Type Here to Get Search Results !

20 January Current Affairs in Bengali

Current affairs || Daily current affairs || 20th January Current Affairs || Current Affairs in Bengali || 20th January Current Affairs in Bengali || 20 January  current affairs in bengali ||

20 January Current Affairs in Bengali:


১। World Economic Forum’s (WEF’s)Davos Agenda Summit 2022-এর সময় কোন দেশ “P3 (Pro-Planet People) Movement” প্রস্তাব করেছিল?

  • ভারত

** ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) দাভোস এজেন্ডা 2022-এ ভারতের জলবায়ু পরিবর্তনের প্রতিশ্রুতির রূপরেখা দিতে “P3 (Pro-Planet People) Movement” চালু করেছেন।

 

২। সিনিয়র আমলা বিক্রম দেব দত্ত কোন সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?

  • এয়ার ইন্ডিয়া

** বিক্রম দেব দত্ত AGMUT (অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল) ক্যাডারের 1993-ব্যাচের আইএএস অফিসার।

 

৩। কোন কেন্দ্রীয় মন্ত্রক সম্প্রতি Climate Hazards and Vulnerability Atlas of India চালু করল?

  • Ministry of Earth Sciences.

 

৪। কোন বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে হিন্দু ধর্ম নিয়ে স্নাতকোত্তর কোর্স শুরু করল?

  • বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

** এই ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করলেন অধ্যাপক ভি কে শুক্লা।

 

৫। কোন দেশর সাংসদদের সর্বসন্মতিক্রমে দেশের রাজধানী পরিবর্তনের বিল পাশ হল?

  • ইন্দোনেশিয়া

** ইন্দোনেশিয়ার রাজধানী উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে জঙ্গল পরিবৃত্ত Borneo দ্বীপে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নতুন এই রাজধানীর নাম দেওয়া হয়েছে ‘নুসানতারা’।

বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জলস্তর বাড়ায় কিছু দশকের মধ্যে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা সমুদ্রে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই ইন্দোনেশিয়া তাদের রাজধানী পরিবর্তন করতে চলেছে।

 

৬। ভারত সম্প্রতি কোন দেশের সাথে বঙ্গোপসাগরে সামুদ্রিক সামরিক মহড়ার অংশীদারিত্ব অনুশীলন সম্পন্ন করল?

  • জাপান

** ভারতের পক্ষ থেকে Indian Naval Ships (INS) শিবালিক এবং আইএনএস কদমাট এবং জাপানের পক্ষ থেকে Japan Maritime Self-Defence Force (JMSDF) -এর জাহাজ  Uraga and Hirado এই সামরিক মহড়ায় অংশ গ্রহণ করে।

 

৭। প্রখ্যাত পরিবেশবিদ এবং Save Silent Valley প্রচারক সম্প্রতি প্রয়াত হলেন, তাঁর নাম কী?

  • অধ্যাপক এম কে প্রসাদ

** তিনি জনপ্রিয় বিজ্ঞান আন্দোলন, ‘Kerala Sasthra Sahithya Parishath’ -এরও নেতৃত্ব দিয়েছিলেন।

 

৮। কোন দুটি সংস্থা সম্প্রতি IBS Intelligence (IBSi) Global FinTech Innovation Awards 2021 for the Best CRM (Customer Relationship Management) System Implementation” জিতল?

  • Axis Bank এবং CRMNEXT Solution.

** Axis Bank Founded – 3 December 1993.

Headquarters – Mumbai.

MD & CEO – Amitabh Chaudhary.

Chairperson – Shri Rakesh Makhija;

Tagline – Badhti Ka Naam Zindagi.

 

৯। সম্প্রতি কোথায় আইকনিক Infinity Bridge আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো যান চলাচলের জন্য খুলে দেওয়া হল?

  • সংযুক্ত আরব আমিরাতের দুবাই তে

** Capital of UAE – Abu Dhabi.

Currency – United Arab Emirates dirham.

President – Khalifa bin Zayed Al Nahyan.

 

১০। Jio প্রথম টেলিকম কোম্পানি হিসেবে সম্প্রতি কোন সংস্থার সাথে মিলিতভাবে UPI AUTOPAY লঞ্চ করল?

  • National Payments Corporation of India (NPCI).

** NPCI Founded – 2008.

Headquarters – Mumbai, Maharashtra.

MD & CEO – Dilip Asbe.

 

১১। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

  • ব্রাত্য বসু

** ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি স্বশাসিত সংস্থার মর্যাদা লাভ করে।

বাংলা ভাষা অ সংস্কৃতির বিকাশ এবং ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ফ্রান্সের অ্যাকাডেমি ফ্রঁসেজ –এর আদলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অ সংস্কৃতি দপ্তরের একটি অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠা করা হয়।

 

১২। HAL সম্প্রতি কোন দেশের সাথে ‘ধ্রুব মার্ক ৩ হেলি’ ডিল সম্পন্ন করল?

  • মরিশাস

** Capital of Mauritius – Port Louis.

President – Prithvirajsingh Roopum.

Prime Minister – Pravind Jugnauth.

Currency – Mauritian Rupee (MUR).

 

১৩। সম্প্রতি কোন দেশ ‘Arrow-3–এর সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করল?

  • ইজরায়েল

** Israel Aerospace Industries (IAI) এর নেতৃত্বে পরীক্ষা টি central Israel একটি পরীক্ষাস্থলে এবং করা হয়।

 

১৪। কোভিড টীকা না নেওয়ায় সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে কোন টেনিস খেলোয়াড়কে নির্বাসিত করা হল?

  • নোভাক জোকোভিক (Novak Djokovic).

** অস্ট্রেলিয়ান সরকার “Health and Good Order” ভিত্তিতে তার ভিসা বাতিল করে।


To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad