21 January Current Affairs in Bengali:
১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দিল্লির
ইন্ডিয়া গেটে কার গ্রানাইটের মূর্তি উদ্বোধন
করার ঘোষণা করলেন?
- নেতাজি সুভাষচন্দ্র বসুর।
** ২৩ শে জানুয়ারি
নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটের তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে।
ভারত তাঁর কাছে কতটা ঋণী, তা প্রমান করতেই এই মূর্তি। যতদিন না এই মূর্তি
তৈরির কাজ সম্পন্ন হচ্ছে না, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়।
২। সম্প্রতি কে Universal Acceptance
Steering Group (UASG) –এর অ্যাম্বাসেডর হিসেবে
নিযুক্ত হলেন?
- Paytm –এর প্রতিষ্ঠাতা Vijay Shekhar Sharma.
** UASG বর্তমানে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত নয় এমন ভাষার স্ক্রিপ্টের
জন্য মান উন্নয়ন এবং সুপারিশ করার কাজ করে।
৩। কে সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের
আলাবামার (Alabama) কেনেডি স্পেস সেন্টারে (Kennedy
Space Centre) "NASA’s
International Air and Space Program (IASP)” সম্পূর্ণ করার
কৃতিত্ব অর্জন করলেন?
- অন্ধ্র প্রদেশের এক তরুণী জাহ্নবী দাঙ্গেটি (Jahnavi
Dangeti)।
** তিনি সারা বিশ্ব থেকে নির্বাচিত ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন।
তিনি International Organization of Aspiring Astronauts
(IOAA) –এর সদস্য। তিনি NASA, ISRO এবং অন্যান্য
মহাকাশ সংস্থার বিভিন্ন ইভেন্টে এবং কর্মশালায় অংশগ্রহণ করেন।
৪। Indian Farmers Fertiliser Cooperative
(IFFCO) –র ১৭ তম চেয়ারম্যান হিসেবে সম্প্রতি
কে নিযুক্ত হলেন?
- Dileep Sanghani.
** IFFCO Founded – 3 November
1967, New Delhi.
Headquarters – New Delhi.
৫। সম্প্রতি কোন ক্রিকেটার ২০২১ সালের জন্য আইসিসি পুরুষদের বর্ষসেরা টি - টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে মনোনীত হলেন?
- পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম।
** ১১ জনের দলে কোনও ভারতীয় পুরুষ খেলোয়াড় জায়গা পাননি।
২০২১ সালের ICC মহিলা T20I টিম অফ দ্য ইয়ারে ১১ জন সদস্যের দলে একমাত্র
ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে নাম রয়েছে স্মৃতি মান্ধানা৷
৬। IIMK LIVE সম্প্রতি স্টার্টআপগুলি
কে ৫০ কোটি টাকা পর্যন্ত লোন প্রদানের জন্য কোন ব্যাঙ্কের সাথে চুক্তি স্বাক্ষর করল?
- Indian Bank –এর সাথে।
** IIMK – Indian Institute of Management
Kozhikode’s.
LIVE – Laboratory for Innovation
Venturing and Entrepreneurship.
Indian Bank Founded – 15 August 1907.
Headquarters – Chennai.
CEO – Shri Shanti Lal
Jain.
৭। কোন কোম্পানি সম্প্রতি ৬৮.৭ বিলিয়ন ডলারে গেম মেকিং
কোম্পানি Activision Blizzard Inc অধিগ্রহণ করল?
- Microsoft Corp.
** Microsoft Headquarters – Washington D.C,
United States.
CEO and Chairman – Satya
Nadella.
৮। সম্প্রতি কে পরবর্তী Army Vice Chief হিসেবে নিযুক্ত হলেন?
- লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে।
** Indian Army Founded – 1 April 1895.
Headquarters – New Delhi.
Army Chief – Manoj Mukund
Naravane.
Motto – Service before Self.
৯। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি IREDA (Indian Renewable Energy Development Agency
Ltd.) -তে কত কোটি টাকা প্রদানের অনুমোদন করল?
- ১৫০০ কোটি টাকা।
** IREDA Founded – 1987.
Headquarters – New Delhi.
Chairperson – Pradip Kumar
Das.
১০। পদ্মশ্রী এবং পদ্মভূষণ প্রাপ্ত মেজর হরি পাল সিং আহলুওয়ালিয়া সম্প্রতি প্রয়াত
হলেন, তিনি কে ছিলেন?
- প্রফেশনাল পর্বতারোহী।
** মেজর হরি পাল সিং আহলুওয়ালিয়া ১৯৬৫ সালে ‘অর্জুন পুরস্কার’, ১৯৬৫ সালে
‘পদ্মশ্রী’, ২০০২ সালে ‘পদ্মভূষণ’এবং আজীবন কৃতিত্বের জন্য ২০০৯ সালে ‘তেনজিং নোরগে
জাতীয় অ্যাডভেঞ্চার’ পুরস্কার লাভ করেন।
১১। ২০২৬ সাল পর্যন্ত ‘Toronto Waterfront
Marathon’ –এর টাইটেল স্পন্সার হিসেবে সম্প্রতি
কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করল?
- TCS (Tata Consultancy Services) –এর সাথে।
** TCS Founded – 1 April 1968.
Headquarters – Mumbai.
CEO – Rajesh Gopinathan.
১২। Securities and Exchange Board of
India (SEBI) বিনিয়োগকারীদের শিক্ষিত করার উদ্দেশ্যে সম্প্রতি কোন মোবাইল অ্যাপ
লঞ্চ করল?
- Saa₹Thi.
** SEBI
Founded – 12 April 1992.
Headquarters – Mumbai.
Chairperson – Ajay Tyagi.
১৩। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খাদ্য নিরাপত্তা উন্নত
করার জন্য United Nations World Food
Programme সম্প্রতি কোন রাজ্য সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করল?
- ওড়িশা।
** World Food Programme Founded – 1961.
Headquarters – Rome, Italy.
Head – David Beasley.
১৪। National Highways &
Infrastructure Development Corporation Ltd (NHIDCL) –এর MD হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
- চঞ্চল কুমার।
** NHIDCL Founded – 2014.
Headquarters – New Delhi.
১৫। সম্প্রতি India Ratings and Research (Ind-Ra)
–এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী FY23 তে ভারতের GDP
বৃদ্ধির হার কত শতাংশ?
- ৭.৬%।