Type Here to Get Search Results !

25 January Current Affairs in Bengali

AIMSSC || aimssc || Current affairs || Daily current affairs || 25th January Current Affairs || Current Affairs in Bengali || 25th January Current Affairs in Bengali || 25 January  current affairs in bengali ||

25 January Current Affairs in Bengali:


১। ভারতে প্রতি বছর কত তারিখ ‘National Voter Day’ হিসেবে পালন করা হয়?

  • ২৫ শে জানুয়ারি

** Theme (2022) - Making Elections Inclusive, Accessible and Participative.

তরুণ প্রজন্মের নতুন ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ গ্রহণে উৎসাহিত করতে দিন টি পালন করা হয়।

ভারতের নির্বাচন কমিশন এই বছর ১২ তম 'জাতীয় ভোটার দিবস' উদযাপন করল।

Sukumar Sen হলেন স্বাধীন ভারতের প্রথম Chief Election Commissioner.

বর্তমান (২৪ তম) Chief Election Commissioner Sushil Chandra.

 

২। কত তারিখে হিমাচল প্রদেশে পূর্ণ রাজ্য দিবস হিসেবে পালন করা হয়?

  • ২৫ শে জানুয়ারি

** ১৯৭১ সালের ২৫ শে জানুয়ারি হিমাচল প্রদেশ পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে।

হিমাচল প্রদেশ ছিল ভারতের ১৮ তম রাজ্য।

স্বাধীনতার পর ১৫ ই এপ্রিল ১৯৪৮ সালে হিমাচল প্রদেশ কে প্রধান কমিশনার প্রদেশ হিসেবে গঠন করা হয়।

পরবর্তীতে ২৫ শে জানুয়ারি ১৯৫০ সালে হিমাচল প্রদেশ কে "সি" ক্যাটাগরির রাজ্য করা হয়।

তারপর ১ লা নভেম্বর ১৯৫৬ সালে হিমাচল প্রদেশকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়।

 

৩। সম্প্রতি কোন দুটি ভারতীয় চলচ্চিত্র কে অফিশিয়ালভাবে ‘Oscars 2022’ –এর জন্য সর্ট লিস্ট করা হল?

  • Jai Bhim এবং Marakkar: Arabikadalinte Simham.

**মাদার ইন্ডিয়া’, ‘সালাম বোম্বে’ এবং ‘লাগান’ -এর পর ‘জয় ভীম’ হল চতুর্থ ভারতীয় চলচ্চিত্র যেটি অস্কারের জন্য মনোনীত হয়েছে।

‘Marakkar: Arabikadalinte Simham’ চলচ্চিত্র টি ‘Global Community Oscar Awards 2021’ -এর জন্য মনোনীত হয়েছে।

 

৪। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট টেস্টের জন্য CSIR-Central Drug Research Institute (CDRI) সংস্থা দ্বরা তৈরি করা দেশীয় RT-PCR diagnostic kit টির নাম কী?

  • OM.

 

৫। ভারতীয় কোন চলচ্চিত্র টি ২০ তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে' (Dhaka International Film Festival) সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করল?

  • কুজাঙ্গল (Koozhangal).

** চলচ্চিত্র টি P S Vinothraj পরিচালনা করেন।

 

৬। সম্প্রতি কে Prevention of Money Laundering Act (PMLA) Adjudicating Authority –র চেয়ার পারসেন হিসেবে নিযুক্ত হলেন?

  • Vinodanand Jha.

 

৭। International Cricket Council (ICC) দ্বারা প্রকাশিত ১৭ তম রিপোর্ট অনুযায়ী ICC Women’s Cricketer of the Year কে হলেন?

  • ভারতীয় ক্রিকেটার Smriti Mandhana.

** পুরুষ বিভাগে এই পুরষ্কার পেলেন পাকিস্তানের বোলার Shaheen Afridi.

 

৮। ৯১ বছর বয়সে সম্প্রতি তামিলনাড়ুর রামচন্দ্রন নাগাস্বামী প্রয়াত হলেন, ইনি কে ছিলেন?

  • প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদ

** তিনি তামিলনাড়ু সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম পরিচালক (Director) ছিলেন।

২০১৮ সালে তিনি ভারতের তৃতীয় বেসামরিক পুরষ্কার ‘পদ্মভূষণ’ –এ সন্মানিত হন।

তিনি ১০০ টিরও বেশি পুস্তক রচনা করেছেন। তাঁর সর্বশেষ পুস্তক টি হল “Senthamizh Naadum Pandbum” যেটি ২০২২ সালের জানুয়ারি মাসেই প্রকাশিত হয়।

 

৯। ভারতে কত তারিখ ‘National Tourism Day’ হিসেবে পালন করা হয়?

  • ২৫ শে জানুয়ারি

** দেশের অর্থনীতির জন্য পর্যটনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে দিন টি পালন করা হয়।

 

১০। সাম্প্রতিক কোথায় ১৯৩০ সালের সত্যাগ্রহের স্মৃতি তে জাদুঘর তৈরি করা হল?

  • মহারাষ্ট্রে

 

১১। কোন মহাকাশ সংস্থা সম্প্রতি ৪৯ টি স্যাটেলাইট লঞ্চ করল?

  • SpaceX.

** SpaceX Founded – 6 May 2002.

Founder – Elon Musk.

Headquarter – California.

President – Gwynne Shotwell.

 

১২। সম্প্রতি কোন ফুটবলার ‘দ্য বেস্ট ফিফা স্পেশাল অ্যাওয়ার্ডস ২০২১’ পেলেন?

  • পর্তুগাল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

 

১৩। জন্মু কাশ্মীরের কোন গ্রাম কে প্রথম ‘Milk Village’ হিসেবে নামাঙ্কিত করা হল?

  • রিয়াসি জেলার জেরী হ্যামলেট গ্রাম

 

১৪। সম্প্রতি কোন রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে সমস্ত সরকারি বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম শুরু করতে চলেছে?

  • তেলেঙ্গনা রাজ্য সরকার


To join our FB page CLICK HERE.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad