Type Here to Get Search Results !

27 January Current Affairs in Bengali

AIMSSC || aimssc || Current affairs || Daily current affairs || 27th January Current Affairs || Current Affairs in Bengali || 27th January Current Affairs in Bengali || 27 January  current affairs in bengali ||


27 January Current Affairs in Bengali:


১। প্রতি বছর কত তারিখ ‘International Holocaust Remembrance Day’ হিসেবে পালন করা হয়?

  • ২৭ শে জানুয়ারি

** Theme (2022) – “Memory, Dignity and Justice”.

দিন টি পালনের উদ্দেশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া হলোকাস্টের ট্র্যাজেডির বার্ষিকীকে স্মরণ করা।

 

২। সম্প্রতি ওমান উপসাগরে চীন, রাশিয়া এবং ইরান দ্বারা যৌথভাবে পরিচালিত নৌ মহড়ার নাম কী?

  • CHIRU-2Q22.

** এই মহড়া চলাকালীন দেশগুলো জলদস্যুতা বিরোধী মহড়াও অনুশীলন করে।

 

৩। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘India – Central Asia Summit’ কে হোস্ট করলেন?

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

** এটিই প্রথম ভারত – মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন। ভার্চুয়াল ভাবে শীর্ষ সন্মেলন টি আয়োজিত হল।

এই শীর্ষ সন্মেলনে মধ্য এশিয়ার পাঁচটি দেশের রাষ্ট্রপতি অংশ গ্রহণ করেন। পাঁচটি দেশ হল কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজ প্রজাতন্ত্র।

 

৪। চীন সরকারের সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী চীনের কোন দেশের সাথে ২০২১ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৪৩.৩% বৃদ্ধি পেয়েছে?

  • ভারত

** ২০২১ সালে চীন থেকে ভারতের আমদানি বেড়ে হয়েছে $৯৭.৫ বিলিয়ন। ২০২০ সালে যা ছিল $৬৬.৭ বিলিয়ন

চীনে ভারতের রপ্তানিও ২০২১ সালে ২৮.১ বিলিয়ন ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২০২০ সালে যা ছিল ২০.৯ বিলিয়নের ডলার।

 

৫। সম্প্রতি বার্লিন ভিত্তিক সংস্থা Transparency International দ্বারা প্রকাশিত ‘Corruption Perceptions Index’ –এ ভারত কততম স্থানে রয়েছে?

  • ৮৫ তম

** এই সূচকে ভারত ৪০ পয়েন্ট পেয়েছে।

গত বছর ভারত ছিল ৮৬ তম স্থানে।

এই রিপোর্টে ১৮০ টি দেশ কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কম দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবে এই সূচক তালিকার উপরের দিকে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড। ৩ টি দেশের স্কোর ৮৮।

২৮ স্কোরের সাথে পাকিস্তান এই সূচকে ১৪০ তম স্থানে রয়েছে। বাংলাদেশ রয়েছে ২৬ অঙ্কের সাথে ১৪৭ তম স্থানে।

মাত্র ১১ স্কোর করে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশ দক্ষিণ সুদান। তারপরেই রয়েছে সিরিয়া এবং সোমালিয়া।

 

৬। সম্প্রতি কোন দেশ চুক্তিবদ্ধ ৭০,০০০ AK-203 অ্যাসল্ট রাইফেল ভারতে ডেলিভারি সম্পন্ন করল?

  • রাশিয়া

** চুক্তির মোট ব্যয় প্রায় ৫,১২৪ কোটি টাকা।

 

৭। ভারতীয় নৌবাহিনীর Western Naval Comman সম্প্রতি পশ্চিম উপকূলে একটি যৌথ সামুদ্রিক মহড়া সম্পন্ন করল, সেই সামুদ্রিক মহড়ার নাম কী?

  • Paschim Lehar (XPL-2022).

 

৮। সম্প্রতি প্রকাশিত ‘Brand Finance 2022 Global 500 report’ অনুযায়ী কোন কম্পানি মূল্যবান ব্র্যান্ড হিসেবে প্রথম স্থান অধিকার করেছে?

  • Apple.

** ২০২২ সালে Apple -এর ব্র্যান্ড মূল্য ৩৫৫.১ বিলিয়ন ডলারে রেকর্ড করা হয়েছিল, যা গত বছরের তুলনায় ৩৫% অধিক।

এই রিপোর্ট –এ দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে Amazon  এবং Google.

 

৯। Indian Premier League (IPL) 2022 –এ অংশ গ্রহণকারী নতুন লখনউ দলের নতুন কী নামকরণ করা হল?

  • Lucknow Super Giants.

** এই দলের মালিক Sanjiv Goenka (RPSG Group).

 

১০। কোন রাজ্যে সম্প্রতি ভারতের প্রথম Scientific Bird Atlas স্থাপন করা হল?

  • কেরালা

** Chief Minister - Pinarayi Vijayan.

Governor - Arif Mohammed Khan.

Capital – Thiruvananthapuram.

National Park – Eravikulam National Park (1978), Periyar National Park (1982), Silent Valley National Park (1994), Anamudi Shola National Park (2003), Mathikettan Shola National Park (2003), Pambadum Shola National Park (2003),

Dance Forms – Kathakali (Classical), Ottam Thulal, Mohiniattam, Kaikottikali.

Traditional Sarees - Kasavu saree.

 

১১। সম্প্রতি SAIL Corporate Awards –এর অধীনে ‘Best Integrated Steel Plant’ টাইটেল জিতল কোন প্ল্যান্ট?

  • Rourkela Steel Plant.

 

১২। দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতির দেহরক্ষী (পিবিজি) ঘোড়া অবসর নিল, ঘোড়াটির নাম কী?

  • বিরাট

 

১৩। প্রতি বছর কত তারিখ ‘International Customs Day’ (ICD) হিসেবে পালন করা হয়?

  • ২৬ শে জানুয়ারি

** Theme (2022) - ‘Scaling up Customs Digital Transformation by Embracing a Data Culture and Building a Data Ecosystem’.

শুল্ক কর্মকর্তা এবং সংস্থার ভূমিকাকে স্বীকৃতি দিতে এবং কাজের পরিস্থিতি এবং চ্যালেঞ্জের উপর ফোকাস করার জন্য দিবসটি পালিত হয়।


To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad