটির অধিক আয় করেন।

তিনি বর্তমানে Dream 11 –এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে তিনি ICC – সমস্ত টুর্নামেন্টে জিতেছেন।



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad