Type Here to Get Search Results !

16 January Current Affairs in Bengali

Current affairs || Daily current affairs || 16th January Current Affairs || Current Affairs in Bengali || 16th January Current Affairs in Bengali || 16 January  current affairs in bengali ||

16 January Current Affairs in Bengali:


১। প্রতি বছর ১৪ জানুয়ারি দিন টি 'Armed Forces Veterans’ Day’ হিসেবে পালন করা হয়।

** ২০১৭ সাল থেকে এই দিন টি পালন করা হচ্ছে।

২০১৭ সালের পূর্বে দিন টি 'যুদ্ধ বিরাম দিবস' হিসেবে পালন করা হত।

 

২। এই বছর ১৫ ই জানুয়ারি দিন টি ‘Indian Meteorological Department’ –এর ১৪৭ তম স্থাপনা দিবস হিসেবে পালন করা হল।

** দিনটি আর্থ সায়েন্স মন্ত্রকের দ্বারা পালিত হয়ভারতীয় আবহাওয়া বিভাগ আর্থ সায়েন্স মন্ত্রকের অধীনে কাজ করে।

Indian Meteorological Department Formed – 1875.

Headquarter – New Delhi.

Director General – Dr. Mrutyunjay Mohapatra.

 

৩। ভারতের ক্রমবর্ধমান স্টার্টআপ ইকোসিস্টেম কে উৎসাহ যোগানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ঘোষণা করলেন এই বছর থেকে ১৬ ই জানুয়ারি দিনটিকে ‘জাতীয় স্টার্টআপ দিবস’ হিসেবে পালন করা হবে।

** ২০১৬ সালের ১৬ ই জানুয়ারি দিল্লীর বিজ্ঞান ভবনে ‘Startup India’ ক্যাম্পেইন –এর সূচনা করা হয়েছিল। যার মূল উদ্দেশ্যই ছিল দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নতি ঘটানো।

 

৪। ভারতের প্রথম 'স্যানিটারি-ন্যাপকিন মুক্ত' পঞ্চায়েত হতে চলেছে কোচিনের কুম্বলাঙ্গি গ্রাম।

** এই পদক্ষেপটি 'Avalkayi' উদ্যোগের একটি অংশ।

এই উদ্যোগের অধীনে কুম্বলাঙ্গি গ্রামে ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের Menstrual Cups বিতরণ করা হবে।

 

৫। শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার সম্প্রতি (১২ ই জানুয়ারি ২০২২) ভার্চুয়াল ভাবে 'স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার' (SVP) ২০২১ – ২০২২ এর ঘোষণা করলেন।

** সমগ্র শিক্ষা যোজনার অধীনে এই বছর পুরস্কারের অর্থ স্কুল প্রতি ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬০,০০০ টাকা করা হয়েছে।

 

৬। বিশ্বব্যাঙ্ক সম্প্রতি (১১ ই জানুয়ারি ২০২২) Global Economic Prospectsরিপোর্ট প্রকাশ করল।

** প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বব্যাপী অর্থনৈতিক বৃদ্ধির হার ২০২২ সালে ৪.১% এবং ২০২৩ সালে ৩.২% -এ নেমে আসবে, যা ২০২১ সালে ছিল ৫.৫%।

 

৭। সাত বছর পর ভারতীয় জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি

** ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে তিনি প্রথম জাতীয় দলের নেতৃত্ব দেন।

 

৮। ISRO সম্প্রতি সফলভাবে গগনযান রকেটের জন্য ক্রায়োজেনিক ইঞ্জিন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল।

** ISRO established – 15 August 1969.

Headquarter – Bengaluru, Karnataka.

Chairman and Space Secretary – Dr S Somanath.

 

৯। All India Sports Council of the Deaf (AISCD) সম্প্রতি International Committee of Sports for the Deaf (ICSD) –এর কাছ থেকে প্রথম বিশ্ব বধির T20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩ আয়োজনের অনুমোদন লাভ করল।

** প্রথম বিশ্ব বধির T20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩ হোস্ট করবে ভারত।

ICSD Founded 1924.

Headquarter Maryland, USA.

President Rebecca Adam.

 

১০। আসাম সরকার সম্প্রতি ওরাং জাতীয় উদ্যান (Orang National Park) বিস্তারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

** এই পার্কটি তিনবারে সম্প্রসারণ করা হবে।

আসাম ওরাং জাতীয় উদ্যানে ২০০.৩২ বর্গকিলোমিটার এলাকা যোগ করবে। সংযুক্ত করা হবে ব্রহ্মপুত্র নদী অন্তর্ভুক্ত এলাকা

 

১১। ভারতের তরুণ ব্যাডমিন্টন প্লেয়ার লক্ষ্য সেন সম্প্রতি ‘ওপেন ব্যাডমিন্টন’ (India Open Men’s Singles Title 2022) টুর্নামেন্ট জিতলেন।

** লক্ষ্য সেনই হলেন প্রথম ভারতীয় যিনি অভিষেকেই কোনও ইন্ডিয়ান ওপেন খেতাব জিতলেন।

ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনালে তিনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিয়ান ইউ –কে স্ট্রেট সেটে হারিয়ে তিনি এই খেতাব জিতলেন।

 

১২। রাশিয়ান প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি একটি নতুন Tupolev Tu-160M নামে একটি বোমারু বিমানের ​​উন্মোচন করল।

** বোমারু বিমান টি ‘White Swan’ নামেও পরিচিত।

বোমারু বিমান টি একরারের জ্বালানি তে ১৪,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

এটি একটি সুপারসনিক বোমারু বিমান।

এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী Mach 2+ সামরিক বোমারু বিমান।



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad