Type Here to Get Search Results !

24 May Current Affairs in Bengali

 Daily Current Affairs in Bengali

24 May Current Affairs in Bengali :

১। সম্প্রতি NASA বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী Astronomy Telescope ‘James Webb Space Telescopeবিকশিত করল।

** NASA – National Aeronautics and Space Administration.

Founded – 29 July 1958.

Headquarter – Washington DC.

Administrator – Bill Nelson.

 

২। সম্প্রতি SBI AI-powered video banking solution –এর দ্বারা Online Account Opening –এর জন্য HyperVergeএর সাথে অংশীদারিত্বের ঘোষণা করল।

** এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হল এজেন্ট হিসেবে প্রতিদিন ১০ গুণ অ্যাকাউন্ট খোলা।

SBI Founded – 1 July 1955.

Headquarter – Mumbai.

Chairperson – Dinesh Kumar Khara.

 

৩। সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী Tirath Singh Rawat Vatsalya Yojana’ – ঘোষণা করলেন।

** করোনা মহামারী তে পিতা মাতা হারানো অনাথ শিশুদের জন্য এই যোজনা টি শুরু করার কথা ঘোষণা করা হল।

এই যোজনার আওতায় সরকার ২১ বছর পর্যন্ত সেই সকল শিশুদের রক্ষণাবেক্ষণ, শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং তাদের রক্ষণাবেক্ষণ হেতু প্রতি মাসে ৩০০০ টাকা প্রদান করা হবে।

 

৪। সম্প্রতি FIHএর President পদে পুনরায় নির্বাচিত হলেন Dr Narinder Dhruv Batra.

** এশিয়ার একমাত্র ব্যক্তি হিসেবে তিনি FIH –এর President পদে নির্বাচিত হয়েছেন।

তিনি বেলজিয়ামের Marc Coudron কে হারিয়ে পুনরায় এই পদে নির্বাচিত হলেন।

FIH – International Hockey Federation.

Formation – 7 January 1924.

Headquarter – Lausanne, Switzerland.

CEO – Thierry Well.

 

৫। সম্প্রতি নিউইয়র্কে পাবলো পিকাসোর আঁকাWomen Sitting by a Window Marie-Thereseছবি টি ১০৩. ডলারে বিক্রি হল।

 

৬। - গোলে Valladolid কে হারিয়ে 'La Liga 2020-21' খেতাব জয় লাভ করল Atletico Madrid.

** Atletico Madrid এই নিয়ে মোট ১১ বার লা লিগার খেতাব জয় লাভ করল।

টুর্নামেন্ট সবথেকে বেশি ৩০টি গোল করেন লিওনেল মেসি।

 

৭।  পরমানু শক্তি কমিশনের (Atomic Energy Commission) প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন।

** ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন।

২০০৫ সাল থেকে তিনিভাবা পরমানু গবেষণা কেন্দ্র’ –এর অধিকর্তা হিসেবে বছর দায়িত্ব পালন করেন।

১৯৮৯ সালে তিনিশান্তি স্বরুপ ভাটনাগরপুরষ্কার লাভ করেন।

২০০৫ সালে তিনিপদ্মশ্রীসন্মানে সন্মানিত হন।

 

৮। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার NMMSঅ্যাপ লঞ্চ করলেন।

** NMMS – National Mobile Monitoring Software.

গ্রাম্য এলাকায় ১০০ দিনের কাজ সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য এই অ্যাপ টি  লঞ্চ করা হল।

 

৯। সম্প্রতি ভারতীয় হকি দলের গোলকিপার PR Sreejesh FIH (International Hockey Federation) Athletes কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হলেন।

 

১০। সম্প্রতি দূরদর্শনDD Internationalনামে একটি নতুন চ্যানেল লঞ্চ করল।

** Doordarshan Launch Date – 15 September 1959.

Headquarter – New Delhi.

CEO – Sandip Sinha.

Motto – Satyam Shivam Sundaram.


File Details :

File Format : PDF

No of Pages : 2

Click Here to Download



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad