24 January Current Affairs in Bengali:
১। ভারতে প্রতি বছর কত তারিখ ‘National
Girl Child Day’ (NGCD) হিসেবে পালন করা হয়?
২৪ শে জানুয়ারি।
** মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক (Ministry of Women and Child
Development) এবং ভারত সরকারের উদ্যোগে ২০০৮ সালে প্রথমবারের মতো
‘National Girl Child Day’ হিসেবে পালন করা হয়।
এই দিনটির উদ্দেশ্য বৈষম্যের মুখোমুখি হওয়া মেয়েদের প্রতি
মনোযোগ দেওয়া। মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য প্রচার করা এবং মেয়েদের অধিকার সম্পর্কে
সচেতনতা বাড়ানো।
২। Jio Platforms (JPL) 6G প্রযুক্তি তে গবেষণা এবং উন্নয়নের জন্য সম্প্রতি কোন
বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করল?
University of Oulu.
৩। Good Dot –এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
নীরজ চোপড়া।
৪। কোন রাজ্যে ভারতের প্রথম AVGC
(Animation, Visual Effects, Gaming, and Comics) Center of Excellence (CoE) –এর
উদ্বোধন করা হল?
কর্ণাটক।
** ব্যাঙ্গালুরুর মাহাদেভপুরা
তে AVGC CoE –এর উদ্বোধন করা হল।
৫। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সম্প্রতি কোন অ্যাপ লঞ্চ করলেন?
Apna Kangra নামক অ্যাপ।
** অ্যাপটির লক্ষ্য পর্যটকদের জন্য ঝামেলামুক্ত অভিজ্ঞতা প্রদান করা এবং
স্থানীয় হস্তশিল্পের বিক্রয় বৃদ্ধি করা।
৬। সম্প্রতি ভারতের কোথায় প্রথম
প্যারা - ব্যাডমিন্টন একাডেমী স্থাপন করা হল?
উত্তর প্রদেশের লখনউ।
** ব্যাডমিন্টন কেন্দ্রটি ভারতীয় প্যারা – ব্যাডমিন্টন দলের প্রধান
জাতীয় কোচ গৌরব খান্না উদ্বোধন করলেন।
এই একাডেমী ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে চলা প্যারা অলিম্পিকে
ভারতের পদক জয়ের সম্ভাবনা কে উন্নত করবে।
৭। Indian Space Research Organisation (ISRO) সম্প্রতি
তামিলনাড়ুর মহেন্দ্রগিরি তে কোন ইঞ্জিনের ফায়ার টেস্ট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল?
Vikas Engine.
** এই ইঞ্জিন ভারতের
প্রথম মানব বহনকারী (গগনযান মিশন) রকেটে ব্যবহার করা হবে।
ISRO Established – 15 August
1969.
Headquarter – Bengaluru,
Karnataka.
Chairman and Space Secretary – Dr S
Somanath.
৮। Mia Mottley সম্প্রতি
কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার
নির্বাচিত হলেন?
বার্বাডোস (Barbados).
** Capital of Barbados – Bridgetown.
Currency – Barbados
Dollar.
৯। সম্প্রতি কে ভার্চুয়াল ভাবে জম্মু কাশ্মীরের ২০ টি
জেলার জন্য ভারতের প্রথম 'District Good
Governance Index’ প্রকাশ করলেন?
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
** এই সূচকের প্রথম
পাঁচ স্থান অধিকারী জেলাগুলি হল যথাক্রমে – জন্মু, ডোবা, সাম্বা, পুলবামা এবং শ্রীনগর।
জন্মু কাশ্মীর সরকারের সহযোগিতায় Department of Administrative Reforms
and Public Grievances (DARPG) এই সূচক টি তৈরি করেছে।
১০। সম্প্রতি কোন সংস্থার সদস্য দেশ ভূমধ্যসাগরে
১২ দিনের সামুদ্রিক মহড়া শুরু করল?
NATO (North Atlantic Treaty Organization).
**
সামুদ্রিক এই মহড়াটির নাম “Neptune Strike ’22”.
NATO Founded – 4 April 1949.
Headquarter – Brussels,
Belgium.
Member countries of NATO – 30.
Chairman of the NATO Military Committee – Admiral Rob
Bauer.
১১। Netaji Research Bureau –র পক্ষ
থেকে সম্প্রতি কাকে ‘Netaji Award 2022’ প্রদান
করা হল?
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী Shinzo Abe কে।
** ২০২১ সালের জানুয়ারি
মাসে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী Shinzo Abe কে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক
সন্মান ‘পদ্মবিভূষণে’ সন্মানিত করা হয়।
১২। বিশ্বব্যাপী ২৪ জানুয়ারি দিনটিকে
কোন দিবস হিসেবে পালন করা হয়?
International Day of Education.
** Theme (2022) - Changing Course, Transforming
Education.
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত প্রস্তাবে ২০১৯ সালের ২৪ শে
জানুয়ারি দিন টি প্রথম পালন করা হয়।
১৩। যমুনানগর জেলার আদি বদ্রি
বাঁধ নির্মাণের জন্য হিমাচল প্রদেশ সরকার
সম্প্রতি কোন রাজ্য সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করল?
হরিয়ানা।
** এই
প্রকল্পের মোট ব্যয় ২১৫.৩৩ কোটি টাকা।
এই বাঁধ পৌরাণিক সরস্বতী নদীকে পুনরুজ্জীবিত করে এলাকাটিকে
তীর্থস্থান হিসেবেও গড়ে তোলা হবে।
১৪। সৌদি আরব সম্প্রতি কোন দেশের উপর
Airstrikes করল?
ইয়েমেন (Yemen).
** Capital of Yemen – Sana’a.
Capital – in – exile – Aden.
Official Language – Arabic.
President – Abdrabbuh Mansur Hadi (disputed).
Prime Minister – Maeen
Abdulmalik Saeed (disputed).
Currency – Yemeni Rial (YER).
১৫। ভারত সম্প্রতি কোন ব্রিজের জন্য UNESCO
World Heritage Tag –এর দাবি করল?
মেঘালয়ের Living Root ব্রিজের জন্য।
** এই ব্রিজগুলি কে
স্থানীয় ভাষায় ‘Jingjieng Jri’ বলা হয়।
To join our FB page CLICK HERE.