28 January Current Affairs in Bengali:
১। ভারত সম্প্রতি কোন দেশের সাথে ব্রহ্মোস (Brahmos) অ্যান্টি শিপ মিসাইল
ডিল স্বাক্ষর করল?
- ফিলিপিন্স।
** Capital of Philippines – Manila.
President – Rodrigo
Duterte.
Currency – Philippine Peso (PST).
২। Wipro Southeast Asia –র Managing Director হিসেবে সম্প্রতি কে নিযুক্ত
হলেন?
- Badrinath Srinivasan.
** Wipro Founded – 29 December 1945.
Headquarters – Bangalore,
Karnataka.
Chairman – Azim Premji.
৩। কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী Meenakashi
Lekhi সম্প্রতি দেশের বিস্মৃত নারী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা
হিসেবে একটি সচিত্র কমিক বই প্রকাশ করলেন, কমিক বইটির নাম কী?
- “India’s Women Unsung Heroes”.
** বই টি কেন্দ্রীয়
সংস্কৃতি মন্ত্রক ‘Amar Chitra Katha’ সাথে যৌথ ভাবে বই টি প্রস্তুত করেছে।
৪। কোন রাজ্যে সম্প্রতি ভারতের প্রথম ‘Graphene Innovation Center’ স্থাপিত
হতে চলেছে?
- কেরালা।
** Digital
University Kerala (DUK) ৮৬.৪১ কোটি টাকায় থ্রিসুরের Centre
for Materials for Electronics Technology (C-MET –এর সাথে
কেরালায় গ্রাফিনের জন্য ভারতের প্রথম উদ্ভাবন কেন্দ্র স্থাপন করবে।
টাটা স্টিল লিমিটেড এই কেন্দ্রের শিল্প অংশীদার হতে চলেছে৷
Chief
Minister - Pinarayi Vijayan.
Governor - Arif Mohammed Khan.
Capital – Thiruvananthapuram.
National Park – Eravikulam National Park (1978), Periyar National
Park (1982), Silent Valley National Park (1994), Anamudi Shola National Park
(2003), Mathikettan Shola National Park (2003), Pambadum Shola National Park
(2003),
Dance Forms – Kathakali (Classical), Ottam Thulal,
Mohiniattam, Kaikottikali.
Traditional
Sarees - Kasavu saree.
৫। কোন Tiger Reserve কে সম্প্রতি মর্যাদাপূর্ণ ‘TX2 award’ প্রদান করা
হল?
- Sathyamangalam Tiger Reserve.
** ২০১০ সাল থেকে বাঘের
সংখ্যা দ্বিগুণ (৮০) করায় এই পুরষ্কার টি প্রদান করা হল।
টাইগার রিজার্ভ টি তামিলনাড়ুর ইরোড জেলায় অবস্থিত।
এই রিজার্ভটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বাঘের আবাসস্থল ।
৬। সম্প্রতি Charanjit Singh প্রয়াত হলেন, ইনি কে ছিলেন?
- প্রাক্তন হকি মিড – ফিল্ডার।
** তিনি ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক
ছিলেন।
৭। প্রখ্যাত কথাকলি নৃত্যশিল্পী মিলেনা সালভিনি (Milena
Salvini) প্রয়াত হলেন, ইনি কোন দেশের নাগরিক?
- ফ্রান্স।
** ভারত সরকারের দ্বারা ২০১৯ সালে তিনি 'পদ্মশ্রী' সন্মানে সন্মানিত হন।
প্যারিসে তিনি ‘Centre Mandapa’ নামে ভারতীয় নৃত্যের স্কুল চালাতেন।
৮। এয়ার ইন্ডিয়া কে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কোন সংস্থার
কাছে হস্তান্তরিত করা হল?
- টাটা সন্স (টাটা গ্রুপ)।
**
টাটা সন্স ১৮,০০০ কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার কিনে নেয়।
Tata Group Founded –
1868.
Founder – Jamsedji
Tata.
Headquarters –
Mumbai, Maharashtra.
Chairman – Natarajan Chandrasekaran.
৯। ২৮ শে জানুয়ারি মহান স্বাধীনতা সংগ্রামী লালা
লাজপত রায়ের কততম জন্মবার্ষিকী পালন করা হল?
- ১৫৭ তম।
**
দেশপ্রেমের জন্য তাঁকে 'পাঞ্জাব কেশরী' এবং 'পাঞ্জাবের সিংহ' (Lion of Punjab)
উপাধি দেওয়া হয়।
১৮৬৫ সালের ২৮ জানুয়ারি পাঞ্জাবে লালা লাজপত রায়ের
জন্মগ্রহণ করেন।
লালা লাজপত 'লাল বাল পাল' নামক ত্রিমূর্তির সদস্য ছিলেন।
১০। চীনের বিজ্ঞানীরা সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্ট খোঁজ করেছে, ভ্যারিয়েন্টটির
নাম কী?
- NEOCOV.
১১। কোন FINTECH সংস্থা সম্প্রতি MSMEs –এর নতুন প্ল্যাটফর্ম বিকাশের জন্য
Hitachi Payments –এর সাথে চুক্তি স্বাক্ষর করল?
- Indipaisa.
** Headquarters of Indipaisa – Noida, UP.
CEO – Aizaz Tahsildar.
১২। কোন সংস্থা সম্প্রতি Canadian Space Agency –র সাথে যৌথভাবে $1
Million Deep Space Food Challenge লঞ্চ করল?
- NASA.
** NASA Founded – 29 July 1958.
Headquarter – Washington
DC.
Administrator – Bill Nelson.
To join our FB page CLICK HERE.