Type Here to Get Search Results !

18 January Current Affairs in Bengali

Current affairs || Daily current affairs || 18th January Current Affairs || Current Affairs in Bengali || 18th January Current Affairs in Bengali || 18 January  current affairs in bengali ||

18 January Current Affairs in Bengali:


১। হিমাচল প্রদেশেলাহৌল স্পিতি জেলার কাজার আইস স্কেটিং রিঙ্কে সম্প্রতি মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর নবম 'মহিলা জাতীয় আইস হকি চ্যাম্পিয়নশিপ ২০২২' -এর উদ্বোধন করলেন।

** রাজ্যে প্রথমবার জাতীয় স্তরে আইস হকি প্রতিযোগিতা ও উন্নয়ন শিবিরের আয়োজন করা হচ্ছে।

 

২। ভারত সরকার ভাইরাসের বিরুদ্ধে দেশের জাতীয় টিকাদান কর্মসূচির প্রথম বার্ষিকী উপলক্ষে রবিবার কোভিড -19 টিকাদানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করল।

** এই স্মারক ডাকটিকিট টি কোভিড মহামারী থেকে জনগণকে রক্ষা করার জন্য প্রথম সারির স্বাস্থ্যসেবা কর্মী এবং সারা দেশে বৈজ্ঞানিক সম্প্রদায়ের দ্বারা করা উল্লেখযোগ্য কাজকে নির্দেশ করে তাদের জন্য উৎসর্গকৃত।

 

৩। মহারাষ্ট্রের লাবণী শিল্পী সুমিত ভালে (Sumit Bhale) সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত 'আন্তর্জাতিক লোকশিল্প উৎসব' (International Folk Art Festival) -এ স্বর্ণপদক জিতলেন।

 

৪। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে World Economic Forum’s (WEF’s) Davos Agenda Summit 2022’ -এ অংশ গ্রহণ করলেন।

** Theme of the event – “The State of the World”.

 

৫। ওড়িশার সমাজকর্মী এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শান্তি দেবী সম্প্রতি ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন।

** তিনি ‘Lugdi Devi’ নামেও পরিচিত ছিলেন।

তিনি ২০২১ সালের ৯ ই নভেম্বর রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছ থেকে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী পুরস্কার’ লাভ করেন।

 

৬। ভারতের নবদীপ কৌর (Navdeep Kaur) লাস ভেগাসে (Las Vegas) –এ অনুষ্ঠিত 'Mrs World 2022 Pageantপ্রতিযোগিতায় 'Best National Costumeপুরস্কার জিতলেন।

** "আভান্ট গার্ডে" পোশাকটি কুন্ডলিনী চক্র দ্বারা অনুপ্রাণিত, যা "মুকুটের মধ্য দিয়ে গোড়া থেকে মেরুদণ্ড পর্যন্ত শরীরের চক্রগুলিতে শক্তির গতিবিধির প্রতীক"।

 

৭। সম্প্রতি ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক মনোনীত হলেন গোলরক্ষক সবিতা পুনিয়া

** তিনি আসন্ন মহিলা এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন।

 

৮। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে Unmukt Chand আসন্ন ‘Men’s Big Bash Leagua’ –এ অংশ গ্রহণ করবেন।

** তিনি Melbourne Renegades টীমের হয়ে খেলবেন।

তিনি U19 World Cup জয়ী দলের অধিনায়ক ছিলেন। ২০১২ সালে তার নেতৃত্বে অনুর্ধ ১৯ দল বিশ্বকাপ জেতে।

 

৯। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে একটি হাইওয়ের অনুমোদন প্রদান করলেন।

 

১০। মিতালি রাজ সম্প্রতি Jacob’s Creek –এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন।

 

১১। ভারত সম্প্রতি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ভিত্তিক ই – পাসপোর্ট চালু করল।

 

১২। প্যারা অলিম্পিয়ান কমলা কান্ত নায়ক (Kamala Kanta Nayak) সম্প্রতি Wheelchair –এ ২৪ ঘণ্টায় ২১৫ কিমি পথ অতিক্রম করে Guinness World Record করলেন।

** এর পূর্বে  এই রেকর্ড টি ছিল পর্তুগালের Mario Trinidad –এর নামে। তিনি ২২ ঘণ্টায় ১৮২.৪ কিমি পথ অতিক্রম করে এই রেকর্ড টি করেছিলেন।

 

১৩। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী Toshiki Kaifu সম্প্রতি ৯১ বছর বয়সে প্রয়াত হলেন।

** তিনি ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Capital of Japan – Tokyo.

Prime Minister – Fumio Kishida.

Currency – Japanese yen.

 

১৪। মালির প্রাক্তন প্রেসিডেন্ট Ibrahim Boubacar Keita সম্প্রতি মারা গেলেন।

** Capital of Mali – Bamako.

Acting President – Assimi Goita.

Acting Prime Minister – Choguel Kokalla Maiga.

Currency – West African CFA franc.

 

১৫। সম্প্রতি ‘Sydney Tennis Classic’ Men’s Single খেতাব জয় লাভ করলেন রাশিয়ার Aslan Karatsev.

** তিনি Andy Murray কে হারিয়ে এই খেতাব লাভ করলেন।


To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad