Type Here to Get Search Results !

26 January Current Affairs in Bengali

AIMSSC || aimssc || Current affairs || Daily current affairs || 26th January Current Affairs || Current Affairs in Bengali || 26th January Current Affairs in Bengali || 26 January  current affairs in bengali ||

26 January Current Affairs in Bengali:


১। এই বছর ভারত কত তম প্রজাতন্ত্র দিবস পালন করছে?

৭৩ তম

** ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়, এই দিনটিকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।

 

২। কোন শিল্পপতি কে সম্প্রতি ‘Assam Baibhav Award’ –এ সন্মানিত করা হল?

রতন টাটা

** এটি আসাম রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

এটি "আসাম দিবস" উপলক্ষে ঘোষণা করা হয়েছিল।

রতন টাটা মহাশয় কে ২০০০ সালে ‘পদ্মভূষণ’ এবং ২০০৮ সালে ‘পদ্মবিভূষণ’ –এ সন্মানিত করা হয়।

 

৩। ভারত সম্প্রতি কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক লোগো লঞ্চ করল?

ইসরায়েল

** ভারত আনুষ্ঠানিকভাবে ১৯৫০ সালে ইসরাইল কে দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৯২ সালে।

২০০০ সালে ভারতের প্রথম মন্ত্রী হিসেবে লাল কৃষ্ণ আডবানি ইসরায়েল যাত্রা করেন এবং যশবন্ত সিং হলেন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী যিনি ইসরায়েল যাত্রা করেন।

Ariel Sharon ২০০৩ সালে ইসরায়েল –এর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ভারত যাত্রা করেন।

 

৪। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত ২০২২ সালের মরণোত্তর কোন সন্মানে সন্মানিত হলেন?

পদ্মবিভূষণ

 

৫। Ujjivan Small Finance Bank (SFB) দ্বারা সম্প্রতি লঞ্চ করা স্কিমটির নাম কী?

Platina Fixed Deposit.

** Ujjivan Small Finance Bank Founded – 2017.

Headquarter – Bengaluru.

MD & CEO – Ittira Davis.

 

৬। কোন অলিম্পিয়ান কে ‘Param Vishisht Seva Medal’ –এর দ্বারা সন্মানিত করা হল?

স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া

** তিনিই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিকে ভারতের হয়ে সোনার পদক জিতেছেন৷

ক্রীড়া ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি ২০১৮ সালে ‘অর্জুন পুরস্কার’ এবং ২০২০ সালে ‘Vishisht Seva Medal’ (VSM) –এর দ্বারা সন্মানিত হন।

 

৭। Spice Board of India দ্বারা সম্প্রতি লঞ্চ করা পোর্টালটির নাম কী?

Spice Xchange India.

** কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক দ্বারা এই পোর্টাল টি লঞ্চ করা হয়।

পোর্টাল টি সারা বিশ্বে ভারতীয় মসলা রপ্তানিকারক এবং ক্রেতাদের মধ্যে একটি মিটিং পয়েন্ট হিসেবে কাজ করবে।

 

৮। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে সবচেয়ে অধিক শশা এবং ঘেরকিন রপ্তানিকারক দেশ কোনটি?

ভারত

 

৯। সম্প্রতি কোন প্রাক্তন West Indies প্লেয়ার ‘নাইটহুড’ পেলেন?

Clive Lyord.

 

১০। প্রশান্ত মহাসাগরে সম্প্রতি তেল ছড়িয়ে পড়ার কারনে কোন দেশ ৯০ দিনের ‘Environmental Emergency’ –র ঘোষণা করল?

পেরু

** Capital & Largest City of Peru – Lima.

President – Pedro Castillo.

Prime Minister – Mirtha Vasquez.

Currency – Sol (PEN).

 

১১। কোন দেশে সম্প্রতি ‘Online Safety Bill’ লাগু করা হল?

অস্ট্রেলিয়া

** Capital of Australia – Canberra.

Largest City – Sydney.

Monarch – Elizabeth II.

Prime Minister – Scott Morrison.

Currency – Australian Dollar.

 

১২। সম্প্রতি RBI –এর ঘোষণা অনুযায়ী Punjab and Maharashtra Co-operative (PMC) ব্যাঙ্ক কে কোন ব্যাঙ্কের সাথে একত্রীকরণ করা হল?

Unity Small Finance Bank (SFB).


To join our FB page CLICK HERE.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad