24 April Current Affairs in Bengali :
১।
সম্প্রতি
মার্কিন যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রপতি জো বাইডেন -এর সভাপতিত্বে “Leaders’
Summit on Climate” -এ অংশ
গ্রহণ করলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
** Theme of the summit - 'Our Collective Sprint
to 2030'.
জো
বাইডেন ২২
এবং ২৩
শে এপ্রিল
২০২১, দুই
দিন ব্যাপী
ভার্চুয়াল সন্মেলনের
জন্য ৪০
জন জাতীয়
নেতাদের আমন্ত্রন
জানিয়েছিলেন।
President
– Joe Biden (রচিত বই
– “Promise Me, Dad”, “Promises to Keep”).
Vice President
– Kamala Harrish (রচিত বই – “Superheroes
are Everywhere”, “The Truths We Hold”,
“Smart on Crime”).
Capital
– Washington DC (NASA, IMF, World Bank –এর সদর দপ্তর অবস্থিত)।
২।
সম্প্রতি অষ্ট্রেলিয়া 'Indo-Pacific
Oceans Initiative' (IPOI) -এর জন্য
ভারতের সাথে
অংশীদারিত্বের ঘোষণা
করল।
** IPOI
-এর আওতায়
অষ্ট্রেলিয়া ৮১.২ মিলিয়ন অনুদান
ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী ২০১৯
সালের নভেম্বরে
'East Asia Summit' –এ
IPOI -এর প্রস্তাব দিয়েছিলেন।
President
– Scoot Morrison.
Capital
– Canberra.
Currency
– Australian Doller.
সম্প্রতি
বিশ্বের
প্রথম হংসচঞ্চু (প্লাটিপাস)
অভয়ারণ্য
তৈরি
হতে
চলেছে।
৩।
সম্প্রতি
এশিয়া বার্ষিক সন্মেলন ২০২১ –এর জন্য ‘Boao Forum’ –এর
উদ্বোধনী
অনুষ্ঠানের
আয়োজন
করা
হয়েছিল
চীনে।
**
৬০
টি
দেশ
থেকে
প্রায়
২৫০০
জন
এই
অনুষ্ঠানে
অংশ
গ্রহণ
করেছিল।
এবছর এটি ২০ তম সংস্করণ।
Theme - A World in Change : Join Hands to Strengthen Global Governance
and Advance Belt and Road Cooperation.
৪।
NASSCOM –এর প্রথম মহিলা Chairperson হিসেবে
সম্প্রতি
নিযুক্ত
হলেন
Rekha Menon.
**
NASSCOM – National Association of
Software and Services Companies.
Founded
– 1 March 1988.
Headquarter
– New Delhi.
৫।
পদ্ম
পুরস্কার
প্রাপক
Indian Islamic Scholar Moulana Wahiduddin khan সম্প্রতি
করোনা
আক্রান্ত
হয়ে
মারা
গেলেন।
**
তিনি
২০০০
সালে
‘পদ্মভূষণ’,
২০০৯
সালে
‘Rajib Gandhi National Sadbhavna Award’ এবং
২০২১
সালে
‘পদ্মবিভূষণ’
পুরস্কার
লাভ
করেন।
৬। সম্প্রতি Poland –এর Kielce তে অনুষ্ঠিত AIBA Youth World Boxing Championship –এ ভারতের হয়ে ৭ জন মহিলা Boxer স্বর্ণ পদক লাভ করলেন।
**
AIBA – International Boxing
Association.
Founded
– 1946.
Headquarter
– Lausanne, Switzerland.
President
– Umar Kremlyov.
৭। প্রতি বছর ২৩ এপ্রিল ‘UN English Language Day’ হিসেবে পালন করা হয়।
**
২৩
এপ্রিল
উইলিয়াম
শেক্সপিয়রের
জন্ম
এবং
মৃত্যু
তিথি,
তাঁকে
শ্রদ্ধা
জানাতেই
দিন
টি
পালন
করা
হয়।
৮।
সম্প্রতি
বাংলাদেশ
Covid-19 পরিস্থিতি
থেকে
দ্রুত
পুনরুদ্ধার
এবং
কর্মসংস্থানে
সহায়তার
জন্য
World Bank –এর সাথে
২৫০
মিলিয়ন
ডলারের
চুক্তি
স্বাক্ষর
করল।
** Prime Minister – Sheikh Hasina.
President
– Abdul Hamid.
Capital
– Dhaka.
Currency
– Taka.
সম্প্রতি
২০২১
সালের
২৬ শে মার্চ বাংলাদেশ
তাদের
৫০ তম স্বাধীনতা
দিবস
পালন
করল।
বাংলাদেশের ঢাকা এবং পশ্চিমবঙ্গের জলপাইগুরি কে রেলপথে
একত্রে
সংযুক্ত
করার
জন্য
মিতালী এক্সপ্রেসের ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ
প্রথম
Transgender News Reporter – Tashnuva Anan Shishir কে
নিয়োগ
করল।
সম্প্রতি
ভারত
(ত্রিপুরা)
ও
বাংলাদেশের
মধ্যে
ফেনি নদীর উপর তৈরি হওয়া ‘মৈত্রী সেতু’ –র
উদ্বোধন
করা
হল।
পাবনা
জেলায়
পদ্মা
নদীর
পারে
রূপপুরে
বাংলাদেশের প্রথম Nuclear Power Plant ‘Rooppur
Nuclear Power Plant’ তৈরি
করা
হচ্ছে।
২০২০ সালের Gandhi
Peace Prize পেলেন
– বাংলাদেশের
Bangabandhu Sheikh Mujibur Rahaman.
