23 January Current Affairs in Bengali:
১। আজ অর্থাৎ ২৩ শে জানুয়ারি ২০২২ নেতাজী সুভাষচন্দ্র
বসুর কততম জন্মবার্ষিকী হিসেবে পালিত হল?
- ১২৬ তম।
** নেতাজী সুভাষচন্দ্র
বসু ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ শে জানুয়ারি জন্মগ্রহণ করেন।
নেতাজী সুভাষচন্দ্র বসু –র জন্মদিবস কে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা
হয়।
নেতাজী 'স্বরাজ' নামে একটি সংবাদপত্র প্রকাশ করেছিলেন।
১৯২১ খ্রিষ্টাব্দে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন।
১৯৩৯ খ্রিষ্টাব্দে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অংশ
হিসাবে All
India Forward Bloc গঠন করেন।
১৯২০ থেকে ১৯৪২ খ্রিষ্টাব্দের মধ্যে ভারতের স্বাধীনতা আন্দোলন কে কেন্দ্র
করে নেতাজী “The Indian Struggle” নামে একটি পুস্তক রচনা করেন।
নেতাজী সুভাষ চন্দ্র বসুই "জয় হিন্দ" শব্দটি তৈরি
করেছিলেন।
“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” এই স্লোগান দিয়ে তিনি দেশকে জাগিয়ে তোলেন
ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের দিকে।
২। ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে
সম্প্রতি কে নিযুক্ত হলেন?
- Denis Alipov.
** Capital & Largest city of Russia – Moscow.
Official Language – Russian.
President – Vladimir Putin.
Prime Minister – Mikhail Mishustin.
Currency – Russian Ruble (RUB).
৩। সম্প্রতি কোন মহিলা ব্যাটমিন্টন প্লেয়ার এককভাবে ‘Syed Modi India International 2022’ জিতলেন?
- PV Sindhu.
** তিনি Malavika
Bansod কে হারিয়ে এই খেতাব জয় লাভ করলেন।
৪। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ‘Most
Popular World Leader’ –এর তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন?
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
** দ্বিতীয়, তৃতীয়
স্থানে যথাক্রমে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি অ্যানড্রেস ম্যানুয়েল এবং ইতালির প্রধানমন্ত্রী
মারিও দ্রাঘি।
৫। সম্প্রতি কোন রাজ্য সরকার চাকরী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর
বৃদ্ধি করল?
- মেঘালয় রাজ্য সরকার।
** Chief Minister - Conrad Kongkal Sangma.
Governor - Satya Pal Malik.
Capital – Shillong.
National Park – Balphakram National Park (1985), Nokrek Ridge
National Park (1986).
Dance Forms – Ka Shad Suk Mynsiem, Nongkrem, Laho.
৬। কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি এক্স – রে করে Covid – 19 শনাক্ত করার
ঘোষণা করল?
- স্কটল্যান্ড।
** Capital of Scotland – Edinburgh.
Largest City – Glasgow.
Monarch – Elizabeth II.
Frist Minister – Nicola Sturgeon.
Currency – Pound Sterling.
৭। কোন কোম্পানি সম্প্রতি পুনরায় Sharvil
P Patel কে MD পদে নিযুক্ত করল?
- Cadila Healthcare.
** Cadila Healthcare Founded – 1952.
Founder – Ramanbhai Patel.
Headquarter – Ahmedabad.
Chairman – Pankaj R Patel.
৮। EV চার্জিং স্টেশন স্থাপনের জন্য কোন রাজ্য সম্প্রতি CESL –এর সাথে চুক্তি স্বাক্ষর করল?
- দিল্লি।
** Chief Minister - Arvind Kejriwal.
Lt. Governor – Anil Baijal.
৯। কোন রাজ্য সরকার সম্প্রতি ইলেকট্রিক বাহনের প্রচারের জন্য ‘One – Stop Website’ লঞ্চ করল?
- দিল্লি সরকার।
** ওয়েবসাইট টি হল
‘ev.delhi.gov.in’.
ওয়েবসাইট টি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এবং সম্ভাব্য ই.ভি ব্যবহারকারীদের
বৃদ্ধি সম্পর্কে তথ্য প্রদান করবে।
১০। সম্প্রতি কোন সংস্থা এশিয়ার
ডেটা পরিকাঠামোতে $150 মিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা করল?
- Asian Infrastructure Investment Bank (AIIB).
** AIIB Founded – 16 January 2016.
Headquarter – Beijing,
China.
President – Jin Liqun.
১১। ভারতের প্রথম United Nations
Development Programme (UNDP) Youth Climate Champion হিসেবে সম্প্রতি কে নিযুক্ত
হলেন?
- Prajakta Koli.
** UNDP Founded – 22 November 1965.
Headquarter – New York
City.
Head – Achim Steiner.
১২। কোন মন্ত্রক সম্প্রতি 'Star Rating
System' লঞ্চ করল?
- Ministry Environment, Forest and Climate Change (MoEFCC).
১৩। BSF (Border Security Force) সম্প্রতি
কোন অপারেশন লঞ্চ করল?
- Operation Sard Hawa.
** এটি সাধারণত রাজস্থানের সীমান্তে, বিশেষ করে জয়সালমের
অঞ্চলে লঞ্চ করা হয়।
১৪। গভীর সমুদ্রের বিজ্ঞানীরা সম্প্রতি অ্যান্টার্কটিকার Weddell
Sea তে কী আবিষ্কার করলেন?
- Icefish Breeding Colony.
** ২০২১ সালের ফেব্রুয়ারিতে এই প্রজাতিটি আবিষ্কৃত হয়েছিল। তবে সম্প্রতি
তাদের প্রজনন বাসার খোঁজ পেলেন বিজ্ঞানীরা।
Icefish বৈজ্ঞানিক নাম Neopagrtopsis Ionah.