15 January Current Affairs in Bengali:
১। প্রতি বছর ১৫ ই জানুয়ারি দিন টি ‘আর্মি
ডে’ হিসেবে পালন করা হয়।
** ১৯৪৯ সালের ১৫ ই
জানুয়ারি শেষ ব্রিটিশ কম্যান্ডার – ইন – চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট
জেনারেল কে এম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
কে এম কারিয়াপ্পার স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান। ১৯৪৯ সালের সেই দিন
থেকেই ১৫ জানুয়ারি ‘আর্মি ডে’ হিসেবে পালন করা হয়।
১৮৯৫ সালের ১লা এপ্রিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতীয় সেনাবাহিনী
তৈরি হয়। তখন নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। স্বাধীনতার পর তা ইন্ডিয়ান আর্মি নামে
পরিচিতি পায়।
২। নেতাজী সুভাষচন্দ্র বসু কে সন্মান
জানিয়ে কেন্দ্র সরকার সম্প্রতি ঘোষণা করল এই বছর ২৩ শে জানুয়ারি থেকেই ‘সাধারণতন্ত্র দিবস’ পালন করা হবে।
** প্রসঙ্গত এতদিন
২৪ সে জানুয়ারি থেকে ‘সাধারণতন্ত্র দিবস’ –এর অনুষ্ঠান শুরু হত।
তবে ২৩ সে জানুয়ারি দিনটিকে কেন্দ্র সরকার ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করে
থাকে।
৩। Shersingh Khyalia সম্প্রতি Adani Power –এর পরবর্তী CEO
হিসেবে নিযুক্ত হলেন।
** Founded – 22 August 1996.
Headquarter – Ahmedabad,
Gujarat.
Chairman – Goutam Adani.
৪। মায়া অ্যাঞ্জেলা প্রথম কৃষ্ণাঙ্গ
মহিলা হিসেবে মার্কিন মুদ্রায় স্থান পেলেন।
৫। ইউনাইটেড কিংডম –এ সম্প্রতি মানব
দেহে প্রথম ‘Avain Flu’ –র সন্ধান পাওয়া গেল।
৬। মীরাবাঈ চানু সম্প্রতি মণিপুর পুলিশে Additional
SP হিসেবে নিযুক্ত হলেন।
৭। সংস্কৃতি প্রতিমন্ত্রী Meenakashi Lekhi সম্প্রতি উত্তর-পূর্ব
রাজ্যগুলির সংস্কৃতির প্রচারের জন্য নয়া দিল্লিতে ‘North East on Wheels Expedition’ –এর সূচনা করলেন।
** ‘আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন উপলক্ষে এই বছর ৮ থেকে ১৬ ই এপ্রিলের মধ্যে
বাইক অভিযানের সময় নির্ধারণ করা হয়েছে৷
এই বাইক অভিযানটি পর্যটন মন্ত্রণালয়ের ‘Dekho Apna Desh’
উদ্যোগকেও প্রচার করবে।
এই অভিযানে অংশগ্রহণকারী ৭৫ জন বাইকার সারা দেশ থেকে বাছাই
করা হবে এবং ৬ টি দলে উত্তর-পূর্ব অঞ্চলে প্রায় ৯০০০ কিলোমিটার কভার করবে।
৮। বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্প্রতি ২০ তম ‘Dhaka
International Film Festival’ –এর সূচনা হল।
** ১৫ থেকে ২৩ শে জানুয়ারির মধ্যে ঢাকার বিভিন্ন ভেন্যুতে এই চলচ্চিত্র
উৎসবে ৭০ টি দেশের ১০ টি বিভাগের অধীনে ২২৫ টি চলচ্চিত্র প্রদর্শিত
হবে।
৯। NIRAMAI Health Analytix Pvt Ltd এবং
InnAccel Technologies Pvt Ltd যৌথভাবে সম্প্রতি
‘Global Women’s Health Tech Awards’ লাভ করল।
** মহিলাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার উন্নতির জন্য প্রযুক্তি ব্যবহার কারনে
উদ্ভাবনী স্টার্ট –আপগুলিকে এই পুরস্কার প্রদান করা হয়।
১০। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Paytm
Payments Bank Ltd (PPBL) ভারতের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল
UPI beneficiary bank.
** এটি এক মাসে ৯২৬ মিলিয়নেরও বেশি UPI লেনদেনের
ল্যান্ডমার্ক অর্জনকারী দেশের প্রথম সুবিধাভোগী ব্যাঙ্ক।
PPBL Headquarter – Noida, Uttar
Pradesh.
Chairman – Vijay Shekhar Sharma.
MD and CEO – Satish Kumar
Gupta.
১১। ভারত সম্প্রতি শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার
সঙ্কট কাটিয়ে উঠতে এবং খাদ্য আমদানিতে সাহায্য করার জন্য সম্প্রতি ৯০০ মিলিয়ন মার্কিন
ডলার ঋণের আর্থিক সহায়তা ঘোষণা করল।
** Capital of Sri Lanka – Sri
Jayawardenepura Kotte (Legislative), Colombo (Executive & Judicial).
President – Gotabaya
Rajapaksa.
Prime Minister –
Mahinda RAjapaksa.
Currency – Sri Lankan
Rupee.
১২। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) সাপ্তাহিক
তথ্য অনুযায়ী ৭ ই জানুয়ারি ২০২২ -এ ভারতের বৈদেশিক
মুদ্রা ৮৭৮ মিলিয়ন ডলার কমে বর্তমানে USD ৬৩২.৭৩৬ বিলিয়ন।
To join our FB page CLICK HERE.