Type Here to Get Search Results !

23 May Current Affairs in Bengali

 Daily Current Affairs in Bengali

23 May Current Affairs in Bengali :

১। সম্প্রতি DRDO Covid-19 অ্যান্টিবডি সনাক্তকরণ কিটDIPCOVAN’ –এর বিকাশ করল।

** Founded – 1958.

Headquarter – New Delhi.

Chairman – Dr G Satheesh Reddy.

 

২। FIFA U-17 Women’s World Cup 2022 অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হবে।

** প্রথম U-17 Women’s World Cup অনুষ্ঠিত হয় ২০০৮ সালে।

২০১৮ সালে U-17 Women’s World Cup অনুষ্ঠিত হয় উরুগুয়ে তে এবং জয় লাভ করে স্পেন।

FIFA – International Federation of Association Football.

Founded – 21 May 1904.

Headquarter – Zurich, Switzerland.

President – Gianni Infantino.

Secretary General – Fatma Samoura.

 

৩। সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার অক্সিজেনের প্রয়োজনীয়তা পূরণের জন্যMission Oxygen Self-Relianceপ্রকল্প লঞ্চ করল।

** মুম্বায়ে ভারতের প্রথম সমুদ্রের নীচ দিয়ে টানেল তৈরি করা হচ্ছে।

সম্প্রতি মহারাষ্ট্রের কৃষকেরাFresh Fruit Cake Movementশুরু করল।

মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত সিন্ধুদুর্গ জেলার আম্বালি কে ‘বায়ো ডাইভারসিটি হেরিটেজ সাইট’ –এর মর্যাদা প্রদান করা হল।

ভারতের প্রথমLNG storage & regasification unitমহারাষ্ট্রে স্থাপন করা হচ্ছে।

Chief Minister - Uddhav Thackeray.

Governor - Bhagat Singh Koshyari.

Capital – Mumbai.

National ParkTadoba National Park (1955), Gugamal National Park (1975), Nawegaon National Park (1975), Pench (Jawaharlal Nehru) National Park (1975), Sanjay Gandhi (Borivali) National Park (1983), Chandoli National Park (2004).

Dance Forms Lavani, Nakata, Koli, Lezim, Gafa, Dahikala Dasavtar or Bohada.

Traditional Sarees – Paithani saree.

 

৪। প্রতি বছর ২৩ মেWorld Turtle Dayহিসেবে পালন করা হয়।

 

৫। ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন শিব সুন্দর দাস

 

৬। মহারাষ্ট্রের পালগড়ের GI tag প্রাপ্ত চীকু (Chiku) – লোকপ্রিয়তা বাড়ানোর জন্য সম্প্রতি এটি ব্রিটেনে রপ্তানি করা হল।

** কর্ণাটকে সবচেয়ে বেশি পরিমান চীকু উৎপাদন করা হয় এবং দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র।

 

৭। রিলাইন্স জিও কোম্পানি সম্প্রতি ভারত কেন্দ্রিক সবচেয়ে বড় আন্তরাষ্ট্রীয়সাবমরীন কেবল সিস্টেমনির্মান করছে।

** Reliance Jio Founded – 15 February 2007.

Founder & Chairman – Mukhes Ambani.

Headquarter – Mumbai.

MD – Sandip Das.

 

৮। সম্প্রতি Hero Group Hero Viredনামে একটি নতুন শিক্ষামূলক প্রযুক্তি লঞ্চ করল।

** ‘Hero Vired’ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যেমন – Massachusetts Institute of Technology (MIT) এবং Singularity University –এর সাথে অংশীদারিত্ব করেছে।

Hero Group Founded – 19 January 1984.

Founder – Brijmohan Lall Munjal.

MD & CEO – Pawan Munjal.

Headquarter – New Delhi.

 

৯। প্রতি বছর ২২ মে দিনটি কে United Nation ‘International Day for Biological Diversityহিসেবে পালন করে।

** Theme (2021) – We’re part of the solution.

 

১০। Microsoft ২০২২ সালের ১৫ জুন তার Internet Explorer (IE) Browser কে রিটায়ার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

** Internet Explorer (IE) Browser ১৯৯৫ সালে লঞ্চ করা হয়।

 

১১। সম্প্রতি IDBI Bank MSME এবং কৃষি ক্ষেত্রের জন্য সম্পূর্ণ ডিজিটাল Loan Processing System (LPS) লঞ্চ করল।

** IDBI Bank Founded – 1 July 1964.

Headquarter – Mumbai.

Chairman – M R Kumar.

MD & CEO – Rakesh Sharma.

 

১২। সম্প্রতি RBI কেন্দ্র সরকার কে ৯৯,১২২ কোটি টাকা হস্তান্তরিত করার মঞ্জুরি প্রদান করল।

** RBI Established – 1 April 1935.

Headquarter – Mumbai.

Governor – Shaktikanta Das.

 

১৩। দিল্লী সরকার সম্প্রতি করোনা মহামারী তে পিতা মাতা হারানো শিশুদের মাসে ২৫০০ টাকা প্রদান করার কথা ঘোষণা করল।

** দিল্লীতে ভারতের সবচেয়ে বড় কিডনি ডায়ালাইসিস হসপিটাল চালু করা করল।

ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক দিল্লীতেই শুরু হয়।

দিল্লী সরকার বাড়িতে রেশন পৌঁছে দিতে ‘ঘর ঘর রেশন’ যোজনা শুরু করল।

Samsung কোম্পানি দিল্লী (Delhi Technological University) তে তাদের Innovation Lab স্থাপন করল।

দিল্লী সরকার DTU (Delhi Technical University) -এর সহযোগিতায় স্কুল শিক্ষার্থীদের জন্য 'Lab on Wheels' প্রকল্পের শুভারম্ভ করল।

IIT Delhi ICMR এর সহযোগিতায় ঘণ্টায় ডেঙ্গু নির্ণয়ের উপকরণ তৈরি করল।

Chief Minister - Arvind Kejriwal.

Lt. Governor – Anil Baijal.

 

১৪। প্রতি বছর ১৭ থেকে ২৩ মে পর্যন্তUnited Nation Global Safety Weekপালন করা হয়।

** Theme (2021) – Streets for Life.

 

১৫। সম্প্রতি অভিনেত্রী নীনা গুপ্তার আত্মজীবনীসচ কহু তো১৪ জুন প্রকাশিত হবে।

 

১৬। বর্তমান সময় পর্যন্তপ্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা’ – অন্তর্গত মোট ২২ টি AIIMS স্থাপনে মঞ্জুরি প্রদান করা হয়েছে।

**প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনাশুরু হয় ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপায়ীর আমলে।

এখন পর্যন্ত টি AIIMS সম্পূর্ণরূপে তৈরি হয়েছে এবং ১৬ টি AIIMS নির্মানাধীন।

 

১৭। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ীস্মার্ট সিটি মিশনপ্রকল্পগুলি বাস্তবায়নে ঝাড়খণ্ড রাজ্য প্রথম স্থান অধিকার করেছে।

** দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান।

Ministry of New Housing and Urban Affairs এই ্যাঙ্কিং প্রকাশ করে।

ঝাড়খণ্ড Sohrai, Kohvar Art form –এর জন্য GI Tag লাভ করেছে।

নীলাম্বর পীতাম্বর জল সমৃদ্ধি যোজনা’ ঝাড়খণ্ডে শুরু করা হয়েছে।

ঝাড়খণ্ড রাজ্য সরকার প্রাইভেট সেক্টরে রাজ্যবাসীর জন্য ৭৫% সংরক্ষণ বিল পাস করল।

সম্প্রতি Archaeological Survey of India (ASI) ঝাড়খণ্ডে (Sitagadhi Hills – জুলজুল পাহাড়ের নীচে) বৌদ্ধ মঠের সন্ধান পেয়েছে।

সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সরকার অপুষ্টি মোকাবিলার জন্য SAMAAR অভিযান শুরু করল।

Chief Minister - Hemant Soren.

Governor - Droupadi Murmu.

Capital – Ranchi.

National ParkBetla National Park (1986).

Dance Forms Alkap, Karma Munda, Agni, Jhumar, Janani Jhumar, Mardana Jhumar, Paika, Phagua,Hunta Dance, Mundari Dance, Sarhul, Barao, Jhitka, Danga, Domkach, Ghora Naach.

 

১৮। সম্প্রতি ICMR Home Testing Covid-19 Kit ‘Coviselfকে মঞ্জুরি প্রদান করল।

** ‘Coviself Kit’ টি তৈরি করেছে Pune-based Mylab কোম্পানি।

এই কিটের দ্বারা বাড়িতেই মাত্র ১৫ মিনিটে কোভিড টেস্ট করা যাবে।

ICMR – Indian Council of Medical Research.

Established – 1911 (as IRFA), 1949 (Renamed as ICMR).

Headquarter – New Delhi.


File Details :

File Format : PDF

No of Pages : 4

Click Here to Download



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad