22 January Current Affairs in Bengali:
১। ভারতীয় নৌবাহিনী তে গৌরবময় ৪৪ বছর পূর্ণ করার পর ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন বিমান কে ডিকমিশন করল?
- ভারতীয় নৌবাহিনী প্রথম IL 38SD বিমান।
** ১৯৭৭ সালে বিমানটিকে ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়েছিল।
ভারতীয় নৌবাহিনীর মতে চলতি বছর ১৭ ই জানুয়ারি বিমানটি ডিকমিশন করা হয়।
২। সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে Oxford University Press (OUP) ২০২১
সালের শিশুদের শব্দ হিসেবে কোন শব্দটিকে নির্বাচিত করেছে?
- Anxiety (উদ্বেগ)।
** “Anxiety” (21%)
শব্দ টি ছাড়াও OUP আরও ৪ টি শব্দ বেছে নিয়েছে, সেগুলি হল - “Challenging” (19%),
“Isolate” (14%), “Wellbeing” (13%) এবং “Resilience” (12%).
৩। COVID-19 ভ্যাকসিন তৈরিতে নেতৃত্ব দেওয়ার জন্য সম্প্রতি
কে ‘Genesis Prize 2022’ পেলেন?
- Pfizer কোম্পানির CEO এবং চেয়ারম্যান Albert Bourla.
** পুরস্কার মূল্য হিসেবে তাকে $1 মিলিয়ন টাকা প্রদান করা হল।
৪। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত
সিং কোশিয়ারি (Bhagat Singh Koshyari) সম্প্রতি কার লেখা “The Legend of Birsa Munda” বই টি প্রকাশ করলেন?
- তুহিন এ সিনহা (Tuhin A Sinha) -র।
** বইটির সহ লেখিকা অঙ্কিতা ভার্মা।
৫। World Bank সম্প্রতি
কোন রাজ্যের জন্য ১০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করল?
- পশ্চিমবঙ্গ।
** World Bank Established – July 1944.
Headquarter –
Washington DC.
President – David Malpass.
MD & CFO –
Anshula Kant.
৬। UN Conference on Trade and
Development (UNCTAD) Investment Trends
Monitor দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২০ সালের তুলনায়
২০২১ সালে ভারতে Foreign Direct Investment (FDI)
কত শতাংশ কমেছে?
- ২৬%।
৭। সম্প্রতি পানামা জঙ্গলে আবিষ্কৃত Rainfrog -এর নতুন প্রজাতির নামকরণ কার নামানুসারে করা হল?
- পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ (Greta
Thunberg) -এর নামে।
** সদ্য আবিষ্কৃত প্রজাতিটির নামকরণ করা হয়েছে প্রিস্টিম্যান্টিস গ্রেটাথুনবার্গ
(Pristimantis Gretathunbergae).
তবে ব্যাঙ টি ‘Greta Thunberg Rainfrog’ নামে অধিক পরিচিত।
৮। প্রতি বছর কোন দিনটি তে ত্রিপুরা রাজ্য জুড়ে ‘কোকবোরোক দিবস' (Kokborok
Day) হিসেবে পালন করা হয়?
- ১৯ শে জানুয়ারি।
** এটি ‘ত্রিপুরী ভাষা' (Tripuri Language Day) দিবস নামেও
পরিচিত।
এই বছর ৪৪ তম ‘কোকবোরোক দিবস' হিসেবে পালন করা হল।
ত্রিপুরা রাজ্য সরকার কর্তৃক ১৯৭৯ সালে বাংলা, ইংরেজি সহ কোকবোরোক ভাষা কেও সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়। তাই ১৯ শে
জানুয়ারি দিনটিকে ককবোরোক ভাষার প্রাথমিক স্বীকৃতির স্মরণে পালন করা হয়।
৯। সম্প্রতি কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে “Azadi Ke Amrit Mahotsav se Swarnim Bharat Ki Ore” অনুষ্ঠানের উদ্বোধন করলেন?
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১০। সম্প্রতি কোন বলিউড অভিনেত্রী Washington
DC তে অনুষ্ঠিত ‘South Asian Film Festival 2021’
-এ 'International
Association of Working Women Award’ –এ সন্মানিত হলেন?
- সুস্মিতা সেন (Sushmita
Sen)।
১১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০০০ তম জন্মবার্ষিকী
উপলক্ষে চলতি বছর ৫ ই ফেব্রুয়ারি কোন সন্তের মূর্তি উদ্বোধন
করবেন?
- রামানুজাচার্য –এর।
** মূর্তি টি ‘Statue of Equality’ নামে পরিচিত লাভ করবে।
মূর্তিটির উচ্চতা হবে ২১৬ ফুট।
মূর্তি টি উদ্বোধন করা হবে হায়দ্রাবাদে ।
১২। বাংলা তথা ভারতের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার
এবং কোচ সম্প্রতি ৭২ বছর বয়সে প্রয়াত হলেন, তাঁর
নাম কী?
- সুভাষ ভৌমিক।
১৩। কোন সংস্থা সম্প্রতি ‘Aware Voter
Campaign’ –এর সূচনা করল?
- Twitter.
** Twitter Founded – 21 March 2006.
Headquarter – California.
CEO – Parag Agrawal.
১৪। ভারত সরকার প্রজাতন্ত্র দিবসের আগে চলতি বছর ২১ শে
জানুয়ারি দিল্লির ইন্ডিয়া গেটে 'অমর জওয়ান জ্যোতির
শিখা' কে কোন স্মৃতিসৌধের শিখার সাথে একীভূত করল?
- National War Memorial –এর।
** এই অনুষ্ঠানের
নেতৃত্ব দেন ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ প্রধান এয়ার মার্শাল বালাবধরা রাধা কৃষ্ণ
(Balabadhra
Radha Krishna)।
১৫। হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি জেলার
কাজার আইস স্কেটিং রিঙ্কে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নবম 'মহিলা
জাতীয় আইস হকি চ্যাম্পিয়নশিপ ২০২২' জিতল কোন দল?
- লাদাখ।
১৬। ভারতের শহুরে ইকোসিস্টেম জুড়ে উন্মুক্ত ডেটা গ্রহণকে
উত্সাহিত করতে এবং উদ্ভাবনকে উন্নীত করার লক্ষ্যে কোন
মন্ত্রক সম্প্রতি 'Open Data Week’
–এর সূচনা করল?
- Ministry of Housing and Urban Affairs (MoHUA).
** ভারতীয় শহরগুলিকে 'ডেটা স্মার্ট' করার উদ্দেশ্যে সহযোগিতামূলক প্রচেষ্টা
নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ৷
জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ ১৭ থেকে ২১ শে জানুয়ারি পর্যন্ত 'Open Data Week’ পালন করা হবে।
১৭। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী
সবচেয়ে অধিক জীবিত বয়স্ক ব্যক্তি
(পুরুষ) ১১২ বছর ৩৪১ দিন বয়সে সম্প্রতি মারা গেলেন, তাঁর নাম কী?
- Saturnino de la Fuente Garcia (Spain).
** ২০২১ সালের সেপ্টম্বর
মাসে ১১২ বছর ২১১ দিন বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড –এ তিনি স্থান
পান।
তিনি ১৯০৯ সালের ১১ ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।