৯।
সম্প্রতি
অষ্ট্রেলিয়া
রাষ্ট্রীয়
হিতের
কারণে
চীন
–এর
‘Belt and Road Initiative’ (BRI) থেকে সরে দাঁড়ালো।
** Capital of China – Beijing.
Largest City – Shanghai.
President – Xi Jinping.
১০।
আমেরিকা
যুক্তরাষ্ট্রের
Associate Attorney General হিসেবে
সম্প্রতি
নিযুক্ত
হলেন
ভারতীয়
বংশোদ্ভূত
Vanita Gupta.
** বিচার বিভাগে এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ।
১১।
সম্প্রতি
Hero MotoCorp তাইওয়ানের Gogoro –র সাথে ইলেকট্রিক
স্কুটার
এবং
Battery Swapping Station –এর
জন্য
চুক্তি
স্বাক্ষর
করল।
**
Hero MotoCorp Founded – 1984.
Headquarter of Hero MotoCorp
– New Delhi.
Founder of Hero MotoCorp
– Brijmohan Munjal.
Chairman/MD/CEO of Hero
MotoCorp –Pawan Munjal.
Gogoro Founded
– 2011.
Headquarter of Gogoro
– Guishan, Taiwan.
Founder of Gogoro
– Horace Luke, Matt Taylor.
CEO of Gogoro
– Horace Luke.
President of Taiwan
– Tsai Ing-wen.
Capital of Taiwan
– Taipei.
Currency of Taiwan
– New Taiwan Dollear.
সমলৈঙ্গিক বিবাহ কে মান্যতা
দেওয়া
প্রথম এশিয়ান দেশ তাইওয়ান।
সম্প্রতি
তাইওয়ানে
‘Freedom Pineapple’ অভিযান
শুরু
হয়েছে।
১২।
প্রতি
বছর
২৩
এপ্রিল
‘World Copyright Day’ হিসেবে
পালন
করা
হয়।
**
Theme (2021) – To share a story.
স্বনির্ভর
বা
পেশাদারী
লেখকদের
সন্মান
জানাতে
প্রতি
বছর
এই
দিনটি
পালন
করা
হয়।
১৩।
সম্প্রতি
Nelson Mandela World Humanitarian Award 2021
পেলেন
Rumana Sinha Sehgal.
**
তিনি
সম্প্রতি
‘International Influencer of the Year Award 2021’ –এ সন্মানিত
হয়েছেন।
Nelson Mandela was the frist black President of South Africa (1994 - 1999).
১৯৯০ সালে নেলসন ম্যান্ডেলা ১৯৯০ সালে 'ভারতরত্ন', ১৯৯২ সালে 'Nishan-e-Pakistan' এবং ১৯৯৩ সালে 'নোবেল পুরস্কার' লাভ করেন।
১৪।
রাজস্থান সরকার সম্প্রতি
সরকারি
চাকরির
ক্ষেত্রে
অর্থনৈতিকভাবে
দুর্বল
সম্প্রদায়
কে
সর্বাধিক
বয়সের
ছাড়
দেওয়ার
কথা
ঘোষণা
করল।
** ১৯৪৯ সালের ৩০ শে মার্চ রাজস্থান
রাজ্যের
গঠন
করা
হয়।
পূর্বে
রাজস্থানের
নাম
ছিল
– রাজপুতানা।
রাজস্থান
ভারতের সবচেয়ে বড় রাজ্য।
রাজস্থান
দেশের
প্রথম
রাজ্য
হিসেবে
সকল
রাজ্য
বাসীর
জন্য
বিনামূল্যে স্বাস্থ্যবীমা সুবিধা
চালু
করল।
ভরতপুর
কে
রাজস্থানের
প্রবেশদ্বার
বলা
হয়।
ভারতের
প্রথম
Organ Donar Memorial স্থাপন
করা
হয়েছে
রাজস্থানের
জয়পুরে।
জয়পুর
কে
২০১৯
সালে
‘World Heritage Site’ –এর
অন্তর্ভুক্ত
করা
হয়।
রাজস্থানে
দেশের
প্রথম
Biofuel Policy লাগু
করা
হয়।
সম্প্রতি
রাজস্থানের
মুখ্যমন্ত্রী
Ashok Gehlot ‘মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা’ লঞ্চ করলেন।
RajCop Citizens app,
e-Learning Platform সম্প্রতি
রাজস্থানে
লঞ্চ
করা
হয়েছে।
Chief Minister
- Ashok Gehlot.
Governor - Kalraj
Mishra.
Capital – Jaipur.
National Park
– Ranthambhore
National Park (1980), Keoladeo Ghana National Park (1981), Sariska National
Park (1992), Desert National Park (1992), Mukundra Hills National Park (2006).
Dance Forms – Ghumar, Chakri, Ganagor, Jhulan Leela, Jhuma,
Suisini, Ghapal, Kalbeliya.
Traditional Sarees - Kota saree, Lehariya
saree.
১৫।
খ্যাতনামা
কাওয়ালি
গায়ক
Farid Sabri সম্প্রতি মারা
গেলেন।
**
‘Ek mulakat zaruri hai sanam’, ‘Der nah o jaye kahin der nah o jaye’ কালজয়ী
গানগুলির
জন্য
তিনি
বিশেষভাবে
পরিচিতি
লাভ
করেছিলেন।

