Type Here to Get Search Results !

19 January Current Affairs in Bengali

Current affairs || Daily current affairs || 19th January Current Affairs || Current Affairs in Bengali || 19th January Current Affairs in Bengali || 19 January  current affairs in bengali ||

19 January Current Affairs in Bengali:


১। প্রতি বছর ১৯ শে জানুয়ারি দিনটি কে National Disaster Response Force (NDRF) তাদের ‘Raising Day’ হিসেবে পালন করে।

** এই বছর NDRF তার ১৭ তম উত্থাপন দিবস পালন করল।

Director Generals of NDRF – Atul Karwal.

 

২। 'পদ্মশ্রী পুরস্কার' প্রাপক কিংবদন্তি বাংলা কমিক্স শিল্পী, লেখক এবং চিত্রকর নারায়ণ দেবনাথ ৯৭ বছর বয়সে সম্প্রতি (১৮ ই জানুয়ারি ২০২২) প্রয়াত হলেন।

** তিনি “হাঁদা ভোঁদা” (১৯৬২), “বাঁটুল দি গ্রেট” (১৯৬৫) এবং “নন্টে ফন্টে” (১৯৬৯) -এর মতো জনপ্রিয় বাংলা কমিকের স্রষ্টা।

তিনি “হাঁদা ভোঁদা” কমিক্স সিরিজের জন্য একজন শিল্পী দ্বারা দীর্ঘতম - চলমান কমিকসের রেকর্ড টি তাঁর ঝুলিতেই রয়েছে। যা একটানা ৬০ বছর পূর্ণ করেছে।

 

৩। Narendra Kumar Goenka সম্প্রতি Apparel Export Promotion Council (AEPC) –এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন।

** এর পূর্বে এই পদে ছিলেন Dr A Sakthivel.

AEPC Established – 1978.

Headquarter – Gurgaon.

 

৪। ভারত সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা ‘AFC Women’s football Asian Cup 2022’ হোস্ট করবে।

** জাপান বর্তমান মহিলা এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ২০১৮ সালে তারা এই টুর্ণামেণ্ট জিতেছিল।

২০ ই জানুয়ারি থেকে মুম্বাই, নাভি মুম্বাই এবং পুনে তে এই চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হবে।

 

৫। Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) ভার্চুয়াল ভাবে প্রথমবার Startup India Innovation Week’ পালন করল।

** ১০ থেকে ১৬ ই জানুয়ারি ‘Startup India Innovation Week’ হিসেবে পালন করা হল।

সপ্তাহটি ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর 'আজাদি কা অমৃত মহোৎসব' স্মরণ করে এবং ভারত জুড়ে উদ্যোক্তাতার বিস্তার এবং গভীরতা প্রদর্শন করতে পালন করা হল।

 

৬। এই বছর ফেব্রুয়ারি মাসে চন্দ্রচূড় ঘোষ –এর লেখা নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনী “Bose: The Untold Story of An Inconvenient Nationalist” প্রকাশিত হবে।

 

৭। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া The Best FIFA Football Awards 2021 –এ ‘Best FIFA Men’s Player’ হলেন Robert Lewandowski (Bayern Munich, Poland).

** মহিলা ফুটবলার হিসেবে এই পুরষ্কার পেলেন Alexia Putellas (Barcelona, Spain).

 

৮। MobiKwik সম্প্রতি Buy Now Pay Later (NBBL) -এর সহযোগিতায় গ্রাহকদের জন্য 'ClickPay' নামে পরিষেবার লঞ্চ করল।

 

৯। দক্ষিণ আফ্রিকা সম্প্রতি তাদের প্রথম 'মেড ইন আফ্রিকা' স্যাটেলাইট উৎক্ষেপণ করল।

 

১০। বার্ধক্যের কারণে Pench Tiger Reserve –এ ২৯ টি শাবকের জন্ম দেওয়া বাঘিনী ‘Collarwali’ সম্প্রতি মারা গেল।

 

১১। মাল্টার খ্রিস্টান ডেমোক্র্যাট Roberta Metsola সম্প্রতি European Union’s parliament –এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

** European Union’s parliament Founded 10 September 1952, Europe.

Headquarters Strasbourg, France.

 

১২। ৬ বার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ভারতীয় তারকা টেনিস প্লেয়ার সানিয়া মির্জা সম্প্রতি তার অবসরের ঘোষণা করলেন।

 

১৩। এই বছরের কলকাতা বই মেলার থিম কান্ট্রি হল বাংলাদেশ


To join our FB page CLICK HERE.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad